| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
যুদ্ধাপরাধী নিয়ে নোয়াখালী জাতীয় পার্টির কমিটি গঠনের অভিযোগ। ৪৭ জন নেতা পদত্যাগের হুমকি
নোয়াখালী থেকে গোলাম মহিউদ্দিন নসুঃ
নোয়াখালী জেলা জাতীয় পার্টিতে একজন যুদ্ধ অপরাধীকে আহবায়ক করা হয়েছে । এমন অভিযোগ করে কমিটি বাতিলের দাবী করেছে জাতীয় পার্টির ৪৭ জন নেতা কর্মী। অন্যথায় ৪৭ জন নেতা-কর্মী দল থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন।
নোয়াখালী জেলা জাতীয়পার্টি (জাপার) সম্প্রতি জেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। জেলার, বিভিন্ন উপজেলার, পৌরসভার অঙ্গ ও সহযোগী সংগঠন এবং তৃণমূলের নেতাকর্মীরা এ কমিটি বাতিলের দাবি জানিয়েছেন ।রোববার সন্ধ্যায় বর্তমান আহবায়ক কমিটি ও সাবেক কমিটির ৪৭ জন নেতা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানান।
জাতীয়পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ও মহাসচিব বরাবর লিখিত বক্তব্যে বলা হয়, নবগঠিত কমিটি আহবায়ক আলী আকবর ৭১ সালের যুদ্ধাপরাধী ও তৎকালীন নোয়াখালী সদর মহকুমা শান্তি কমিটির সেক্রেটারী ছিলেন। তিনি দল পরিবর্তনকারী। সদস্য সচিব হিসাবে মনোনীত অহিদ উদ্দিন মুকুলও বারবার দল পরিবর্তনকারী কওে বলে অভিযোগ করা হয়।আগামী ৪৭ ঘন্টার মধ্যে যুদ্ধাপরাধী, সুবিধাবাদী ও বারবার দল পরিবর্তনকারীদেরকে বাদ দিয়ে দীর্ঘদিনের পরীক্ষিত ও নিবেদিত নেতৃবৃন্দের মতামতের আলোকে পুনরায় নতুন কমিটি গঠনের জোরালো দাবি জানান। অন্যথায় এই ৪৭ জন নেতা দল থেকে গণপদত্যাগের হুমকি দিয়েছেন।নোয়াখালী জেলা জাতীয়পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন আহমেদ তোহা ৪৭ জন নেতার পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। #
গোলাম মহিউদ্দিন নসু
বেগমগঞ্জ,নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখঃ ১৫.০৯.১৪
নোয়াখালীতে মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন কমিটি গঠিত
মেয়র ফয়সল আহবায়ক সাংবাদিক নসু সদস্য সচিব ॥ ২৩ সেটেপ্টম্বর মানব বন্ধন
নোয়াখালী প্রতনিধিঃ
নোয়াখালী মেডিকেল কলেজ নির্মানের ৬ বছর পরও হাসপাতাল নির্মান হয়নি। দ্রততম সময়ে হাসপাতাল নির্মান কাজ শুরু করার দাবীতে বেগমগঞ্জে ১৫১সদস্য বিশিষ্ট‘ হাসপাতাল বাস্তবায়ন’কমিটি করা হয়েছে। চৌমুহনী পৌরসভার মেয়র আখতার হোসেন ফয়সলকে আহবায়ক, প্রেস ক্লাব সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবুকে যুগ্ন আহবায়ক, সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন নসুকে সদস্য সচিব করে বৃহ¯প্রতিবার সন্ধ্যার পরে পৌর মেয়র কার্যালয়ে এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, সাবেক সংসদ সদস্য বরকত উল্যা বুলু ও আবুল হাসেম, সমাকর্মী মিনহাজ আহাম্মদ জাবেদ, উপজেলা চেয়ারম্যান এড: াাবদুর রহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাকে নিয়ে উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
