| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
নোবিপ্রবি মাসব্যাপী কমসূচীর সমাপনী আলোচনায় বক্তারা
গোলাম মহিউদ্দিন নসু ,নোয়াখালী ঃ
বঙ্গবন্ধু সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী। তাঁর জন্ম না হলে এদেশের স্বাধীনতা হতো সুদূর পরাহত। অত্যন্ত পরিতাপের বিষয় হলেও সত্যি যে, তিনি এ দেশেরই কতিপয় চক্রান্তকারীর হাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে প্রাণ হারান। তাই ১৫ আগস্ট, বাঙালির জীবনে একটি শোকাবহ দিন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর সমাপনা দিবসে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে বিশিষ্ট বিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন এ কথা বলেন।
বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মত মাসব্যাপী কর্মসূচী পালন শেষে সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও আগামীর বাংলাদেশ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের সভাপতি্েত্ব সভায় প্রধান অতিথি ছিলেন, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন ।
অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো: আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো: মমিনুল হক, উপাচার্য মহোদয়ের সহধমির্নী বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. জিনাহ হুদা অহিদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মো: জাহাঙ্গীর সরকার, সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ মুশফিকুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো: সফিকুল ইসলাম, কর্মচারী প্রতিনিধি জনাব সোহরাব হোসেন এবং শিক্ষার্থী প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের আলোচনা সভার মূল বিষয়টি খুবই সময়োপযোগী। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে পাকিস্তানী শোষনের বিরুদ্ধে দীর্ঘ নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়। স্বাধীনতা নামের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অবিচেছদ্য। তিনি বলেন, বঙ্গবন্ধু সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী। তাঁর জন্ম না হলে এদেশের স্বাধীনতা হতো সুদূর পরাহত। অত্যন্ত পরিতাপের বিষয় হলেও সত্যি যে, তিনি এ দেশেরই কতিপয় চক্রান্তকারীর হাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে প্রাণ হারান। তাই ১৫ আগস্ট, বাঙালির জীবনে একটি শোকাবহ দিন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সার্বজনীন, তিনি আমাদের সকলের নেতা। সে কারণেই আগস্ট মাস বাঙালীর সংস্কৃতিতে একটি স্মরণীয় মাস। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা আমাদের সকলকে এটি মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যারা বঙ্গবন্ধুর আদর্শকে স্মরণ করে তাঁরাই পনের আগস্টকে মর্যাদা দেয়। তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, ত্যাগ-তিতিক্ষা কেবল বাঙালি জাতিকে নয় বিশ্বের সব মুক্তিকামী মানুষকেও অনুপ্রাণিত করবে। তাঁর এ জীবন ও কর্ম, ত্যাগ-তিতিক্ষা সর্বোপরি তাঁর আদর্শের ভিত্তিতেই আমাদেরকে গড়ে উঠে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
উপাচার্য সভাপতির বক্তব্যে প্রদান কালে ১৫ আগস্ট ১৯৭৫ সালে শাহাদাতবরণকারী স্বাধীনতার স্থ’পতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সকলকে বঙ্গবন্ধু আদর্শে তৈরি হয়ে দেশ ও জাতি গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য উদাত্ত আহ্বান জানান। একই সাথে তিনি মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচীসমূহ যথাযোগ্য মর্যাদায় পালন করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান এবং মাসব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘোষণা করেন।#
গোলাম মহিউদ্দিন নসু
নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখ ঃ৩১.৮.১৫

©somewhere in net ltd.