নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু › বিস্তারিত পোস্টঃ

নোয়াখালীর বেগমগঞ্জ যুব উন্নয়ন অফিসার কতৃক সরকারী অর্থ আত্বসাতের চেষ্টার অভিযোগ

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯



নোয়াখালীর বেগমগঞ্জ যুব উন্নয়ন অফিসার কতৃক সরকারী অর্থ আত্বসাতের চেষ্টার অভিযোগ

গোলাম মহিউদ্দিন নসু,নিউজ এজেন্সিটুয়েন্টিফোর , নোয়াখালীঃ

বেগমগঞ্জ উপজেলার যুব উন্নয়ন অফিসার জনাব আ,ক,ম মুহসীন সরকারী অর্থ ৬ লাখ টাকা আত্বসাত করার চেষ্টা করেন। এ অভিযোগে তাঁকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক সাময়িক বরখাস্ত করেছেন বলে একটি সূত্রে জানিয়েছে।

সম্প্রতি বেগমগঞ্জে যুব উন্নয়ন অফিসার তাঁর কার্যালয়ের ০২/০৪/২০১৩খ্রিঃ তারিখের যুউঅ/বেগম/তহবিলস্থানান্তর/৪০/২০০০-৫৬৯ নং স্মারকে সোনালী ব্যাঙ্ক,চৌমুহনী শাখার ম্যানেজারের নিকট সরকারী তহবিল সঞ্চয়ী হিসাব নং-১৬৫৫৭ হতে ৩ লাখ টাকা এবং সঞ্চয়ী হিসাব নং-১৬৫৫৯ হতে ৩ লাখ টাকা,মোট ৬ লাখ টাকা সঞ্চয়ী হিসাব নং-২২৬৬৯-এ স্থানান্তর করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। সোনালী ব্যাঙ্ক,চৌমুহনী শাখার ম্যানেজারের পত্রে জানা যায় সঞ্চয়ী হিসাব নং-২২৬৬৯ জনাব আ,ক,ম মুহসীন-এর ব্যাক্তিগত হিসাব। বেগমগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসের সরকারী হিসাবটি তিনি এবং তাঁর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জনাব মোঃ কাওছার আলম-এর যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়। তিনি তাঁর অফিস সহকারীর স্বাক্ষর জাল করে এ কাজ করেছেন বলে ম্যানেজারের পত্র থেকে জানা যায়।

সূত্রে আরো জানা আ,ক,ম মুহসীন গত ০৭/১০/২০১২খ্রিঃ বেগমগঞ্জ উপজেলায় যোগদানের পর হতে নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে।গত নভেম্বর-২০১২ মাসের প্রথম সপ্তাহে সোনালী ব্যাঙ্ক,চৌমুহনী শাখায় রক্ষিত যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণের মূলধন হিসাব নং-১৬৫৫৭ হতে ৩ লাখ টাকা একই ব্যাঙ্কে তাঁর ব্যাক্তিগত হিসাব নং-২২৬৬৯ এ স্থানান্তর করে ব্যাক্তিগত হিসাব হতে চেকের মাধ্যমে উত্তোলন করে আত্ত্বসাত করেন।

এ বিষয়ে যুব উন্নয়ন অফিসার মহসীনের নিকট জানতে চাইলে, তিনি বলেন এ সম্পর্কে তিনি কিছু জানেন না। তিনি যথা রীতি চাকরী করছেন। তাকে বরখাস্ত করার সংবাদটি সত্য নয়।

সোনালী ব্যাংক ম্যানেজার ভবতোষ চক্রবর্তী জানান, সরকারী অর্থ ব্যক্তিগত তহবিলে চেষ্টার বিষয়টি বিভাগীয় কতৃপক্ষকে জানানো হয়েছে।তিনি এ বিষয়ে টেলিফোনে আর কিছু বলতে রাজি হননি।

যুব উন্নয়ন অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক ফর হাদ নুর জানান, মহসীনের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কতৃপক্ষের নিকট চিঠি দেয়া হয়েছে। বরখাস্ত করন বিষয়ক এখনো কোন চিঠি পাননি। তিনি বলেন ,যে অপরাধ মহসীন করেছে তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থাই নেয়া হবে। অপর প্রশ্নের জবাবে তিনি জানান, তার বিরুদ্ধে অরো অভিযোগ শোনা যায়, বিষয়গুলি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।

অর্থ আত্বসাতের অভিযোগে বেগমগঞ্জ উপজেলা যুবউন্নয়ণ অফিসার মহসীনকে বরখাস্ত করা হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত করতে অধিদপ্তরের মহাপরিচালক ও উপপরিচালক(প্রশাসনের) সাথে কথা বলতে একাধিকবার চেষ্টা করে পাওয়া যায়নি।##



তারিখঃ ২১.৪.১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.