| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
নোয়াখালী সংবাদদাতাঃ
গত কয়েকদিনের টানা বর্ষন ও সাগর উত্তাল হয়ে জোয়ারের পানি প্রবেশ করায় নোয়াখালী জেলার ৭০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এ প্লাবনে বেগমগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নকে বন্যা দূর্গত এলাকা ঘোষনা করা হয়। দূর্গত এলাকায় জরুরী ত্রান সামগ্রী বিতরনের ব্যবস্থা চলছে।
বেগমগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মঞ্জুরুল কাদের বৃহ¯প্রতিবার এ প্রতিবেদককে জানান, উপজেলা চেয়ারম্যান এডঃ আবদুর রহিমের সভাপতিত্বে বুধবার বিকালে উপজেলা পরিষদের এক জরুরী সভায় কাদিরপুর ,হাজীপুর, দূর্গাপুর, শরীপপুর, রসুলপুর, কুতুবপুর, নরোত্তমপুর ও মিরওয়ারিশপুরকে দূর্গত বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এ সংক্রান্ত সকল যোগাযোগের জন্য উপজেলা পরিসংখ্যান অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জেহাদ হোসেন জানান, দূর্গত এলাকায় বিতরনের জন্য জেলা প্রশাসন থেকে প্রাথমিক ভাবে ১০ মেট্রিক টন চাউল ও নগদ ২০ হাজার টাকা বরাদ্ধ পাওয়া গেছে। প্রাপ্ত বরাদ্ধ ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরনের জন্য দূর্গত ৮ ইউনিয়নের চেয়ারম্যাদের কাছে বৃহ¯প্রতিবারের মধ্যেই পৌছে যাবে।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা জানান, তিনি বৃহ¯প্রতিবার সকালে রসুলপুর, কাদিরপুর এলাকায় রয়েছেন। জমিদার হাট বাজার এলাকায় খালের বাঁধ কেটে , অবৈধ বেশাল জাল আটক করে দ্রুত পানি নামানোর কাজ চলছে। দূর্গত এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সাম্গ্রী বিতরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়ে হয়েছে। ক্ষতির তুলনায় দেয় বরাদ্ধ অপ্রতুল বিধায় আরো বরাদ্ধ চেয়ে চিঠি দেয়া হবে।
উপজেলা মৎস ও কৃষি কর্মকর্তার দেয়া তথ্য মতে,জলবদ্ধতার কারনে ২ হাজার একরের ১০ হাজার মাছের পুকুর ও প্রজক্টে অন্তত ৩ কোটি টাকার মাছ ভেসে গেছে। ১২ হেক্টর আউস ফসল,২৮ হেক্টর আমন ফসলের বীজতলা ও ১৫০ হেক্টর শাকসব্জির ক্ষতি হয়েছে।
ম্যাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের জানান, নিত্যনন্দনপুর আলিম মাদ্রাসা, শহীদ আমানউল্যা পাবলিক উ/বিদ্যালয়, লাউতলী উ/বিদ্যালয়, জমিদারহাট উ/বিদ্যালয়, আলাইয়ারপুর কাজিরহাট ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ঘাটলা ইসলামিয়া আালিম মাদ্রাসা, চৌমুহনী ফাজিল মাদ্রাসাসহ এলাকার
অন্তত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে॥ পনি সরে গেলে ক্ষতির পরিমান বলা যাবে।
এদিকে জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা সাহারুল ইসলাম আবু হেনা জানান, প্রাথমিক পরিস্থিতি মোকাবিলার জন্য জেলর ৭০টি ইউনিয়নে ৫ টন গম ও নগদ ১০ হাজার টাকা করে পাঠিয়ে দেয়া হয়েছে বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত দেয়ার জন্য জেলা প্রশাসনের প্রস্ততি রয়েছে।
অপর এক তথ্যে জানা গেছে গত মঙ্গলবার হাতিয়ার নলের চরের নদীর পাড় ভেঙ্গে নোঙ্গর পাড় এলাকার হাসান আলীর তিন ছেলে রিয়াজ(১০)জিয়া(৮) ও রাহাত(৫) মারা গেছে। হাতিয়ার কয়েকটি এলাকায় ৫-৭ ফুট পানি বেড়েছে বলে স্থানীয় সংবাদকর্মী নাইমউদ্দিন জানিয়েছেন।নিঝুম দ্বীপের চেয়ারম্যান মেরাজ জানান, বুধবার রাত থেকে এলাকার লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। এলাকাবাসী আতংক গ্রস্থ। #
গোলাম মহিউদ্দিন নসু
নোয়াকালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখÑ৩০.৭.১৫
২|
০১ লা আগস্ট, ২০১৫ রাত ৩:০৩
সজিব্90 বলেছেন: ভাই মনজুর কাদের আমার চাচা, নোয়াখালীর তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
প্রামানিক বলেছেন: ভয়াবহ ব্যপার