| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
নোয়াখালী
কোম্পানীগঞ্জ আমলী আদালতের সিনিয়র বিচারিক হাকিম সমরেশ শীল কোম্পানীগঞ্জের কিশোর মিলন হত্যা মামলায় পুলিশের চুড়ান্ত প্রতিবেদন দেয়ার পর সকল নথি তলব করেছেন।গতকাল বুধবার এ মামলার ধার্য তারিখ ছিল।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এটিএম মহিব উল্লাহ জানান, আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় । মামলার তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত চলাকালে রেকর্ডকৃত সকল কাগজপত্র ,সিডি ঐ তারিখে উপস্থাপন করার আদেশ দেন।মামলার বাদী নিহত মিলনের মা কোহিনূর বেগমকে ধার্য তারিখে হাজির থাকারও নির্দেশ দেয়।তিনি আরো বলেন, আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে ডিবি পুলিশ। অন্যদিকে বাদীও অভিযোগ প্রতাহারের আবেদন জমা দিয়েছেন ।বাদী মামলা চালাতে না চাইলে রাষ্ট্র পক্ষের তেমন কিছু করার থাকে না, যার কারনে মামলাটির ভবিষ্যত দেখছি না।
উল্লেখ্য,২০১১ সালের ২৭ জুলাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর কিশোর শামসুদ্দিন মিলনকে ডাকাত বলে গনপিটুনী দিলে সে মারা যায় । ওই ঘটনায় পুলিশ ও মিলনের মা কোহিনূর বেগম পৃথক দুটি মামলা দায়ের করেন।
কোম্পানীগজ্ঞ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, গণপিটুনিতে ছয় ডাকাতের মৃত্যুর ঘটনায় অজ্ঞাত কয়েকশ লোককে আসামি করে পুলিশের দায়ের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে । মিলনের মায়ের দায়ের করা মাললাটি গোয়েন্দা পুলিশে কাছে স্থানান্তর করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আতাউর রহমান ভূঁইয়া বলেন, মিলন হত্যা মামলার তদন্তে সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে। তবে, পরবর্তীতে নতুন কোনে সাক্ষ্য প্রমান পাওয়া গেলে মামলাটি আবার পুনজ্জীবিত করা যেতে পারে।
মামলার বাদী নিহত মিলনের মা কোহিনূর বেগম বলেন, “ছেলের হত্যাকারীদের বিচারের আশায় গত চার বছরে বার বার পুলিশ ও আদালতের বারান্দায় ঘুরেছি। এজন্য অনেক টাকাও খরচ করেছি।মামলার দীর্ঘসূত্রিতার কারণে ছেলের হত্যাকারীদের বিচারের আশা ছেড়ে দিয়েছি। গণ্যমান্য লোকজনের পরামর্শে মিলনের বাবা মামলা তুলে নিতে রাজি হয়েছে। মিলনের বাবার কথায় বাদী হিসেবে আমি আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেছি।”
গোলামমহিউদ্দিন নসু
নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখঃ২৯.৭.১৫
©somewhere in net ltd.