| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুমি চলে যাবে যাও
কখনো তোমার ভুল ভেঙে গেলে
আবার ফিরে এলে
আমি বাড়িয়ে দেব হাত
হৃদয়ে ভালোবাসা
একদিনে আসে না
তুমি যদি হেলা করো তারে
পাবে না
হয়ত আর পাবে না
কখনো কি ভেবে দেখেছো
মুকুলেই প্রেম ঝরে গেছে কতো
কখনো কি ভেবে দেখেছো
সঙ্গোপনে প্রেম মরে গেছে কতো
সেই প্রেম গোপনে কাঁদায়
তোমাকে গোপনে কাঁদায়
আমাকে ভুলে যেয়ো
বলবো না কখনো
কখনো মন যদি কাঁদে
ছুটে যাব
তুমি ডাকলেই ছুটে যাব
কখনো কি ভেবে দেখেছো
পৃথিবীতে সবই যাবে মুছে
শুধু বেঁচে রবে প্রেম
১৪ অক্টোবর ২০২৫
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু ও সহেলিয়া
গানের লিংকগুলো নীচে
১। তুমি চলে যাবে যাও। সোনারু। অডিও ভার্সন-১
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২। তুমি চলে যাবে যাও। সোনারু। অডিও ভার্সন-২
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৩। তুমি চলে যাবে যাও। সহেলিয়া। অডিও ভার্সন-৩
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৪। তুমি চলে যাবে যাও। সোনারু। অডিও ভার্সন-৪
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৫। তুমি চলে যাবে যাও। সহেলিয়া। অডিও ভার্সন-৫
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৬। তুমি চলে যাবে যাও। খলিল মাহ্মুদ। মূল সুর
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২|
১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: ভালো এবং সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:২৭
ডঃ এম এ আলী বলেছেন:
বিবিধ কারণে বেশ কিছুদিন বিরতির পরে ব্লগে এসে পেলাম দেখা এ গানের।
মনে হল চলে যাওয়ার জন্যতো আসিনি এই ব্লগবাড়িতে
ফিরে যাবনা বলে লিংকে পড়লাম ঢুকে ।
মুগ্ধ হয়ে শুনছি । গানটি শুনেই লেগে গেলাম ভাল লাগার কিছু কথা বলতে ।
গানটা শুনে মনে হল যেন কারও খুব আপন একজনের সঙ্গে নীরব কথোপকথন চলছে। প্রেমের যত কোমলতা,
ব্যথা আর অপেক্ষা সবকিছুই যেন গানের কথায় ধরা রইল নিঃশব্দে। ‘তুমি চলে যাবে’ এই স্বীকারোক্তির মধ্যে
যেমন মেনে নেওয়ার উদারতা আছে, তেমনই আছে গভীর ভালোবাসার এক অদম্য টান। সবচেয়ে বেশি ছুঁয়ে
গেল সেই প্রতিশ্রুতি ‘তুমি ডাকলেই ছুটে যাব’। কতটা নির্মল হলে মানুষ এভাবে ভালোবাসাকে ধরে রাখতে
পারে! গানের প্রতিটি লাইন একেকটি দীর্ঘশ্বাসের মতো, যা শুনতে শুনতে হৃদয় আরও নরম হয়ে আসে।
সত্যিই, সবকিছু ফুরিয়ে গেলেও প্রেমই যে শেষ পর্যন্ত টিকে থাকে গানটা সেই বিশ্বাসটুকুকেই আবার নতুন করে
মনে করিয়ে দিল আমাদেরকে ।
সুরেলা কন্ঠে সুন্দর একটি গান উপহার দেয়ার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল