| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালনে অবহেলা-ডিলামী - ইউএনও-র ক্ষোভ
বেগমগঞ্জ প্রতিনিধি,নোয়াখালীঃ
বেগমগঞ্জ উপজেলা প্রকোশলী ইকরামূল হক তাঁর দায়িত্ব পালনে অবহেলা- ডিলামী করেন।
ইউএনও-র দেয়া চিঠি মোতাবেক প্রকল্প দেয়নি। এডিবির বরাদ্ধ দিয়ে প্রকল্প তৈরীর সময় ইউএনও-র সাথে পরামর্শ করেন না বলে ইউএনও ক্ষোভ প্রকাশ করেন।
গত ২৪ মার্চ বেগমগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা ও সাধারন সভায় এডিবির অর্থে প্রস্তাবিত প্রকল্প অনুমোদনের জন্য উপজেলা প্রকৌশলী উপস্থাপন করলে, ইউএনও নূরুল হক ক্ষোভ প্রকাশ করে এসব তথ্য জানান। এসময় একরামূল হক তাঁর কথার মাঝে বলেন এটা অবহেলা নয়। কাজের চাপে আগে আলাপ করা হয়নি। কিছু সময় ধরে প্রকৌলী ইউএনও-র সাথে তর্ক করতে থাকেন। সভায় উপস্থিত উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাসহ সহকারী কমিশনার, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা,ইউনিয়ন চেয়ারম্যান এবং কমিটির অপরাপর সদস্যরা সবাই উভয়ের মাঝের এ বিতর্ক শুনছিলেন। এ সময় ছোট আওয়াজে শব্দে অনেকে বলেন, ‘ ইঞ্জিনিয়ার অফিসের চোরামির কারনে উপজেলা কমপ্লেক্সের নতুন ভবনের অনেক কক্ষের এখনই দুরাবস্থা দেখা দিয়ে্েছ। কয়েকজনে দুঃখ প্রকাশ করে বলেন, সকল পর্যায়ের মানুষের সাহায্য- সহযোগীতা নিয়ে উপজেলা কমপ্লেক্সে একটি মসজিদ নির্মান করা হয়েছে। ইঞ্জিনিয়ার ব্যস্ততার অজুহাত দেখিয়ে উপজেলার এ মসজিদের ষ্টিমেটটি করেননি’।
এক পর্যায়ে ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি প্রকৌশলীকে তর্ক থেকে নিভৃত করতে সক্ষম হন। ছয়ানী ইউনিয়ন চেয়ারম্যান জামাল অভিযোগ করেন, ৬ মাস আগে টেন্ডর হয়েছে;
রাস্তার কাজ এখনো শুরু হয়নি। আরেক রাস্তায় ২০০৮ সালে কাজ শুরু করে অর্ধেক করে রেখেছেন বাকিটা এখনো সম্পন্ন করছেন না। কাদিরপুর চেয়ারম্যান নূরনবী বলেন, জমিদার হাট- করমবক্স রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একলাশপুর চেয়ারম্যান খলিল বলেন , এলাকার পাকা রাস্তুা গুলি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছ্ ে;কামদেবপুর চৌধুরী পুল ভেঙ্গে গেছে। এডিবির অর্থে এগুলি দ্রুত মেরামতের জন্য ইউএনও-র সাথে আলাপ করে ব্যবস্থা নিবেন। মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী বলেন, ,মুক্তিযোদ্ধা অফিসের বাতরুমের দরজা ভাঙ্গা, দরজা-জানালায় কোন হুক নাই। এগুলি জরুরীভাবে মেরামতের ব্যবস্থা নিবেন কিনা?
চেয়ারম্যানগনের এসব প্রশ্নের জবাবে প্রকৌশলী ইকরামূল হক জানান, উপজেলায় ২২টি রাস্তার কাজ সহসা হবে । যে রাস্তায় ঠিকাদার কাজ করছে না,তাকে চিঠি দেয়া হয়েছে । কাজ না করলে কার্যাদেশ বাতিল করা হবে। এতে বরাদ্ধো বাতিল হয়ে যাবে।#
গোরাম মহিউদ্দিন নসু
নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখঃ২৯,৩,১৩
©somewhere in net ltd.