নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু › বিস্তারিত পোস্টঃ

চৌমুহনী পৌরসভায় ব্যাপক উন্নয়ন কাজ হলেও পরিবহনের ষ্ট্যান্ড ভাবনা গৌন

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৫



১৯ কোটি টাকার কাজ চলমান ৪৮ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায়
গোলাম মহিউদ্দিন নসু,,নোয়াখালী প্রতিনিধিঃ
চৌমুহনী পৌরসভায় রাস্তা, ড্রেন,কালভাট নির্মানসহ ছোটখাট জরুরী কাজে প্রায় ১৯ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান আছে। আরো অন্তত ৪৮ কোটি টাকার প্রকল্প বিভিন্ন দপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চৌমুহনী বাজারে বাস-ট্রাক-টেক্সি-রিক্সার ষ্ট্যান্ড নির্মান করে যানঝট নিরসনে স্থায়ী উদ্যোগ গ্রহন করতে ভূক্তভোগীরা জোরালো দাবী জানিয়েছে।
চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র মামুনুর রশিদ কিরন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হলে মেয়র পদ শূণ্য হয়। পৌর আওয়ামীলীগ সভাপতি আক্তার হোসেন ফয়সল ২০১৪ সালের এপ্রিল মাসে পৌরসভার মেয়র নির্বাচিত হন। পৌরসভার সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান ,বর্তমান মেয়র নির্বাচিত হওয়ার পরেই প্রায় দুই কোটি টাকার কাজ সম্পন্ন করে বিল পরিশোধ করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প পেজ-৩ এর আওতায় ২নং ওয়াডে জয়নাল আবদীন সড়ক, দক্ষিণ বাজার থেকে আরিপ হাজির পুল পর্যন্ত, কলেজ রোড থেকে কিসমত করিমপুর মসজিদ পর্যন্ত ৩ কোটি ২৬ লাখ ৪৬ হাজার টাকার কাজ চলমান। পিপিএনবি প্রকল্পের আওতায় ২কোটি ৫০ লাখ টাকার রাস্তা ও ড্রেনের কাজ চলমান। গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৪ কোটি ৫০ লাখ টাকার রাস্তার কাজ চলমান। এডিপি ও পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌর এলাকার জরুরী বিবেচনায় ৮ কোটি টাকার কাজ চলমান। এ ছাড়া দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প পেজ-৩ এ- ২ কোটি টাকার প্রকল্প, পৌর বিপনী বিতান ও পৌর সুপার মার্কেট বেজমেন্টসহ ৭ তলা ভবনের জন্য ১৭ কোটি টাকা ,বেগমগঞ্জ দীঘির চারিপাশে সৌন্দর্য বর্ধন ও গাইড ওয়াল নির্মান কাজে ১০ কোটি টাকা, বিএমডিএফ প্রকল্পের আওতায় ১৫ কোটি টাকা, পানি সরবরাহ কাজের সম্প্রসারনে ৩ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। তাছাড়া করিম পুর রোডের পৗর বানিজ্য বিতানের ১০ তলা ভবন নির্মানের জন্য ড্রইং ডিজাইন ও প্রাক্কলন প্রস্ততের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
ইউজি-টু প্রকল্পে চলমানা প্রকল্প সমুহঃ ২ নং ওয়ার্ডেও রমজান বিবি হাট হতে পেস্কার মার্কেট, আলীরপুর মুছা মিয়ার রোড, মুছা মিয়ার রোড হতে আলপিুর স্কলি রোড, মুছা মিয়া রোডে বক্স কালভাট ,৩নংওয়ার্ডে দক্ষিন বাজার রাইচ মিল হতে আঁটিয়া বাড়ী ব্রীজ, দক্ষিন বাজার রাইচ মিল রোডে ক্রস ড্রেন/ কালভাট, ৫ নং ওয়ার্ডে গনিপুর ষ্টেডিয়াম রোড কাল ভাট হতে জসিমের চায়ের দোকান, ৬নং ওয়ার্ডে রহমত উল্যা মিয়ার বাড়ী হতে পৌল বাউন্ডারী, কলেজ রোড হতে রেল লাইণ, (টি হোসেন রোড),৭নং ওয়াডে কিছমত করিমপুর মসজিদ হতে খবির উদ্দিন মিয়ার বাড়ী, চৌকিদার বাড়ী হতে মুড়ির মিল শেখ বাড়ী হতে খোকা মিয়ার বাড়ী, খাল পাড় হতে বেগমগঞ্জ ব্রিীজ হয়ে অঁটিয়াবাড়ী ব্রীজ, বক্স কালভাট নির্মান কাজ চলমান।
এ ছাড়া সড়ক বিভাগের অর্থায়নে চৌমুহনী বাজারের ডিবি রোডে চলমান ফোর লেন কাজ দ্রুততম সময়ে সমাপ্ত করনের জন্য বিশেষ বরাদ্ধ ছাড় করনে উদ্যোগ,নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের হাসপাতালের নাম জননেতা নূরুল হক আধুনিক হাসপাতাল নামকরন এবং বর্তমান অর্থ বছরের মধ্যে নির্মান কাজ শুরু করার উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত হয়েছে।
আক্তার হোসেন ফয়সল মেয়র নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যে এ বিশাল সফলতায় সহায়তা করার জন্য এলাকাবাসী সংসদ সদস্য মানুনুর রশিদ কিরন এমপিসহ সংলিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কিন্ত নোয়াখালীসহ এ অঞ্চলের জন দূভোর্গ ,চৌমুহনী বাজারের যানঝট নিরসনে স্থায়ী সমাধানে আলাদা বাস ষ্ট্যান্ড,অটো ট্যাক্সী ও রিক্সার ষ্ট্যান্ড নির্মানের জরুরী প্রয়োজন। এ বিষয়ে অতিসত্বর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে এলাকাবাসীসহ ভূক্তভোগীরা জোরালো দাবী জানিয়েছেন।#

গোলাম মহিউদ্দিন নসু
নোয়াখালী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.