| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
হেই ,ধরো বৈঠা
মারো টান।
জঙ্গি যাবে পাকিস্তান!
লুঙ্গি গামছা ফালাইয়া
ইউনুস তুই যা পালাইয়া।
কি লাভ দেশ’কে ভালোবেসে!
দেশ প্রেমিকরা জীবন দেয়,
আর সুবিধাবাদী রাজাকার এবং
ক্যান্টনমেন্টের ঔরষজাত একটি
ক্লাবের জঙ্গিরা ফায়দা লুটে‼️
সতেরো বছরে আন্দোলনের নামে-
দেশ ধ্বংস করা গোষ্ঠীর ধোকায়,
জিবন দিয়ে শহীদ হয় নিরপরাধ/
ছাত্র জনতা ।
ঐ কুলাঙ্গারদের কথায় রাস্তার নেমে,
শেখ হাসিনার মত প্রধানমন্ত্রী হারিয়ে-
আমরা এখন অনুতপ্ত ।
প্রতিটি শহীদের পরিবার অবহেলিত!
“জুলাই শহীদ আনাসের মা”
নিচে দেখুন পাকিস্তানি জঙ্গির কি হুন্কার‼️
৭১–এর মুক্তি যুদ্ধের চেতনা, দেশের সার্বভৌমত্ব ।
আমর সোনার বাংলা “ জাতীয় সঙ্গীত ।
৫৬ হাজার বর্গমাইলের মানচিত্র ও
৭২-এর সংবিধান রক্ষার লড়াই করছি আমরা ।
দেশের এই ক্রান্তিকালে আপনার অবস্থান যেনো থাকে দেশের আপামর সাধারণ মানুষের পক্ষে ।
১৩ তারিখের লকডাউন সফলতার উপর নির্ভর করছে । বাংলাদেশ কি ৭১-এর পরাজিত হায়েনাদের কবলে যাবে কিনা।
এই লকডাউন সফল না হোলে আপনার আমার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত । অন্ধকারে নিমজ্জিত হবে পুরো বাংলাদেশ ।
এ লড়াই আমার আপনার অস্তিত্ব রক্ষার লড়াই ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ॥
২২ শে নভেম্বর, ২০২৫ রাত ১:৩৫
ক্লোন রাফা বলেছেন: আবর্জনা আমাদের অবশ্যই পরিষ্কার করতে হবে।
২|
১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১৯
আলামিন১০৪ বলেছেন: দালালী বাবদ কত পান? র এর মজুরী তো কম হবার কথা না। লাইনঘাট কী, বলবেন? আমরাও টু-পাইস কামাইতে চাই
১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:০২
ক্লোন রাফা বলেছেন: দিকে দিকে চারিদিকে দেখি রাজাকার! আলামিন নামটার অপমান করছেন আপনি। এভিডেভিট করে নাম পরিবর্তন করে তারপর বেহেস্ত বিক্রিতে যোগ দিন। ঐ টা হলো আপনার উপযুক্ত স্থান । এমনকি আপনার চৌদ্দ পুরুষের দায়িত্ব নিবে রাজাকারের দলটি ।
৩|
১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: ইউনুস সরকার এবং জামাত মিলে অন্যায় করেছে। আওয়ামীলীগের এই অন্যায়ের প্রতিশোধ নেওয়া ফরজ।
৪|
১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই আগুন সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য।
১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৮
ক্লোন রাফা বলেছেন: রাজাকার ছানার লেজে কি আগুন লেগেছে⁉️ দখলদার সুদী মহাজন’কে কি লাগবে সেই আগুন নেভাতে ‼️
৫|
১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৪
সৈয়দ কুতুব বলেছেন: এই পত্রিকা ভুয়া।
১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৯
ক্লোন রাফা বলেছেন: আমার দেশ “ হইলো সহি পত্রিকা ।
৬|
১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৮
কিরকুট বলেছেন: দেখা যাক কি হয় ?
কোন বেগুন টা ছিড়তে পারেন দেখি ।
পরে না কমেডি হয়ে যায় এইটাই ভাবার বিষয় ।
১১ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫১
ক্লোন রাফা বলেছেন: জোকারদের কাছে সব কিছু কমেডিই মনে হয়। কিছু করতে পারি আর না পারি । জিবন বাজী রেখে সংগ্রাম অবশ্যই করবো।৫২, ৬৬, ৬৯, ৭১, ৯০, ৯৬, ২০০৮ সব আমরাই করেছি । এবারও আবার নতুন ইতিহাস সৃষ্টি করেই ফিরবে ইংশাআল্লাহ্..
