নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু › বিস্তারিত পোস্টঃ

নোয়াখালীর বিজয় মঞ্চ এলাকায় বাণিজ্যিক শিশু পার্ক নির্মাণের অভিযোগে

২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫



নোয়াখালী পৌরসভার বিরুদ্ধে মামলা ॥ সম্মিলিত সিদ্ধান্তের উদ্যোগ


গোলাম মহিউদ্দিন নসু,নোয়াখালী : নোয়াখালী জেলা শহর মাইজদিতে বিজয় মঞ্চ এলাকায় গণপূর্ত বিভাগের জায়গায় ডেভলপার কোম্পানীর মাধ্যমে শিশু পার্কের নামে ড্রিম পার্ক নির্মান করছে নোয়াখালী পৌরসভা। এ ঘটনার প্রতিবাদে জেলার সাংস্কৃতিক কর্মীরা নোয়াখালী পৌরসভার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। নোয়াখালী গণপূর্ত বিভাগও সুধারাম মডেল থানায় মামলা করেছে । কেন নিষেধাজ্ঞা ও অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হবে না,এইমর্মে কারণ দর্শানোর জন্য আদালত নোয়াখালী পৌরসভাকে নির্দেশ দিয়েছেন। পার্কের নির্মাণ কাজ সাময়িক বন্ধ রয়েছে।

মামলা ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়- নোয়াখালী জেলা শহর মাইজদীর একমাত্র উন্মুক্ত বিজয় মঞ্চ এলাকা ও শহরের সৌন্দর্য জেলা প্রশাসকের দিঘীর দক্ষিণ পার্শ্বে গনপূর্ত বিভাগের মালীকিয় জায়গায় শিশু পার্কের নামে ড্রিম পার্ক নির্মাণের জন্য ১৬ ডিসেম্বর ভিত্তি প্রস্তর স্থাপন করে নোয়াখালী পৌরসভা। ভিত্তি প্রস্তর স্থাপনের পরেই নোয়াখালীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক সংলগ্ন খালি জায়গায় উচু দেওয়াল নির্মাণ করে। এতে শহরের সর্বশেষ উন্মুক্ত স্থানটুকুও নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হয়। এ কাজের প্রতিবাদে সাংস্কৃতিক কর্মীরা ১লা জানুয়ারী/১৫ তারিখে নোয়াখালী সিনিয়র সহকারী জেলা জজ আদালতে দেওয়ানী-৬/২০১৫ নং মামলা দায়ের করে । এই মামলায় নোয়াখালী পৌরসভা ও গণপূর্ত বিভাগকে বিবাদী করা হয়। অপরদিকে গণপূর্ত বিভাগ থেকেও পৌরসভার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালীর গণপূর্ত বিভাগ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী প্রকৌশলী নাছিম খান জানান, পৌরসভা কোন প্রকার অনুমতি না নিয়ে এবং জেলা শহরের একমাত্র উন্মুক্ত ও প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করে বাণিজ্যিকিকরণের লক্ষ্যে বেসরকারি ডেভলপার কোম্পানীর মাধ্যমে ড্রিম পার্ক করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ার পর মামলাটি দায়ের করে গনপূর্ত বিভাগ। বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
সাংস্কৃতিক কর্মীদের দায়েরকৃত মামলার বাদী মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ নোয়াখালীর সহ-সাধারণ সম্পাদক এডভোকেট গুলজার আহমেদ জুয়েল, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নোয়াখালীর সদস্য সচিব কামাল হোসেন মাসুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর দপ্তর সম্পাদক আহাম্মদ হোসেন ধনু, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি নোয়াখালীর সদস্য সচিব সাহব উদ্দিন আহমেদ পোখরাজ, বাঙ্গালী লোকশিল্প সংস্থার মহাসচিব ঈন্দ্রজিৎ নন্দি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী নোয়াখালীর সহ-সভাপতি মো কামাল উদ্দিন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নোয়াখালীর সভাপতি মিজানুর রহমান বিপ্লব, সদর থানা মুক্তি যোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন।

মামলার বাদীরা আরো জানান- নোয়াখালী শহরে পৌর পার্ক নির্মাণে দাবি দীর্ঘদিনের। এই দাবি উপেক্ষা করে বাণিজ্যিক ভিত্তিতে পার্ক নির্মানের চেষ্টা চলছে। জনস্বার্থে ও জেলার সাংস্কৃতিক কর্মকান্ড চালানোর মতো উন্মুক্ত জায়গা রক্ষা করতে- নোয়াখালী পৌরসভা, আলিফ ডেভলপার প্রপার্টিজ লি:, নির্বাহী প্রকৌশলী- গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসক, সচিব পূর্ত মন্ত্রণালয়কে বিবাদী করে এ মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালী পৌরসভার সচিব খান মোহাম্মদ ফারাবী ও নির্বাহী প্রকৌশলী সুজিত বড়–য়া সোমবার সকালে এ প্রতিবেদককে জানান- এখানে জনগণের স্বার্থের বাইরে কিছুই হবে না। জনগণের স্বার্থেই পার্ক হবে। ডেভেলপার কোম্পানি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় পার্ক নির্মাণের প্রস্তাব জমা দিয়েছে। তা পৌর কর্তৃপক্ষ ও জেলা উন্নয়ন কমিটি অনুমোদন করেছে, তবে জমির অনুমোদনের জন্য মন্ত্রনালয়ে সহসায়ই পাঠনো হবে। বিজয় মঞ্চের পূর্ব পার্শে ১ একর জায়গায় এ পার্ক নির্মান করা হবে। কোন অবস্থাই জনগনের স্বার্থ তথা পৌর সভার সৌন্দর্য পরিপন্থি কোন কাজ হবে না। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য একরামূল করিম চৌধুরীসহ জেলা প্রশাসক,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী,পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের নিয়ে সম্মিলিতভাবে সিদ্দান্ত নেয়ার প্রক্রিয়া চলছে। কোন ক্রুুটি থাকলে তা প্রত্যাহার করা হবে।

গোলাম মহিউদ্দিন নসু
নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখঃ ১৯.১.১৫


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১

ঢাকাবাসী বলেছেন: মেয়র নিশ্চই আম্লীঘির! তো ড্রিম ট্রিম হবে, কিচুই করতে পারবেননা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.