| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
গোলাম মহিউদ্দিন নসু,নোয়াখালীঃ
নোয়াখালী জেলার ডেসটিনি ডিষ্টিবিউটার ফোরামের অন্তত ২ হাজার সদস্য গতকাল রবিবার প্রথমে নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে পরে জেলা প্রশাসকের কার্যারয়ের সামনে দুটি বিশাল মানববন্ধন করে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক অনুপম বড়–য়ার নিকট একটি স্বারক লিপি পেশ করে।
ফোরাম নেত্ববৃন্দ এ সময় ডেসটিনি-২০০০ লিঃ এর কার্যক্রম চালু, এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর মুক্তিসহ সকল কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ভূমি দস্যু ও লুটেরাদের হাত হতে সম্পদ রক্ষা ও ৪৫ লাখ ক্রেতা-পরিবেশক/ বিনিয়োগকারীদের রুটি রুজির পথকে সুগম করার জোরালো বক্তব্য দিয়ে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
তারা আরো জানান, ডেসটিনি-২০০০ লিঃ ১৪ই ডিসেম্বর ২০০০ সালে জয়েনষ্টক হতে রেজিষ্টেশন লাভ করে এবং ্্রকটি প্রতিষ্ঠন হতে পর্যায়ক্রমে ৩৫টি প্রতিষ্ঠান নিয়ে ডেসটিনি গ্র“পে পরিনত হয়। ডেসটিনি গ্র“পের বর্তমান ৭ হাজার কোটি টাকার সম্পদ রয়েছ্ েডেসটিনি গ্র“পের ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ডেসটিন মাল্টি পারপাস কো- অপারেটিভ সোসাইটি ািলঃ এর সদস্যদের মাঝে অন্তত ৮ লাখ ৫০ হাজার শেয়ার হোল্ডার সদস্যগনের। যারা ডেসটিনি ২০০০ লিঃ এর ক্রেতা পরিবেশক। এখানে বাহিরের কোন আমানত কারী বলে নেই। তারা নিজেরাই বুঝে শুনে নিয়ম কানুন মোতাবেক সাধারন শেয়ার ক্রয় করেছেন। বিগত ২০১০ সালে বার্ষিক সাধারন সভার সকল শেয়ার হোল্ডার-ই নিয়ম মাফিক লভ্যাংশ পেয়ে আসছে।
বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যাক্তির নিকট থেকে ভাড়া নেয়া ভবনের মেয়াদ থাকার পরও আমাদের মালিকিয় সম্পদগুলে লুটে নেয়ার চেষ্টা করছে। ডেসটিনির আমদানীকৃত মালামাল চট্রগ্রাম বন্দর হতে নাম মাত্র মূল্যে নিলাম দিয়ে লুটেরারা ভাগ করে নিয়ে গেছে।
ডেসটিনির উপর নানামূখী ষড়যন্ত্র মূলক কার্যক্রম বন্ধ করে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতা অব্যহত রাখতে তারা প্রধান মন্ত্রীর জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ডিষ্টিবিউটারগন উপস্থিত ছিলেন। মানব বন্ধন শেষে কর্মকর্তারা অতিরিক্তি জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি হস্তান্তর করেন।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
গোলাম মহিউদ্দিন নসু বলেছেন: আপনি অসভ্য । অভদ্র । সাংবাদিকের দায়েই বুজেন না ।
২|
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৭
পুরান লোক নতুন ভাবে বলেছেন: তুই সাংবাদিক নাকি হেডা আমার!! বালপুষ্ট পোন্দাইতে আইছো!!
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮
পুরান লোক নতুন ভাবে বলেছেন: কুত্তার বাচ্চা তুই আবার বাটপারি শুরু করছছ!! নসু তোরে কি জুতা দিয়া বাড়ি দিলেও তোর শরম হইবো না!