৭|
১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের কপালে শনি আছে।
২২ শে নভেম্বর, ২০২৫ রাত ১:৩৩
ক্লোন রাফা বলেছেন: দেশটা ওদের না/ বাংলাদেশ’টা আমাদের। এই দেশ রক্ষা করতে হবে আমাদেরই।
৮|
১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:১৭
হাসান মাহবুব বলেছেন: নতুন প্রজন্মকে ৭১ এবং বঙ্গবন্ধু বিমুখ করার দায় আওয়ামী লীগকে নিতে হবে।
১১ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৪
ক্লোন রাফা বলেছেন: আওয়ামিলীগের দায় পরিশোধ করছে আওয়ামিলীগ । কোনো সন্দেহ নাই আওয়ামিলীগের অসংখ্য ভুল আছে। তাই বলে ২০২৪ এসে নতুন প্রজন্ম অন্ধের মত আচরন করবে সেটা মেনে নেওয়া অনেক কষ্টের। ভুল করলে শেখ হাসিনা করেছে । অনেক নেতৃত্ব ভুল করেছে।
কিন্তু ৩২ নাম্বার ঘোষণা দিয়ে গুড়িয়ে দেওয়ার মত ঘটনা দেখতে হোলো আমাদের‼️বঙ্গবন্ধুর ম্যুরাল শুধু ভেঙে চুরমার করা হয়নি। তার ভাষকর্যের উপর দাঁড়িয়ে মুত্রত্যাগ করার দৃশ্য জ্বলছে চোখে। মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ভাঙার মহোত্সব প্রত্যক্ষ করেছে নতুন প্রজন্ম ।এবং এটা খুবই স্বাভাবিক ঘটনা বলে চালিয়ে দিলো। কত বলবো , আমার দৃষ্টিতে মহাপাপ করেছে সমন্বয়ক পরিচয়ের কিছু উন্মাদ।
বাংলাদেশের অনেক দল মুক্তিযুদ্ধের পক্ষে বলে দাবী করে । কিন্তু একটা দলকেও দেখলামনা এর প্রতিবাদ করতে। আমাদের সবচেয়ে বড় অর্জণ মুক্তিযুদ্ধের ইতিহাসকে ডিফেন্ড করতে দেখলাম না। আমরা সবকিছু আওয়ামিলীগের দিকে ঠেলে দিয়ে বলি। আওয়ামিলীগ সবকিছু কুক্ষিগত করেছে। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা ! অথচ আমরা পুরো জাতি নির্বাক।
বুকে হাত দিয়ে বলুন আওয়ামিলীগ ছাড়া আর কোন দল কি করেছে । মুক্তিযোদ্ধা বা আমাদের গৌরবজ্জল স্বাধীনতার সংগ্রাম রক্ষায়⁉️
ধন্যবাদ, হা. মাহবুব ভাই।
৯|
১১ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৮
হাসান মাহবুব বলেছেন: মুক্তিযুদ্ধের পক্ষের দলে ১৬ বছর ক্ষমতায় থাকার পরে অবস্থাটা কী দাঁড়িয়েছে? মুক্তিযুদ্ধ কেন নতুন প্রজন্মের কাছে পৌঁছায় নি? আওয়ামী লীগ লুটতরাজে ব্যস্ত ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক সৃষ্টি করেছিল আর বঙ্গবন্ধু আর তার পরিবারকে ঐশ্বরিক ফিগার বানিয়ে বিবমিষা তৈরি করেছিল। কী লাভ তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের দল নিয়ে? এমন অবস্থা তৈরি হয়েছিল যে মুক্তিযুদ্ধে পক্ষে কথা বলতে গেলেই মানুষ ভাবত দালাল। ৩২ নম্বর ভাঙা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, নতুন যারা আসবে, তারা যতই মুক্তিযুদ্ধকে মুছে দেয়ার চেষ্টা করবে, মুক্তিযুদ্ধের চেতনা ততই শক্তিশালী হবে। আর আওয়ামী লীগকে এর মধ্যে চিন্তা করতে হবে কালচারালি কীভাবে নতুন প্রজন্মকে কাছে আনা যায়। গুন্ডামী, ভাংচুর, আগুন সন্ত্রাস করে হবে না। এগুলি একটু ভাবেন আপনারা।
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১:১৫
