নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

ঢাকা লকডাউন ধ্বংস করতে।সমন্বয়ক নামের জুলাই সন্ত্রাসী হিজবুত ,শিবির আবারো সক্রিয়।

১২ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫০


আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’এর
শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল ও জনমতে বিভ্রান্ত সৃষ্টির নেপথ্যে
রয়েছে একাধিক সাবেক সমন্বয়ক ও তাদের নিয়ন্ত্রণে থাকা কিশোরগ্যাংয়ের সন্ত্রাসীরা।-এদের থেকে সর্তক থাকুন।

৫ই আগস্টের পর একটি বেসরকারি চ্যানেলের টকশোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সমন্বয়ক আরিফ সোহেল স্বীকার করেছেন,গতবছর জুলাই মাসে পুলিশ হ'ত্যা,অগ্নিসংযোগ,ভাংচুর সহ একাধিক ধ্বংসাত্মক কর্মকাণ্ডসংগঠনের পেছনে ঢাকার স্থানীয় কিশোরগ্যাংয়ের সদস্যদের ব্যবহার করা হয়েছিল।তিনি জানান,এটি তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ ছিল, যা ২০১৭ সাল থেকে শুরু হয়ে ২০২৪ সালে পূর্ণতা পায়।

বিভিন্ন সমন্বয়কদের ফেসবুক স্ট্যাটাস বিশ্লেষণ করে জানা যায়, কিশোর গ্যাংগুলোকে সংগঠিত করতে মাদকদ্রব্য ও আর্থিক প্রলোভন দেওয়া হয়েছিল।বিশেষ অর্থ বরাদ্দের মধ্য দিয়ে জুলাই-আগস্টে তথাকথিত কোটা আন্দোলনের নামে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও হত্যা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল।এদের অর্থায়নের নেপথ্যে ছিলো আমেরিকান ইউএসএইডস, ডঃ ইউনুসের একাধিক এনজিও সংস্থা ও বিভিন্ন দেশের রাষ্ট্রীয় দূতাবাস।

১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ব্যর্থ করতে ও জনসাধারণের মনে আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্বেষ তৈরী করতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে আতংক ছড়ানোর নেপথ্যে আবারো এই কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে। অনেকের মতে, এর পেছনে প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে অসাংবিধানিক ইউনুস সরকার ও বর্তমান কিংসপার্টি এনিসিপির নেতারা।

-বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই সহিংসতা, নৈরাজ্যের
রাজনীতিতে বিশ্বাসী নয়।অবৈধ ইউনুস ও তার সন্ত্রাসীদের ষড়যন্ত্র ছেদ করে আগামী ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করবে বাংলাদেশের মুক্তিকামী জনগণ।

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৭

সৈয়দ কুতুব বলেছেন: লিগের লকডাউন নিয়ে কেউ ভাবছে না । কেবল সোশাল মিডিয়ায় হাউকাউ আপনাদের । আপনারাও বিএনপির মতো হয়ে গেছেন। আগে ছিলো খালেদা জিয়ার মুকতি এখন শেখ হাসিনার মামলা বাতিল । =p~

কাজ হবে না ।

১৩ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:০৯

ক্লোন রাফা বলেছেন: আমাদের সংগ্রাম দেশকে বাংলাদেশের ধারায় , উন্নয়নের ধারায়। এবং মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনার সংগ্রাম। অবৈধ দখলদার প্রত‍্যেককে আইনের আওতায় এনে বিচার করার আহ্বানে এই কর্মসূচি।
বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে জনগণের কল্যাণে আন্দোলন ও কর্মসুচি গ্রহন করে। এই দল কোনো রাজাকার, জঙ্গিবাদ কায়েম করতে সংগ্রাম করে না।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥

