| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
বেগমগঞ্জ(নোয়াখালী ) প্রতিনিধি
নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভাসহ চট্রগ্রাম বিভাগের ৫টি পৌরসভার মেয়র ও সংরক্ষিত নারী আসনসহ কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিন রোববার দুপুরে তাঁর কার্যলয়ে এ শপথ বাক্য পাঠ করান।
এসময় স্থানীয় সরকার বিভাগের চট্রগ্রাম বিভাগীয় প্রধান দীপক চন্দ্র দাসসহ বিভাগীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার তাঁদের ফুলের তোড়া প্রদান করে অভিনন্দন জানান।
শপথ অনুষ্ঠানে অংশগ্রহন করেন নোয়াখালীর চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, হাতিয়া পৌরসভার মেয়র মোঃ ইউছুপ আলী,লক্ষিপুর জেলার রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন এবং কুমিল্লা জেলার বরুরা ও মতলব পৌরসভার মেয়র দ্বয়।
মেয়রগনের শপথ অনুষ্ঠান শেষে পৃথকভাবে কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।#
তারিখ ৭.২.১৬

©somewhere in net ltd.