| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
নোয়াখালী প্রতনিধিঃ
নোয়াখালীর চৌমুহনী রেলষ্টেশন এলাকার বিশাল জায়গা অবৈধ দখল করে দোকান নির্মান চলছে এবং রেল গেইটের পাশেই ষ্টেশনের সাইডিং লাইনের উপরে অপরিকল্পিতভাবে গার্ডরুম নির্মান করায় জন জীবন ঝুকি পূর্ন হচ্ছে।
শনিবার দুপুরে সরজমিন ঘুরে দেখা গেছে, রেলওয়ের জায়গায় ,এমনকি ষ্টেশন রোডে দুই শতাধিক দোকান দীর্ঘদিন যাবত ব্যবসা চালিয়ে যাচ্ছে। চৌমুহনী ডিবি রোডের উপরে রেল গেইটের পাশে ষ্টেশনের সাইডিং লাইনের উপরে সম্প্রতি নির্মিত হচ্ছে গেইটম্যান বা গার্ড রুম। সাইডিং লাইনগুলি ব্যবহার হয় না, এমন অজুহাতে অনেকগুলি দোকান পূর্বে থেকেই জায়গা গুলি অবৈধ দখল করেছ্ ে। বর্তমানে গার্ডরুম নির্মান চলা কালে চারিপাশের খালি জায়গাগুলিও দখলে নিয়েছে। যার ফলে সাধারন যাত্রী চলাচল ঝুকিপূর্ন হয়ে উঠছে। তাছাড়া সাইডিং লাইনগুলি স্থায়ীভাবে বন্ধ হয়ে পড়ছে। দখলদার দোকানীদের অনেকেই জানান, তারা কমবেশী টাকা দিয়েই এখানে দোকান করছে।
এ বিষয়ে চৌমুহনী স্টেশন মাষ্টারের সাথে আলাপ করলে তিনি জানান, দোকানীদের দখলকৃত জায়গ্গাুলি লিজ দেয়া হয়নি।তাদের কাছ থেকে কোন টাকা পয়সা নেয়া হয় না। বিভিন্ন সময়ে উর্ব্ধতন কতৃপক্ষের নির্দেশ ক্রমে দোকনীদের উঠিয়ে দিলে, দু’একদিনপর আবার বসে পড়ে। অবশ্য নতুনভাবে দখলে নেয়া জায়গার দোকানগুলো রেলওয়ে পুলিশের মাধ্যমে আলাপ চলা কালেই উঠিয়ে দেয়া শুরু করেছে।
রেলওয়ে লাকসাম রেঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রাম নারায়ন ধরকে সরজমিন পেয়ে অবৈধ দখল, সাইডিং লাইনের উপরে অপরিকল্পিতভাবে গার্ড রুম নির্মান বিষয়ে জানতে চাইলে, তিনি কোন কথা না বলে “যা হচ্ছে সব উর্ধ্বনকতৃপক্ষের সিদ্ধান্ত মোতবেক হচ্ছে ”বলে পাশ কেটে যান।
নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তপন মজুদার, অধ্যাপক মাসুম রেজা তরুসহ উপস্থিত শতাধিক লোকজনরা বলেন, সাইডিং লাইন বন্ধ করে রাষ্ট্রীয় আয়ের পদ রুদ্ধ হচ্ছে। অবৈধ দোকান নিমার্ন করে জন নিরাপত্তা ঝুকি পূর্ন করছে। এবিষয়ে কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য তারা জোর দাবী করেন।
গোলাম মহিউদ্দিন নসু
নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখঃ৩.১.১৫
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
খেলাঘর বলেছেন:
আগুন লাগায়ে দেন।