২| ১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: =p~ =p~ =p~

১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৩

ক্লোন রাফা বলেছেন: কে জানি বলে গেছে / বেশি হাসলে নাকি, কান্না খুব নিকটবর্তী হয়। আপনার খুশির কারন কি এটা, আওয়ামিলীগের কর্মসূচি ১২ই নভেম্বর সফল করে দিয়েছে ⁉️ কিছুই করতে হয়নি আওয়ামিলীগ কে ‼️

লক ডাউন সফল করার জন্য ধন্যবাদ আপনাকে ✅

৩| ১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: ঢাকা লকডাউন শুনে উপদেষ্টাদের কলিজা শুকিয়ে গেছে।
জামাত শিবিরের ঘুম হারাম হয়ে গেছে।

১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৮

ক্লোন রাফা বলেছেন: হুমম কথা সত্য! আওয়ামী লীগের কিছু করতে হয়নি । ১২ তারিখেই লক ডাউন সফল করে দিয়েছে আতংকিত জঙ্গি দখলদার ‼️

৪| ১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৪

আমি নই বলেছেন: লকডাউন আবার ধ্বংস করে কেমনে?

@রানু বিভিন্ন সময় সময় সিপিবির ডাকা হরতালের কথা মনে পরতেছে, সিপবির নেতারাও বলত তাদের হরতালের কথা শুনে সরকারি দলের কলিজা শুকিয়ে গেছে।

৫| ১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৩

তানভীর_আহম্মেদ বলেছেন: -বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই সহিংসতা, নৈরাজ্যের রাজনীতিতে বিশ্বাসী নয় :D

৬| ১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৩

মেঠোপথ২৩ বলেছেন: রাজীব নুরের কাছে এই ব্লগ হচ্ছে হাসি তামাশার জায়গা। তাই বিনোদনমুলক কমেন্ট করে সবাইকে বিনোদিত করে। বাস্তবে উনি খুবই ধার্মিক মানুষে রুপান্তরিত হয়েছেন। স্ত্রী কন্যা হিজাব পড়া শুরু করেছে। তিনি ১৮০০ টাকা খরচ করে আজাহারী হুজুরের বই কিনে পড়েন :) এই ব্লগের উনার সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে স্বঘোষিত শিবির/ হিজবুত কর্মী শাইয়্যান :) উনার বর্তমান কিবলা বুঝতে কারো সমস্যা হবার কথা নয় :)

১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২২

ক্লোন রাফা বলেছেন: বাহ্ রাজিব নুর’কে নিয়ে ভালো গবেষণা করেছেন মনে হয়‼️এখন এটা গবেষণামূলক কোনো ‍ম‍্যাগাজিনে ছাপিয়ে দিন।

৭| ১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩০

আলামিন১০৪ বলেছেন: আপনে জেলে ঢুকবার চান, বাহে?

১২ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৪

ক্লোন রাফা বলেছেন: আপনি কি কোনো জেলার নাকি ⁉️ আমার মত কত লক্ষ জেলে পুরেছেন? এখন খুব সহজ জেলে দেওয়া।শুধু পুলিশ ডেকে বলে দিন , আওয়ামী লীগের দোষর ব্লগার॥

৮| ১২ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

নতুন বলেছেন: ঢাকা লকডাউন ধ্বংস করতে।

শেষ পযন্ত লক ডাউন শব্দ ব্যবহার করতে হইলো?

পুলাপাইনের দেওয়া লক ডাউন শব্দ ব্যবহার করতে আপার তো শরম করার কথা।

আপা হরতালের ডাক দেবেন। উনি তো বর্তমানে ভারতে আছে, উনি বর্তমানে "ঢাকা বন্ধ" এর ডাকা দেবেন। B-))

লকডাউন ধ্বংস

এই লকডাউন কিভাবে ধ্বংস করা হয়ে থাকে এই ব্যপারে যদি আপনি একটু বলতেন।
আপনাদের কয়েক কোটি ভোটার আছে, কয়েক কোটি আয়ামীলীগার আছে, তারা ঘরে বসে থাকলেই তো ঢাকা লকডাউন হয়ে যাবে।

