| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
চৌমুহনী পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাংবাদিক সম্মেলন
ভোট কেন্দ্রে কোন ধরণের সহিংস ঘটনা, দাঙ্গা-হাঙ্গামা, সংঘর্ষ ছাড়াই
১০ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত নিতান্তই উদ্দেশ্য প্রণোদিত
নোয়াখালী সংবাদদাতা ঃ
চৌমুহনী পৌরসভা নির্বাচনে ১০ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করাকে নিতান্তই উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় চৌমুহনী পাবলিক হলে সাংবাদিক সম্মেলন করেন।
সম্মেলনে তারা স্থগিত কেন্দ্র গুলোর ভোট গণনা করে ফলাফল ঘোষনা করা এবং বিতর্কিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি করে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আক্তার হোসেন ফয়সল। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলাম তাজু (২নং ওয়ার্ড), আনোয়ার হোসেন (৫নং ওয়ার্ড), ইসমাইল হোসেন বাবলু (২নং ওয়ার্ড), খোকন ঘোষ (৬নং ওয়ার্ড), নুর ইসলাম বাবুল (১নং ওয়ার্ড), মনছুর আহমদ রিপন (৪নং ওয়ার্ড), দেলোয়ার হোসেন দেলু (১নং ওয়ার্ড) প্রমুখ।
লিখিত বক্তব্যে জানানো হয়, পৌরসভার নির্বাচনে সু-শৃঙ্খল প্রচারণার কাজ শেষ করে বুধবার শান্তিপূর্ণভাবে ভোট প্রদান চলছিল। দু’একটি কেন্দ্রের বাহিরে বিচ্ছিন্নভাবে কতিপয় ভোটারদের মাঝে বিশৃঙ্খলা ঘটে। যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ন্ত্রণের চেষ্টা না করে ভোট গ্রহণ স্থগিত করে। এরই ধারাবাহিকতায় পরপর ১০টি কেন্দ্রে অযৌক্তিকভাবে ভোট গ্রহণ স্থগিত করে দেয়। এ বিষয়ে রিটার্নিং অফিসার জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেনের সাথে যোগাযোগ করতে চেষ্টা করলে মোবাইল বন্ধ পায়। পরবর্তীতে তারা রিটার্নিং অফিসারের সাথে সরাসরি আলোচনা করলে তিনি জানান, প্রিসাইডিং অফিসারদের অভিযোগের প্রেক্ষিতে দু’একটি কেন্দ্রে গিয়ে দেখেছেন যে, কেন্দ্রগুলিতে ভোট গ্রহণের পরিবেশ থাকার পরও প্রিসাইডিং অফিসারগণ ভোট গ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নেয়। কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে ভোট গ্রহণ স্থগিতের কারণ জানতে চাইলে কোন ধরণের যৌক্তিক কারণ বা সদুত্তর দিতে পারেননি।
রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দায়িত্ববান কর্মকর্তাদের এ ধরণের কর্মকান্ডের প্রতি তারা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায়। ভোট গ্রহণ স্থগিতের এ ঘটনাকে ন্যক্কারজনক বলে নির্বাচন কমিশনের তদন্তের দাবি জানান। তারা স্থগিত কেন্দ্র গুলোর ভোট গণনা করে ফলাফল ঘোষনা করা এবং বিতর্কিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের জোর দাবি করেন।
গোলাম মহিইদ্দন নসু
নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
৩১/১২/১৫ইং

©somewhere in net ltd.