২০০৯ সালে নোয়াখালীর বেগমগঞ্জে প্রশাসনিক ও একাডেমিক ভবন নির্মান কাজ শুরু করে ১ম ব্যাচের ছাত্র ভর্তির মধ্য দিয়ে নোয়খালী মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবন নির্মান শেষে দুইটি হোষ্টেল নির্মান চলছে। কিন্ত কলেজ ক্যাস্পাসে নির্মানে জন্য অনুমোদিত ৫শ সিটের হাসপাতালটির নির্মান কাজ আজো শুরু হয়নি। খবর নিয়ে জানা গেছে, নোয়াখালী গনপূর্ত বিভাগ হাসপাতাল নির্মানের জন্য ২শ কোটি টাকা বরাদ্ধ চেয়ে উর্ধ্বতন কতৃপক্ষেও বরাবরে প্রাক্কলন পাঠিয়েছে। অজ্ঞাত কারনে আজো হাসপাতাল নির্মানের বরাদ্ধ অনুমোদন দিয়ে কাজ শুরু করা হইতেছেনা। মেডিকেলে কলেজের হাসপাতালের অভাবে অধ্যায়নরত ৬ শতাধিক ছাত্র-ছাত্রী নিরুপায় হয়ে বেগমগঞ্জ থেকে ১৫ কিলো মিটার দুরে নোয়াখালী সদর হাসপাতালে ইন্টার্নি ক্লাস করছেন। নোয়াখালী মেডিকেল কলেজে বর্তমানে ৫৪জন শিক্ষক(ডাক্তার) কর্মরত রয়েছে বলে জানা গেছে। শুধু মাত্র হাসপাতালের অভাবে নোয়াখালীর উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ সরকারী এ নব ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে।
দায়ীত্বশীল কর্তৃপক্ষের এহেন দায়িত্ব হীনতায় স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করে।দীর্ঘ ১৫ দিন থেকে নানা পর্যায়ে মতবিনিময় ও বৈঠক করে । দ্রুততম সময়ে হাসপাতাল নির্মানের কাজ শুরু করতে সরকারের কাছে সুশৃঙ্খলভাবে দাবী তুলে ধরার লক্ষ্যে সকল পেশার লোকজনদের নিয়ে সর্ম্পূর্ন অরাজনৈতিক একটি কমিটি গঠন করেন। আগামী ২৩ সেপ্টেম্বর চৌমুহনীর চৌরাস্তায় বিশাল মনব বন্ধন করার সিদ্ধান্ত গ্রহন করে দল মত নির্বিশেষে সকলে অংশগ্রহনের অনুরোধ জানান। #
গোলাম মহি উদ্দিন নসু
নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখঃ১৫.৯.১৪
চৌমুহনী পৌরসভা পরিদর্শনে
স্থানীয় সাংসদ ও স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী
নোয়াখালী প্রতিনিধি ঃ
নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ ও স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ ওহিদুর রহমান শনিবার সকাল ১১টায় চৌমুহনী পৌরসভা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় তাঁরা পৌরসভার পার্শ্বস্থ বেগমগঞ্জ দিঘীর চার পাশ পরিদর্শন করেন। দিঘীর চার পাশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও পৌরসভার ভবনের ভাঙ্গন রক্ষার্থে গাইড ওয়াল নির্মাণের গুরুত্বারোপ করেন। এলাকার সৌন্দর্য বৃদ্ধি এবং বিনোদনের পরিবেশ নির্মানে পাকা রাস্তা নির্মাণ, বনায়ন ও স্টল নির্মাণ করে সৌন্দর্য বর্ধনের পরামর্শ দেন। একাজে তাঁরা স্ব-স্ব দায়িত্বে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় পৌরসভার সহ উপজেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সংসদ সদস্য, প্রদান প্রকৌশলী ও পৌর মেয়র আখতার হোসেন ফয়সল পৌর সচিব কাইয়ুম উদ্দিন এবং পৌর সভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন কে এ সংক্রান্ত একটি প্রাক্কলন তৈরি করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
গোলাম মহি উদ্দিন নসু
নোয়াখালী।
মোবাঃ ০১৭১৪-৮৪০৮৯৪
©somewhere in net ltd.