১২ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৯

ক্লোন রাফা বলেছেন: লক ডাউনের ব‍্যবহার করা হয়েছিলো করোনাকালে। আসলেই আমাদের গোল্ডফিস মেমোরি। রইলো বাকি ধ্বংসের ঐখানে ব‍্যার্থ লিখতে চেয়েছিলাম। কিন্তু দেখলাম সমগ্র বাংলাদেশ ধ্বংসের প্রক্রিয়া চলছে। তাই এটাও তারা ধ্বংস করতেই চাইছে ‼️

৯| ১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:১৯

dupur১২৩ বলেছেন: ওও গেদা , এইসব হাউকাউ না করে , লিস্টি করো। আর সবসময় জাইগ্গা পরে চলাচল করবেন , দেখসেন না গত কাল কে , NCP অফিস আর সামনে এক গেদা ধরা খাইয়া , পাবলিক এমন মাইর দিসে যে পেন্ট খুলে যাচ্ছিলো , আহারে দেখে মনটাই খারাপ হয়ে গেসে। আপনি ভাই অবশই জাইগ্গা পরে বের হয়েন , পরে দেখা যাবে আপনার পেন্ট নাই , আর যাই করেন সামু ব্লগার দের ম্যান ইজ্জত রাইখেন।

পেপার এ যদি এমন নিউজ হয় " সামুর ব্লগার ককটেল মারতে গিয়া , ধরা , আর পাবলিক আর গণ পিটানিতে পেন্ট ছিড়ে গেসে , পেন্ট এর নিচে জাইগ্গা না থাকায় ........... দেখা যাচ্ছিলো "

প্লিজ ভাইজান ব্লগার দেড় ইজ্জতের কসম লাগে আপনার।

১৩ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:৩৪

ক্লোন রাফা বলেছেন: রক্ত দিয়ে আসলাম ইউনুসের জঙ্গি বাহিনীর মোকাবিলায়। আমার জনক বলে গেছেন মুসলমা একবার মরে। আর বাঙালি সিংহের জীবন যাপন করে হোক সেটা একদিনের জীবন। পুর্ব পুরুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করে দিয়েছে।স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে লড়াই করে রক্ত দিয়ে জয় ছিনিয়ে আনতে শিখিয়েছে।

কাজেই মিশন বাংলাদেশ রাজাকার ও জঙ্গি মুক্ত সংগ্রামে আছি।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

১০| ১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৩৪

মাথা পাগলা বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: লিগের লকডাউন নিয়ে কেউ ভাবছে না । কেবল সোশাল মিডিয়ায় হাউকাউ আপনাদের । আপনারাও বিএনপির মতো হয়ে গেছেন। আগে ছিলো খালেদা জিয়ার মুকতি এখন শেখ হাসিনার মামলা বাতিল । =p~

আপনি কোন বাংলাদেশে বাস করেন? ৭~১০ লাখ নিরাপত্তা রাস্তায় নেমেছে। আমি তো দেখি লক ডাউনের আগের দিনই সফল! কারন জনগন সমর্থন দিচ্ছে। দেড় বছর ধরে ইউনুস তার রাজাকার-জঙ্গি গোষ্ঠীরা জনগনের উপর যে অত্যাচার করেছে তার ফল।

নিউজে পড়লাম এনসিপির মশাল মিছিলে পেছন থেকে কেউ একজন "জয় বাংলা" স্লোগান দেয়াতে আতংকে মিছিলের অর্ধেক পালিয়ে গিয়েছে ঠিক যেমন জয়-বাংলা শুনলে রাজাকাররা ভয় পেতো। ৭১'-এর ট্রমা এখনো মুছে যায়নি - উত্তরাধিকারসূত্রে পরের প্রজন্মও তা বহন করছে। =p~

