| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
সংকট দুরীকরনে মানববন্ধন - স্বরকলিপি পেশ
গোলাম মহিউদ্দিন নসু, নোয়াখালীঃ
গ্যাস সংকট দুরীকরনের দাবীতেনোয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের ৫শতাধিক জনগন সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করে।
এসময় নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার, পৌরসভার সাবেক কাউন্সিলর মমতাজুল করিম বাচ্চু, বর্তমান কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ বক্তব্য রাখেন।তারা অভিযোগ করেন, পৌরসভার ৯ নং ওয়াডের মহব্বতপুর,জালিয়াল, সল্যঘটিয়া,পশ্চিম উত্তর লক্ষিপুর ও নারায়নপুর গ্রামের ২০ হাজার জনগন গত ২-৩ বছর যাবত দারুনভাবে গ্যাস সংকটে ভুগছেন। প্রতিদিন এ এলাকতে সকাল ৬ টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত ১১টার সময় আবার চালু হয়। বিষয়টি নানাভাবে বহুবার নোয়াখালী গ্যাস অফিসের কর্তৃপক্ষকে অবহিত করলেও কোন সুফল পাওয়া যায়নি। গ্যাস সংকটের কারনে এলাকায় গৃহীনিরা রান্না-বান্নাসহ গৃহস্থলী যাবতীয় কাজ করতে না পারায় চাকরীজীবি,শিক্ষার্থীরা দারুন সমস্যা ও কষ্টের শিকার হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যা সমাধান করা না হলে তার আরো কঠোর কর্মসূচী গ্রহন করবে বলে জানান।
উপস্থিত সাধারন-নিরীহ গ্রাহকরা অরো জানান, এসংক্রান্ত অভিযোগ জানাতে জেলা গ্যাস অফিসে আসলে বড় বড় কর্মকর্তাগনের সাথে দেখাও করা যায় না।
এ বিষয়ে নোয়াখালী বাঁধন পরিবহনের মালিক সহিদউল্যা কাউচার, একলাশপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুদ্দৌলা , একলাশ বাজার কমিটির সাধারন সম্পাদক হাছানুজ্জামান অভিযোগ করেন, চৌরাস্তা থেকে একলাশপুর বাজার পর্যন্ত ৪ কিঃমিঃ এর মধ্যে ৩টি সিএনজি গ্যাসের ষ্টেশান বসানোর কারনে এ এলাকার অন্তত ৬ হাজার গ্রাহক দিনের বেলায় গ্যাস সরবরাহ পায় না। কর্তৃপক্ষ সিএনজি গ্যাস ষ্টেশান নীতি মালা না মেনে অবৈধভাবে এ ষ্টেশনগুলোর অনুমোদন দিয়ে পারিবারিক গ্যাস ব্যবহারে সমস্য তৈরী করছে।
মানববন্ধনকারীগন গ্যাস অফিসে গিয়েছেন শিকার করে নোয়াখালী গ্যাস সরবরাহ অফিসের উপমহাব্যবস্থাপক মোশারফ হোসেন ভূইয়া জানান, গ্যাস সরবরাহ লাইনে প্রেসার কম থাকায় এ সব এলাকায় সমস্যা হচ্ছে। ৯নং ওয়াডের গ্রাহকরা জেলার শেষ প্রান্তে হওয়ায় সমস্যা একটু বেশী। তবে ফেনী থেকে আসা আরেকটি লাইনে সংযোগ দিয়ে তাদের সমস্যা সামাধানের চেষ্টা চলছে। একলাশপুরসহ এসব এলাকায় সমস্যা ভিন্ন। ্ সে খানে নতুন সংযোগ দেয়ার সময় তুলনামূলক চিকন/সরু পাইপ দেয়া হয়েছে। এলাকায় আগের থেকে গ্রাহক বেড়েছে বিধায় এখন মোটা পাইপ দেয়া দরকার। সিএনজি ষ্টেশনগুলো কাছাকাছি হওয়ার বিষয়টি স্থাপনের পূর্বে ভাল ভাবে দেখা দরকার ছিল। তবে স্থানীয় ব্যবস্থায় যদি সকালে সিএনজি ষ্টেশন বন্ধ রাখার ব্যবস্থা করা যায় তবে কিছু সুফল এলাকাবাসী পেতে পারে।
গোলাম মহিউদ্দিন নসু
০১৭১৪৮৪০৮৯৪
তারিখ ঃ৪.১.১৬
©somewhere in net ltd.