নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু › বিস্তারিত পোস্টঃ

বেগমগঞ্জে জমিদার হাট- করমবক্স সড়কের দুদর্শা লাগবে কোন উদ্যোগ নেই

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬

বেগমগঞ্জে জমিদার হাট- করমবক্স সড়কের দুদর্শা লাগবে কোন উদ্যোগ নেই



গোলাম মহিউদ্দিন নসু ,বেগমগঞ্জঃ

বেগমগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের তিন ইউনিয়নের সংযোগ সড়ক জমিদারহাট- করমবক্স সড়কের দুর্দশা লাঘবে কোন উদ্যোগ নেই।

জমিদারহাট-করমবক্স সড়কটি অতীব জন চলাচলের রাস্তা। এ সড়কে অহরহ ইট ভাটার(ব্রিক ফিল্ড) ও মাটি কাটার ট্রাক্টর চলাচল করে। ফলে সড়কের অবস্থা খুবই জরাজীর্ন। এ দুর্দশা গ্রস্থ এ সড়কের পাশের স্কুল ও বাড়ী ঘরে ধূলা বালিতে পরিবেশ মারাত্বক ভাবে বিপর্যস্ত হয়। এমন অভিযোগ দীর্ঘদিনের।

গত ২৮ ফেব্রয়ারী বেগমগঞ্জ উপজেলা উন্নয়ন সভায় স্থানীয় চেয়ারম্যান নূরুল আমিন ও জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তপন কুমার মজুদার জোরালো অভিযোগ করলে এ বিষয়ে গুরুত্ব পূর্ন আলোচনা হয়। এ নিয়ে ইটভাটা মালিক সমিতি, ট্রাক্টর মালিক সমিতির সভাপতি/সাধারন সম্পাদকদের নিয়ে সভা করার সিদ্ধান্ত হয়। জনগুরুত্বপূর্ন এ বিষয়টি বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সার্জেন্টের নাম উল্লেখ করা হয়। এক মাসের বেশী সময় পার হলেও এ সংক্রান্ত কোন উদ্যোগ নেই। ২৮ মার্চ উপজেলার সাধারন সভায় চেয়ারম্যান সমিতির সভাপতি,কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরনবী পূনরায় এ সড়কটির দুরাবস্থা তুলে ধরে উপজেলা প্রকৌশলী ইকরামূল হকের দৃষ্টি আকর্ষন করেন।

০১ এপ্রিল ইটভাটা মালিক সমিতির সভাপতি ইসমাইল মিয়ার সাথে ফোনালাপে জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তবে কিছু সময় পরে আবার ফোন করে, ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি,ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক আজিজুল বাশার স্বপনের উদৃত্তি দিয়ে বলেন, এ বিষয়ে কেহ কোন আলোচনা করেনি। ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক আফতাব উদ্দিন বলেন, তাঁকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সড়কটি দীর্ঘদিন থেকেই কোন সংস্কার না করায় জরাজীর্ন । সড়কটি খুবই গুরুত্বর্পূর্ন। ব্রিক ফিল্ডের কারনে কোন সমস্যা হলে আলোচনা করে সমাধান করা যায়।

উপজেলা নির্বাহী অফিসার খন্দকার নূরুল হক জানান, ২৮ ফেব্রয়ারী রাজগঞ্জসহ এলাকার রাজনৈতিক অস্থিতিশীলতার কারনে ব্যস্ত থাকায় এ বিষয়ে কোন উদ্যোগ নেয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বপূর্ন। এ বিষয়ে বসার ব্যবস্থা করা হবে।#

গোলাম মহিউদ্দিন নসু

নোয়াখালী

০১৭১৪৮৪০৮৯৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.