ক্লোন রাফা বলেছেন: অবশ্যই আওয়ামিলীগের অভ্যন্তরে অনুপ্রবেশ ঘটেছে। আওয়ামিলীগ বিক্রি করে একটা শ্রেনি নিজেদের আখের গুছিয়েছে । কিছু বড় রকমের জঙ্গি, শিবির , জামাত আওয়ামিলীগ ধ্বংসের জন্য গুপ্ত থেকে অপকর্ম করেছে। এগুলো এখন প্রমাণিত সত্য। এগুলো বলে সাফাই গাইছি না। আওয়ামিলীগের মত একটি দলের রিক্রটমেন আরো নিখুঁত হওয়ার প্রয়োজন ছিলো। এই ব্যর্থতা পুরোপুরি বাংলাদেশ আওয়ামীলিগের উঁচ্চ পর্যায়ের কিছু নেতৃত্বের। আমরা জানি কারা বিশাল অর্থের বিনিময়ে এই দলকে আজকের পর্যায়ে এনে দাঁড় করিয়েছে।
কিন্তু আমি চ্যালেন্জ করে বলতে পারি এই দলের বঙ্গবন্ধুর অনুসারী। এবং সাধারন বিশাল কর্মি সমর্থক নিঃস্বার্থ ভাবে ভালোবেসে স্বেচ্ছা শ্রম দেয়। এবং এই অংশটাই বিশাল , আওয়ামিলীগের প্রাণ । শেখ হাসিনা এদের কাছে ম্যাডাম , বস বা স্যার নয়।একান্তই তাদের বোন,খালা,মা নানী,দাদী মনে করে। এরা শেখ হাসিনার জন্য জিবনবাজী রেখে রাজপথে জিবন দিতে প্রস্তুত।
যতটুকু দেখে আপনার আমার বুকে রক্ত ক্ষরন হয়েছে, তার চাইতে কঠিন দিন দেখতে হবে । আগামী দিনের কথা ভাবেই আআমাদের সামাজিক , সাংস্কৃতি বিপ্লব ঘটাতে হবে। এর কোন বিকল্প নেই।
ডানপন্থা সমাজে কিভাবে ধিরে ধিরে ধ্বংস ডেকে আনে । তা নিশ্চই দেখে থাকবেন প্রতিটি পশ্চাদপদ দেশে! এর অধিকাংশ দেশই মুসলিম অধ্যুশিত দেশ।দেশ যে দিকে ধাবিত হোচ্ছে তা দেখে আতংকিত হওয়ার যথেস্ট কারন আছে।
অন্ধকারের দিকে ধাবিত না হয়ে আলোর পথে ফিরে আসতে । আপনার আমার সহ বাংলাদেশের আপামর জনগণের সহযোগিতা প্রয়োজন।
আসুন শান্তিপূর্ণ উপায়ে আমাদের অধিকার ফিরিয়ে আনার লক্ষে একতাবদ্ধ হই। দেশটা আমার,আপনার,কৃষক,শ্রমিক,ছাত্র,শিক্ষক সহ সকল পেশার নির্বিশেষে আপামর সাধারন মানুষের।
আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর নিরাপদ দেশ গড়ার লক্ষে কাজ করি। ধাপে ধাপে অর্জন করতে হবে আমাদের চাওয়া পাওয়া।
আওয়ামিলীগ বিগত শাসনামলে কিছুই করে নাই । এই কথাটাও সত্য নয়।বাংলাদেশে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে । যা নিয়ে বিতর্ক থাকবেই। কারন শতভাগ মানুষ এর পক্ষে নয়। অপরাধীরা সহ আরো কিছু সুবিদাবাদী কখনই এই বিচার মানবেনা। আপনি আমি কেউ বিশ্বাস করি নাই এই বিচার বাংলাদেশে হবে। সংবিধানে অবৈধ আইন ছিলো বঙ্গবন্ধু হত্যার বিচার বাংলার মাটিতে হবেনা। এর চাইতে কঠিন বিষয় মনে হয় বাংলাদেশে ছিলো না।
আর উন্নয়নের ইতিহাস বললে কয়েক পৃষ্ঠা হয়ে যাবে। ভবিষ্যৎ বাংলাদেশে এই উন্নয়নের সমকক্ষ কেউ করে দেখানোর পরে সমালোচনা করুন। বিশাল দুর্ণীতি অস্বিকার করার কোন অভিপ্রায় আমার নেই।এগুলো যারা করেছে তাদের কঠিন বিচার চাই আমরা।স্বাধীনতার পর বাংলাদেশের নব্বই ভাগ অর্জন বাংলাদেশ আওয়ামিলীগের হাতে। অথচ অধিকাংশ সময় ক্ষমতায় ছিলো আওয়ামিলীগ বিরোধী শক্তি।
প্রশ্নের উত্তর বড় হয়ে যায় বাস্তবতা প্রকাশের জন্য।
ধন্যবাদ॥
১০|
১১ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এই আগুন সন্ত্রাসীকে গ্রেফতার করার করে ডিম থেরাপী দিলেই বাসে কে আগুন দিয়েছে তার বের হবে।
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ২:৩৩
ক্লোন রাফা বলেছেন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অনুসারীরা দেশ ধ্বংসের রাজনীতি করেনা। যে হাত দেশ গড়তে কাজ করে সেই হত দেশের বিন্দুমাত্র ক্ষতি করেনা।
রাজাকারের পৃষ্ঠপোষক দেশপ্রেমিক নাম নিলেই প্রকৃত দেশপ্রেমিক হয় না। ওহে রাজাকারের দালাল রক্ত কোথা বলে। বাংলাদেশ টা আমাদের রক্তের বিনিময়ে অর্জিত । কোনও পাকিস্তানি নরপিশাচের দান নয়।
