| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম মহিউদ্দিন নসু
মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।
চৌমুহনী বাজারের যানজট নিয়ে উদ্বিগ্ন জনৈক্য ব্যাক্তি,নাম প্রকাশ না করে লেখাটি ইন্টারনেটে প্রকাশের জন্য পাঠালেন। তাই তাঁর লেখা হুবহু প্রকাশের চেষ্টা করলাম--------- তারিখ-২৪.২.১৬
----------------------------------------------------------------------------------------------------
বাস্তবতার নিরিখে সময়ের প্রয়োজনে অ-দুরদর্শিতার কারনে বৃহত্তর নোয়াখালীর প্রানকেন্দ্র ঐতিবাহী বানিজ্যিক কেন্দ্র চৌমুহনী যানজটের রোগে আক্রান্ত।
অসময়ে ত্রিপুরা-বিলোনিয়ার পাহাড়ি ঢলের বন্যায় প্লাবিত এই শহরবাসি দুর্ভিসহ জীবন যাপন করছেন। স্কুল-কলেজের ছাত্র-ছাএী, শিক্ষক, ব্যবসায়ী ও জনসাধারনের অবর্ণনীয় এই করুন পরিনতির শেষ কোথায় ?
পর্যায় ক্রমে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঐতিহাসিক বানিজ্যিক শহর পংগুত্ব বরন করবে।
এই দুর্ভিসহ করুন পরিনতির গ্রাস থেকে উত্তরণের কি কোন সু-চিকিৎসা নাই ?
ইচ্ছা করলে একটি সুব্যবস্থা করার আছে ।
উক্ত বানিজ্যিক নগরে চৌমুহনী সম্পৃক্ত এলাকাবাসী যদি আন্তরিকভাবে এই রোগ থেকে আরোগ্য লাভ করতে চান তাহা হইলে উক্ত দুরারোগ্য ব্যধির সু-চিকিৎসার গ্যারান্টি-ওয়ারিন্টি দিয়ে সু ব্যবস্থা করা যাইবে ইনশাআল্লাহ ।
যানজট মুক্ত,ব্যবসায়ী বান্ধব, আবর্জনা মুক্ত পরিবেশ বান্ধব, অফিস আদালত, স্কুল-কলেজে যাতায়তের বিলম্ব মুক্তের প্রয়োজনীয় একাধিক বিকল্প সড়ক উপহার দিয়ে উক্ত শহরের করুন এই পরিনতি হইতে উত্তরনের সু-ব্যবস্থা করা যাইবে।(এলাকাবাসী যদি প্রয়োজন মনে করেন)
ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী/ হকারদের স্থায়ী ব্যবস্থা করা যাবে। বানিজ্যিক ঐতিহ্যের দৃষ্টি নন্দন সৌন্দর্য বৃদ্ধি করা হবে।
কিছু বিষয় অ-প্রকাশিত/গোপন রাখা হলো, নচেৎ অনেক তথাকথিত সমাজ সেবক ও নকল বুদ্ধিজীবির আত্ব প্রকাশ ঘটবে।
উক্ত প্রকল্প উন্নয়নের পরিকল্পিত রোটেশন ম্যাপ/ নকশা, যানজট বিষয় ভিত্তিক উন্নয়নের প্রয়োজনীয় অবকাঠামোর বর্ননা দিয়া গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মামননীয় প্রধান মন্ত্রী ও আন্তর্জাতিক উন্নয়ন সংলিষ্ট দাতা সংস্থার সাথে আলোচনা ও প্রস্তাবনা পেশ করা হচ্ছে।
মন্তব্য নিষপ্রয়োজন-সময়ে কথা বলবে।
উপরোক্ত বিষয়ে সম্মানিত সুধীবৃন্দ ও এলাকার সর্বস্তরের সচেতন জনগনের হা্যাঁ/না মতামত কাম্য।
ই-মেইলঃ ফোনবুকঃ
অন্যান্য
©somewhere in net ltd.