নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু › বিস্তারিত পোস্টঃ

নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের দাবিতে বেগমগঞ্জে বিশাল মানববন্ধন

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৭


নোয়াখালী প্রতিনিধি ঃ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের দাবিতে বেগমগঞ্জে শনিবার সকাল ১১টায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চৌমুহনী চৌরাস্তা থেকে আপানিয়া, গাবুয়া, কেন্দুরবাগ, চৌমুহনী মিয়ারপুল পর্যন্ত অন্ততঃ ১৫হাজার লোকের উপস্থিতিতে বিশাল এ মানববন্ধন ছড়িয়ে পড়ে।
মানববন্ধন শেষে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আবদুর রহিম, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি সালাউদ্দিন আহমেদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা রফিক উল্যাহ, বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বাঙালী, বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবু, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও চৌমুহনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মহি উদ্দিন নসু,বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জালাল আহমেদ, নোয়াখালী জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল বাসার স্বপন, প্রমুখ। সমাবেশ শেষে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদ এবং নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির চৌধুরীর নিকট স্মারকলিপি পেশ করে বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। মানব বন্ধনে বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,চৌমুহনী প্রেস ক্লাব, নোয়াখালী জেলা বাস,ট্রাক মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, এলাকার সামাজিক- সাংস্কৃতিক উন্নয়ন সংগঠন ,বিভিন্ন স্কুল কলেজের হাজার হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকগন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে দ্রুততম সময়ে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়নের দাবীর ব্যানরসহ অংশগ্রহন করেন। #

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.