| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী মেডিকেল কলেজের নাম‘আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ’ এবং হাসপাতালের নাম‘ জননেতা নূরুল হক আধুনিক হাসপাতাল’ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ মন্্রনালয়ের উপসচিব রেহানা ইয়াসমিন স্বাক্ষরিত স্বারক নং-২০১৩-৩৯ তারিখঃ ২০/১/১৫ মোতাবেক পত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য,২০০৮ সালে সাবেক সেনা প্রধান মঈন ইউ আহম্মেদের চেষ্টায় দেশের ৫টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনের সাথে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তার পার্শ্বেই মিরওয়ারিশপুর ইউনিয়নে ২৬ দশমিক ৫৩ একর জায়গায়“ নোয়াখালী মেডিকেল কলেজ”নামে স্থাপনের অনুমোদন হয়।২০০৮ সালের অক্টোবরে ১ম ব্যাচের শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে এ কলেজের কার্যক্রম শুরু হয়। ২৪ কোটি টাকা ব্যায়ে একাডেমিক ভবন নির্মান শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উদ্ভোধন করেন। বর্তমানে ৬ কোটি টাকা ৭৫ লাখ টাকা ব্যায়ে একটি ছাত্র এবং একটি ছাত্রী হোষ্টেল নির্মান কজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুততম সময়ের মধ্যে অনুমোদিত ৫শ ছিটের হাসপাতাল নির্মান কাজ শুরু করার জন্য নোয়াখালী বাসীর জোরালো দাবী করে আসছ্।ে
সম্প্রতি সময়ে নোয়াখালী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ নাম করন করা হয়। একটি মহল মেডিকেল কলেজের অনুমোদিত হাসপাতালটি বেগমগঞ্জ থেকে প্রায় ১৫ কিলো মিটার দুরে নোয়াখালী জেনারেল হাসপাতলের ছিট বৃদ্ধি করে সদরে স্থানান্তরের চেষ্টা করছে বলে পুরো জেলায় গুঞ্জন শুরু হয়। এর প্রতিবাদে চৌমুহনী প্রেসক্লাব ও চৌমুহনী পৌরসভার নেতৃত্বে সকল সাংবাদিক সমাজ এবংসকল পেশারএলাকাবাসী একধিক সভা - সমাবেশ, মানব বন্ধন ও প্রধান মন্ত্রীর বরাররে স্বারক লিপি পেশ করে। দ্রুততম সময়ে বেগমগঞ্জে অবস্থিত মেডিকেল কলেজ ক্যাম্পাসে ৫শ ছিটের হাসপাতাল স্থাপনের দাবী তোলে।সদ্য প্রাপ্ত পত্র মতে‘ আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ’ নাম অপরিবর্তিত রেখে হাসপাতালের নাম ‘জননেতা নুরুল হক আধুনিক হাসাপাতাল’ করা হয়েছে। উক্ত হাসপাতালটি ২০১৪-১৫ অর্থ বছরেই কলেজহ ক্যাম্পাসে নির্মান কাজ শুরু হবে বলে স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে চৌমুহনী পৌরসভার মেয়র আখতার হোসেন ফয়সল জানিয়েছেন। নোয়াখালী গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মঙ্গলবারে এ প্রতিবেদককে জানান ৫শ ছিটের হাসপাতালের জন্য ১৫০ কোটি টাকার প্রাক্কলন জমা দেয়া আছে। এ সংক্রান্ত অগ্রতির কোন পত্র পাওয়া যায়নি। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আবদুছ ছালাম জানান, সম্প্রতি তিনি এ সংত্রান্ত কোন চিঠি পাননি।#
গোলাম মহিউদ্দিন নসু
নোয়াখালী
৩.২.১৫
©somewhere in net ltd.