নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু › বিস্তারিত পোস্টঃ

বেগমগঞ্জে সম্পত্তি জবর দখলের চেষ্টা ও অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:১৮


নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মৌমুহনী পৌরসভাধীন পূর্ব হাজিপুরে নেছার আহাম্মদের হেবা মালিকীয় সম্পত্তিতে জবর দখল ও অবৈধ বিদ্যুৎ সংযোগের চেষ্টা করছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী বেগমগঞ্জ থানায়, চৌমুহনী পৌরসভায় এবং বিদ্যুৎ বিভাগে লিখিত অভিযোগ দাখিল করে।
জানা গেছে, পূর্ব হাজিপুর বড় পাটোয়ারী বাড়ীর নেছার আহাম্মদ ৩/৪/২০১৩ ই তারিখে বেগমগঞ্জ সাবরেজিষ্টি অফিসের ২৭৭০ নং হেবা কবলা মূলে ১.৮০ শতাংশ জমির মালিক দখলদার। যা বাড়ী শ্রেনী ভূক্ত হাজিপুর মৌজার ১৫২৪ দাগে অবস্থিত। উক্ত সম্পত্তি নথি নং-১৯৩৪/১৪ এর আলোকে বেগমগঞ্জের সহকারী কমিশনার(ভুমি) ১৬/১০/২০১৪ তারিখে জমা খারিজ করতঃ ৭৯১৭ খতিয়ান ভূক্ত করেন। কিন্ত উক্ত সম্পত্তি আবু তাহের পাটোয়ারী গং দখলের পায়তারা করিতেছে শুনে নেছার আহাম্মদ বেগমগঞ্জ থানায় ১৩/৯/২০১৪ তারিখে ১৩৭৯ নং এবং ১/১/২০১৫ তারিখে-০২ নং জিডি করেন। পুলিশ ও স্থানীয়দের পরামর্শে শালিশী মিমাংসার জন্য সোহেল আমিনের নিকট ২০ হাজার টাকা ও ৫০ টাকার ষ্ট্যাম্প জমা দেয়। কিন্ত শালিশ চলা কালে আবু তাহের পাটোয়ারী গং ৩/১/১৫ তারিখে উক্ত জায়গা জবর দখল করে। দখলকৃত জায়গায় নির্মানকৃত ঘরে অবৈধ বিদ্যূৎ সংযোগ দিয়ে ব্যাটারী চালিত গাড়ীতে চার্জ প্রদানের ব্যবসা শুরু করে। বিষয়টি বিদ্যুৎ বিভাগ অবহিত হয়ে ৪/৬/১৫ইং তারিখে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে এবং ব্যাটারী চার্জারসহ প্রাসঙ্গিক মালামাল জব্দ করে।বেগমগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবৈধ সংযোগের লাইনপত্র খুলে ৩টি চার্জারসহ প্রাসঙ্গিক মালামাল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে নেছারের মানিত শালীশদার নুরু মিয়া ও দেলোয়ার হোসেন জানান, উভয় পক্ষের শালীসদার, এলাকার কাউন্সিলর সহ একাধিকবার বৈঠক হয়েছে। তবে চুড়ান্ত কোন রায় হয়নি। তারা কোন শালীশ নামায় স্বাক্ষর করেনি।
এ দিকে অপর এক তথ্য শালীস হয়েছে মর্মে জানালেও শালীসদারদের স্বাক্ষরসহ কোন কাগজ দেখাতে পারেনি।#

গোলাম মহিউদ্দিন নসু
নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখঃ ১৩/৬/১৫

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.