১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৫

ক্লোন রাফা বলেছেন: সৈ. কু আতংকিত..।তাই আবোল তাবোল বকছে। বলেছিলো,২০ বছর লাগবে আওয়ামী লীগের ফিরে আসতে। আমি বলেছিলাম ফিরে আসবে কি আওয়ামিলীগ তো আছেই।

১১| ১৩ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: দেশের মতো সামু ব্লগটাকেও জামাত শিবির দখল করে নিয়েছে।

১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ২:২৬

ক্লোন রাফা বলেছেন: ব‍্যাপার না , শুধু উপেক্ষা করুন। আবর্জনা পরিষ্কার হয়ে যাবে অচিরেই।

১২| ১৩ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওহে সন্ত্রাসীর ছানাপোনা আজ কোথায় আগুল জ্বালালে?

১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১০

ক্লোন রাফা বলেছেন: তোমাদের লেজে আর সুদি মহাজনের পশ্চাদদেশে । সময় ফুরিয়ে আসছে তোমাদের।

১৩| ১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওহে সন্ত্রাসী, ওহে আগুন সন্ত্রাসী কিছু দিনের মধ্যেই তোমার খবর আছে অলরেড়ী তোমার খোঁজ শুরু করে দিয়েছে গোয়েন্দারা।

১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৮

ক্লোন রাফা বলেছেন: ওহে, গবেট গোট/ আমি ভুঁই পাইছি । আমার হাত পা কাঁপছে ! মশা মাছির হুমকিতে আতঙ্কিত :>

১৪| ১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৩

নাজনীন১ বলেছেন: আপনের বিয়াপুক গবেষণায় ( নেচারে পাব্লিশ করার মতো) ডঃ মুহম্মদ ইউনুস বিয়াপুক রাজনীতিবিদ! হাসিনাবু, খালেদা ম্যাডাম সবতে ফেইল মাইরা গেল! B-)

কিশোর গ্যাং-এর ডরে আমাগো হাত পা আতংখে… :-&

১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫০

ক্লোন রাফা বলেছেন: নিশ্চই কোনো ভাই ব্রাদার কিশোর গ‍্যাং-এর সদস‍্য। অথবা নিজেই জামাতি সংঘের সদস্য। আপনার তো ভয়ের কোনো কারন নাই। উল্টো আপনাকেই ভয় পায় কিশোর গ‍্যাং॥

১৫| ১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছে সবাই। শেখ হাসিনার হাতে পর্যাপ্ত সুযোগ ছিল। গোয়ার্তমির কারণে তিনি কাজে লাগাতে পারেননি। নিজে ডুবলেন, তার দলকেও ডোবালেন। অন্যরা আওয়ামী লীগকে কোনোভাবেই ফিরতে দেবে না।

১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:২৮

ক্লোন রাফা বলেছেন: আওয়ামী লীগের জনক বলে গেছেন। “কেউ আমাদের দাবায়ে রাখতে পারবানা” মরতে যখন শিখেছি! কেউ দাবাতে পারবেনা।

পাকিস্তান পারেনি,আমেরিকা পারেনি, চীন পারেনি। কাজেই বাংলাদেশের সকল জঙ্গি, রাজাকার, এনজিওদের দালাল, টোকাই গ‍্যাং একত্রিত হয়েও পারবেনা। বাংলদেশের স্বার্বভৌমত্ব রক্ষায় আমরা জীবন বাজি রেখে লড়াই করবো। ৭১-এ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ

১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৩০

ক্লোন রাফা বলেছেন: জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥
এটুকু সেন্সর কেনো হলো উত্তরে বুঝতে পারলাম না ‼️

১৬| ১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: জাতির জনকের আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগের মধ্যে অনেক পার্থক্য। এই আওয়ামী লীগ শেখ হাসিনার পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছে। শেখ হাসিনা এত বছর ধরে দল চালালেন, একজন বিকল্পও তৈরি করেননি। উনি না থাকলে দলের কী হবে সে চিন্তাও করেননি। লুটেরা আর দুর্বৃত্ত দিয়ে দল ভরেছেন। কর্মীদের ত্যাগের মূল্য দেননি। জুলাইতে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তিনি আঁচ করেছিলেন ঠিকই, কিন্তু ওই যে গোয়ার্তমি; ওটাই খেল তাকে। অনেকটা সময় লাগবে বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে। তার আগে ভুল থেকে শিক্ষা দিতে হবে।

