| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
নোয়াখালীসংবাদদাতা:
নোয়াখালীর সেনবাগে বুধবার সন্ধার আগে ছাত্রলীগের অর্তকিত হামলায় ৪ সংবাদকর্মী আহত হয়েছে। আহত সংবাদকমীদের প্রথমে সেনবাগ পরে চৌমুহনীতে চিকিৎসা দেয়া হয়েছে।
এশিয়াটিভি ও আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আহত তাজুল ইসলাম মানিক জানান, বুধবার বিকালে সেনবাগের নবীপুর ইউনিয়নের জলবদ্ধতা বিষয়ক সংবাদ সংগ্রহ করেছেন। এ বিষয়ে তিনি এবং ৭১ টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমানসহ চিত্রগ্রাহক জয়-অনুপসহ সেনবাগ উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার সাক্ষাৎকার গ্রহনের জন্য যাচ্ছিলেন। ডাক বাংলার সম্মূখে গেলে কতিপয় উশৃঙ্খল যুবক তাদের বহনকারী গাড়ীতে হামলা করে তাদের আহত করে। আহতরা সেনবাগে প্রাথমিক চিকিৎসা শেষে খবর নিয়ে জানতে পারেন, হামলাকারীরা মোরশেদ আলম এমপি সমর্থক ছাত্রলীগকর্মী। বিষয়টি তাৎক্ষনিক মোরশেদ আলম এমপিকে মোবাইলে জানালে, তিনি সাংাবাদিকদের জানিয়েছেন ‘ এটি সাংবাদিকদের গাড়ী কিনা কর্মীরা ছিনতে পারেনি বলে তাকে জানিয়েছে।’
সেনবাগের দায়িত্ব প্রাপ্ত বেগমগঞ্জ সার্কেল (এএসপি) হাছান ইমাম, রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদককে জানান, গত কয়েকদিন থেকেই সেনবাগে ছাত্রলীগের কমিটির বিরোধ নিয়ে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি ইত্যাদি ঘটনা ঘটছে। পুলিশ বিষয়টি কড়া নজরে রেখে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে চলেছে। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে এমন ঘটনা ঘটেছে তিনি শুনেছেন। এ ঘটনার সময়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলছিল। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। সাংবাদিকদেরকে হামলার ঘটনায় তিনি আরো বলেন,সাংাবাদিকরা অপরাধীদের চিহিৃত করে অভিযোগ দিলে আইন মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের সাথে ফোনে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই রোববার বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদ থেকে ছাত্রলীগের একটি প্যাডে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত আগামী এক বছরের জন্য সেনবাগ উপজেলায় ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান ও মাজেদুল ইসলাম তানভীরকে সাধারণ সম্পাদক বলে লিখিত ভাবে জানানো হয়। এ কমিটি নিয়ে ২২জুলাই বুধবার বিকেলে সেনবাগ বাজারে নব গঠিত কমিটি ও সাবেক কমিটির নেতাকর্মীদের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সেই থেকে অদ্যবদী ঘটনার জের চলে আসছে।#
গোলাম মহিউদ্দিন নসু
]নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখ ঃ ২৯.৭.১৫
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫৬
কলাবাগান১ বলেছেন: জামাত-শিবির খুব নিরীহ ভাবে আছে নসু সাহেবের কাছে। উনাকে দেখবেন না কখনও নোয়াখালীর জামাতিদের কোন খবর