| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
গোলাম মহিউদ্দিন নসু,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় সংখ্যা ১৯১টি।তন্মধ্যে ৫টি বিদ্যালয় ভবন পরিত্যাক্ত এবং ৩০টি ভবন ঝুকিপূর্ন বলে ঘোষনা করা হয়েছে। ঝুকিপূর্ন ভবনগুলোর মধ্যে ৮টির উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার পর্যায়ে। উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান মোলা সংশ্লিষ্ট সহকারীর সাথে আলোচনা করে ১৪ জানুয়ারী এ তথ্য জানিয়েছেন। সরবরাহ করা তথ্য মতে আরো জানা যায়, আমানতপুর সঃ প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন নাজিরপুর সঃ প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দের খিল সঃ প্রাথমিক বিদ্যালয়,রুদ্রপুর সঃ প্রাথমিক বিদ্যালয় গুলোতে মাত্র একটি করে ভবন রয়েছে। যেগুলো পরিত্য্ক্ত ঘোষনা করা হয়ে্েরছ। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুকি নিয়ে শিক্ষকরা সেই ভবনগুলোতেই পাঠ দানের কাজ চালিয়ে যাচ্ছেন। ছয়ানী কালিকাপুর সঃ প্রাথমিক বিদ্যালয়টি একটি মাত্র টিনের কাঁচাঘর। এখানে পাকা দালান করা অতীব জরুরী। উপজেলা শিক্ষা অফিসার আরো জানান, বেগমগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে জরুরীভিত্তিতে নির্মানযোগ্য অত্যন্ত ঝুকির্পন ও জরাজীর্ন ৩৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তালিকা সংলিল্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ৮টির নির্মানকাজ শেষ পর্যায়ে। বাকিগুলোর কাজ দ্রুততম সময়ের মধ্যেশুরু করা প্রয়োজন।তবে আরো কয়েকটি ভবন নির্মানের অনুমোদন এসছে।
প্রসঙ্গত,গত ২৫ ডিসেম্বর বিজয় দিবসের বিশেষ সংখ্যা ও ৫ জানুয়ারী সরকার অনুমোদিত একটি , মোট দুটি স্থাীনয় পত্রিকায় ১৯১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫০টি পরিত্যাক্ত,১০২টি ঝুকিপূর্ন বলে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে শিক্ষা অফিসকে সূত্র ও শিক্ষা অফিসারের বক্তব্য প্রকাশ করা হয়।কিন্ত অদ্যবদী এ বিষয়ে শিক্ষা অফিসের কোন ভুমিকা না থাকার কারন নিয়ে আলোপ করলে সংলিষ্ট অফিস ও কর্মকর্তারা জানান, সংবাদে প্রকাশিত তথ্য সত্য নয়। এ বিষয়ে শিক্ষা অসিফের কেহ এ তথ্য সরবরাহ করেনি। #
গোলাম মহিউদ্দিন নসু
নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখঃ ১৬.২.১৫
©somewhere in net ltd.