১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ২:২৩

ক্লোন রাফা বলেছেন: ভুল আপনারা এখানেই ভুল করেন ! আর সেই সুযোগটা গ্রহণ করে দেশ বিরোধী অপশক্তি এবং আওয়ামী লীগ বিরোধী গোষ্ঠী ‼️এই আওয়ামী লীগই মাওলানা ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, শেরে বাংলা ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং শেখ হাসিনার কাছে এসেছে। অনেকে আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে। আবার অনেকে অন্তিম মুহূর্ত পর্যন্ত ছিলেন।

শেখ হাসিনা বর্তমানে আওয়ামী লীগ কে নেতৃত্ব দিচ্ছেন। এবং আবারো দলের প্রয়োজনের কথা মাথায় রেখে সংগ্রাম করে চলেছেন। শেখ হাসিনাকে চুপ করানোর চেষ্টা করে চলেছেন সুদী মহাজন। আন্তর্জাতিক মিডিয়া তার কাছেই যাচ্ছে বার বার। শেখ হাসিনা কারো কাছে যায়নি। শেখ হাসিনার মত মৃত্যু মাথায় নিয়ে পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক নেতা নেতৃত্ব দেয়নি। এত সমস্যা সংকুল দেশ পৃথিবীতে ২য় টি নেই । বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে যুদ্ধে পরাজিত অপশক্তি রাজনীতি করছে ‼️

পরিবারের ১৮ জন সদস্য এক রাতে হারিয়েছে শেখ হাসিনা। তারপরও আপনাদের কাছে মনে হচ্ছে শেখ হাসিনা পরিবারতন্ত্র কায়েম করেছেন ‼️নিজেকে শেখ হাসিনার স্থানে বসিয়ে তারপর ভাববেন। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি তার সরকারের সময় । তার বিপদের সময় তাঁর পাশে থেকে জীবন দিতে প্রস্তুত। কারণ আমি মোস্তাক,,মীরজাফর, সার্জিস কিংবা হাবদাল্লা নই।আমি মোহন লালের অনুসারী।
ধন্যবাদ॥


১৭| ১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ২:২০

নাজনীন১ বলেছেন: হাসিনাবু দিল্লী থেকে আমারে পাহারা দেয়, বিজেপির মিঠুনদা বরিশাইল্ল্যা ধমকের উপর রাখে, কোলকাতার চোখ তো চোখের পাতাই ফেলে না, গভীর রাইতে পর্যন্ত, আমি ঘুমে থাকলেও পাহারা দেয়! বুইজ্জেন কিন্তু! X(

দুনিয়ার উলটো পাশ থেকে সিআইএও আছে কিন্তু! এক্কেবারে মার্কা মারা! আন্তর্জাতিক সন্ত্রাসী ওরফে মিলিশিয়া! X((

১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ৩:০১

ক্লোন রাফা বলেছেন: আপা আর যত ভুল করুক শত্রুদের আর বাংলাদেশের আবর্জনা চিনতে ভুল করেনা। আল্লাহ তাকে এতবার বাঁচিয়ে দেয় শুধু পার্থক্য চিনিয়ে দেওয়ার জন‍্য। আওয়ামী লীগ যার নেতৃত্বে ফিরে আসুক । আপার, অসমাপ্ত কাজ শেষ করতেই হবে তাকে। একটা অহংকার কেউ নিতে পারবে না উনার কাছ থেকে। উনার পরিচয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কণ‍্যা।
চোখে চোখ রেখে একমাত্র প্রধানমন্ত্রী। বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.