| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
নোয়াখালী সংবাদ দাতাঃ
মেডিকেল কলেজ শিক্ষা ব্যবস্থায় ‘ক্যারি অন সিস্টেম’ বহাল করার দাবীতে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ শিক্ষার্থীরা শনিবার কলেজ ক্যাম্পাসে সমাবেশ ও মানববন্ধন করে।
এসময় ৩য় বর্ষের শিক্ষার্থী নওশীন নাওয়ার,সিদ্ধার্থ শংকর,জাবেদ আহমেদ, সাব্বির হোসেন,সামিহা বিনতে জাহান,বুশরা আবু বকর, ২য় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম,ইব্রাহিম খলিল, পার্থ সারথি,আরমান জোবায়ের প্রমূখ সাংবাদিকদের জানান, কোন পেশাগত পরীক্ষায় অবর্তীন হওয়ার পর পরবর্তী বর্ষের ক্লাসে অংশগ্রহন করতে পারার প্রথাকে মেডিকেল শিক্ষা ব্যবস্থায় বলা হয়‘ক্যারি অন সিস্টেম’। ২০০২ সালের ক্যারিকুলামে পেশাগত পরীক্ষা ছিল ৩টি। একজন শিক্ষার্থী কোন বিষয়ে উর্ত্তীণ না হলেও ১ম পেশাগত পরীক্ষার সাপ্লিমেন্টারীতে কৃতকার্য হলে তার শিক্ষাবর্ষ পিছিয়ে পড়তো না। কিন্ত ২০১২ সালে প্রনীত নতুন কারিকুলাম অনুযায়ী একজন শিক্ষার্থী প্রথম পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হলে সে তার শিক্ষাবর্ষ থেকে ৬ মাস পিছিয়ে যাবে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে নবগঠিত ব্যাচের একাডেমিক কার্যক্রম চালাতে প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত সমস্যা, শিক্ষক সংকট, আবাসন সমস্যাসহ সরকারের ব্যাপক রাজস্ব অতিরিক্ত ব্যায় হবে। বেসরকারী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিশাল অংকের আর্থিক সংকটে পড়বে। তাছাড়া মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ২ হাজার ইন্টার্র্নী চিকিৎসকের সংকট দেখা দিবে। দেশে চিকিৎসকের অপ্রতুলতার দরুন জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় অনিশ্চয়তা দেখা দিবে। এ সব সংকট উত্তরনে মেডিকেল কলেজ শিক্ষা ব্যবস্থায় ‘ক্যারি অন সিস্টেম’ বহাল করার জন্য প্রধ্নামন্ত্রী,স্বাস্থ্য মন্ত্রীসহ সংলিষ্ট বিভাগের প্রতি জোর দাবী জানান। তারা আরো বলেন ক্যারি অন সিস্টেম চালু করার জন্য প্রয়োজনে আরো কঠিন আন্দোলনে যাবে।নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ অধ্যক্ষ জানান, ক্যারি অন সিস্টেম পূর্নবহালের দাবীতে শিক্ষার্থীরা প্রধান মন্ত্রীর বরাবওে স্বারকলিপি জমা দিয়েছেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে সংলিষ্ট দপ্তওে তা প্রেরনের ব্যবস্থা করবেন। #
গোলাম মহিউদ্দিন নসু
নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখ|t ১.৮.১৫
©somewhere in net ltd.