| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য ভারতের করণীয় কি কি?
০) শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো।
১) বর্ডার থেকে কাঁটাতারের ফেন্চ তুলে নেয়া।
২) রাতে যারা বর্ডার ক্রস করে, তাদেরকে গুলি করতে পারবে না।
৩) কম দামে পেনসিডিল, মসলা, অটো-পার্টস, কারখানার যন্ত্রপাতি ও গরু বর্ডারের বাজারে বেচাকনা।
৪) ট্রেইড ডেফিচিট যেন ১ পয়সাও না থাকে।
৫) সব নদীর বাঁধ সরাতে হবে।
৬) কাশ্মীরকে স্বাধীনতা দিতে হবে।
২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:০৮
জেন একাত্তর বলেছেন:
আপনার দাবি ও আমার দাবী মিল থাকার কথা নয়; আমাদের ভাবনাচিন্তা এখনো অনেকটা প্যারালাল।
২|
২৫ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫২
সৈয়দ কুতুব বলেছেন: অন্তত ৫০ জন শীর্ষ ক্রিমিনাল পুলিশ ভারতে আছে। এদের ফিরিয়ে দিলে কি সমস্যা?
২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:১১
জেন একাত্তর বলেছেন:
যারা ক্রিমিনাল তারা ভারতে খলাখুলিভাবে চলাফেরা করে না; পশ্চি বংগে, বাংলাদেশের সীামন্তের কাছে লুকিয়ে থাকে ; অনেকে নেপাল বর্ডারে চলে যায়।
৩|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুধুমাত্র ৩ নং শর্ত মানতে পারে, পুরানো বন্ধু হিসাবে ।
..................................................................................
তাদের বিন্দুমাত্র দায় ঠেকে নাই, বাংলাদেশের পাগলামীর সাথে
সায় দেয়া । তবে হ্যাঁ যে কাজটি করা দরকার তা ইতিমধ্যেই
তারা প্রায় সন্পন্ন করে ফেলেছে ।
আমাদের তিন দিকে শক্তিশালি মিলিটারী বেইজ স্হাপন করা হয়ে গেছে ।
১৫ মিনিটের ট্যাকটিকাল এবং সার্জিক্যাল স্ট্রাইক হলে আমরা হা করে
আকাশের তারা গুনবো ।
আর লালমনির হাট বেইজ তা তো ৫ মিনিটে ধূলায় মিশায়ে দিবে ।
(মনে রাখতে হবে আমাদের এখনো কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্হা গড়ে উঠে নাই ।)
২৬ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:০০
জেন একাত্তর বলেছেন:
আমাদের আকাশে "আবাবিল পাখী" আছে ; ব্লগার নতুন নকিব, সত্যপথিক, জুল ভার্ণ ও মহাজাতক, প্রমুখ জানার কথা।
দুতাবাস বিএনপি'কে ক্ষমতা দিবে ও জামাতকে তাদের সাথে দিবে পাকিস্তান। আগামী ২/১ বছর বাংলাদেশ এভাবে চললে, ভারত ক্ষেপবে। তারেক ফিরে আসাতে ভারত এখন থেকে এলার্ট হবে।
৪|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রফেসর সাহেবের উচিত ভারতের সাথে সর্বাত্বক জেহাদ ঘোষণা করা।
কেবল কালা পাঠার একার এই দায়িত্ব না।
শান্তির দূত হিসাবে তিনারও দায়িত্ব রহিয়াছে।
২৬ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৩৮
জেন একাত্তর বলেছেন:
কোন বিলিওনিয়ার প্রাণ হারাতে চাহে না; ইউনুস বিশ্বকে প্রতারণা করে বিলিওনিয়ার হয়েছে; সে নিজের ও গ্রামীনের ডলার খরচ করে ক্যু করায়েছে।
৫|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রফেসর সাহেবের পক্ষে ভারতের সাথে সম্পর্ক ভালো করার আর কোন সুযোগ আছে বলে মনে হয় না।
তবে দেশনেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তিনি নিশ্চয়ই একটা উপায় বের করতে পারবেন।
অকারণে ভারতকে হুমকি ধামকি দেয়া কোন ভালো কথা না।
২৬ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৪০
জেন একাত্তর বলেছেন:
মহা-ডাকাত তারেক ভারতে ১০ ট্রাক অস্ত্র পাঠায়েছিলো; সেই সমস্যা সমাধান করে বাংলাদেশে ফিরেছে মনে হয়; এখন এদিক ওদিক করলে ১১ ট্রাকে তুলে দিবে ভারত।
৬|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৮
সৈয়দ কুতুব বলেছেন: করণেল ওলি বিএনপিকে বেইমান বলছে । জোট থেকে বের হয়ে গেছে । আবার এনসিপি জামাতের সাথে জোট বাধছে । যদি বিএনপি জামাতের সাথে জোট না করে তাহলে কি হবে ?
বিএনপি-জাপা যোগাযোগ বাড়ছে ।
২৬ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৬
জেন একাত্তর বলেছেন:
বিএনপি ও জাপা এখনো মিলিটারীর দল; তারা চলে প্রাক্তন ও বর্তমান মিলিটারী অফিসারদের ইচ্ছানূযায়ী।
জামাত-শিবির-এনসিপি একই দল, জল্লাদ বাহিনী।
ইলেকশানের পর, বিএনপি ও পাকিস্তান মিলে জামাত-শিবির-এনসিপি'কে মাঠ দখলে রাখার দায়িত্ব দিবে
৭|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৪
ক্লোন রাফা বলেছেন: সৈ. কুতুব ভারত’কে পাকিস্তানের পারমানবিক বোমার ভয় দেখিয়ে ফেরত আনার থ্রেট দিতে পারে। এনছিপি আর লালবদরেরা ব্লগে লিখে ভারত’কে একেবারে টুকরা, টুকরা করে দিতে পারে। এখন দেখি ব্লগে থ্রেট করা হয় ‼️
৮|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৩
মাথা পাগলা বলেছেন: নিজেরা বলবে বাংলাদেশের ব্যাপারে ভারতের নাক গলানো উচিত না, আবার নিজেরাই ভারতের দোষ-ত্রুটি খুঁজে বের করবে।
আপনি বেয়াদপের মতো সব সময় সত্যি কথা বলে দেন। এসব কারনেই ডোডোদের অনুরোধে আপনাকে ব্যান করা হয়েছে। ![]()
৯|
২৬ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: ভারত হলো আব্বা। আব্বার কি করনীয় সেটা বলা শোভা পায় না।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ ! অবশেষে আমার নামে লিখেছেন ।
।
তবে আওয়ামী কিছু সন্ত্রাসীদের তো বাংলাদেশে দিয়ে দিতে পারে জনাব।
আপনি যেগুলো লিখেছেন এগুলো তো আমি দাবি করিনি।