১১|
১১ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৮
আদিত্য ০১ বলেছেন: ওরা চায় পূর্বপাকিস্তান, বুটের আওয়াজ পাওয়া যায়, ওরা আসছে পিশাচের মতন।
এই শকুন্দ থাবা থেকে বাংলাদেশ মুক্ত করতে ১৩ নভেম্বর লকড ডাউন সফল করুন।
আমার, আপনার ও আমাদের সুজলা সুফলা বাংলা মাকে মুক্ত করবোই
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
১২|
১২ ই নভেম্বর, ২০২৫ ভোর ৫:২৮
বিষন্ন পথিক বলেছেন: রাজাকারপুচ্ছদের লেজে আগুন লাগানোর জন্য ধন্যবাদ, জয় বাংলা , জয় বঙ্গবন্ধু
১২ ই নভেম্বর, ২০২৫ ভোর ৬:৩৩
ক্লোন রাফা বলেছেন: আমাদের বাংলাদেশ আমরাই গড়ে তুলবো ⬇️
১২ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:৩৬
ক্লোন রাফা বলেছেন: Bangladesh is Bleeding Day and Night. under yunus , Jamat , Bnp Bangladesh is Burning! Click This Link
১৩|
১২ ই নভেম্বর, ২০২৫ ভোর ৬:৩১
ক্লোন রাফা বলেছেন: 
১৪|
১২ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪৩
শ্রাবণধারা বলেছেন: কি ভয়ঙ্কর নিম্নমানের স্লোগান আর আগুন সন্ত্রাসের জন্য আহ্বান!
আওয়ামী লীগ কিভাবে এমন পচে গেল, তার বড় উদাহরণ হচ্ছে আপনার এই ধরনের পোস্ট আর হাসিনার জঘন্য বুলিং।
জঙ্গি রাজাকারদের লাইমলাইটে এনে দেওয়ার জন্য ডাকাত-খুনি আওয়ামী লীগের চেয়ে বড় দায় আর কারও নেই।
১২ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩২
ক্লোন রাফা বলেছেন: আওয়ামী লীগ,রাজাকার আর জঙ্গিদের যম। এই শ্লোগান ৭১-এর মুক্তিযোদ্ধাদের শ্লোগান । রাজাকার , জঙ্গি আর সন্ত্রাসীদের এই শ্লোগানে গায়ে আগুন জ্বলে। আপনার অবস্থান কোন শ্রেনীতে⁉
১৫|
১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
১৬|
১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই আগুন সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য।এই আগুন সন্ত্রাসীকে গ্রেফতার করার করে ডিম থেরাপী দিলেই বাসে কে আগুন দিয়েছে তার বের হবে।
১৭|
১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২৮
আমি নই বলেছেন: দল মত নির্বিশেষে রাষ্ট্রকে স্থবির করে দেয়ার মত যেকোনো কর্মসূচি যেমন লকডাউন, অবরোধ, হরতাল, বা নতুন শব্দে পুরনো কর্ম সমর্থন করি না। আগেও করিনাই, এখনও করিনা। যে কর্মসুচি জনসাধারনের ক্ষতি বা আতন্কের কারন হয় তাও সমর্থন করি না।
১৮|
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:১৪
মাথা পাগলা বলেছেন: অনেকেই বলছেন এসব কর্মসূচি সমর্থন করেন না যা একদম ভদ্র মানুষের চিন্তা-ভাবনা। কিন্তু বাংলাদেশের বর্তমান/পুরাতন রাজনীতির প্রেক্ষাপটে পাল্টা অভ্যুত্থান ছাড়া গনতান্ত্রিক উপায়ে লীগের রাজনীতি ফিরে আসার চেষ্টা আত্মঘাতীর সমান হবে।
তাছাড়া বিগত দেড় বছরে রাজাকার জঙ্গি গোষ্ঠীরা যেসব অরাজকতা করছে, জনগণের হয়ে প্রতিবাদ করার জন্য কোন শক্তি দেখি নাই।
সৈয়দ কুতুব বলেছেন: এই পত্রিকা ভুয়া।
শুনলাম ইউনুস সরকার ৮ লাখের উপর সেনা নামাবে। পরে হয়তো দরকার পরলে পাকিস্তান থেকে সেনা আনাবে।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: ছাগলেরা দেশটাকে শেষ করে দিচ্ছে।
এইসব জামাত শিবিররের বিচার হবে। হতেই হবে।