নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু

মনের কথা- সত্য কথা- বাস্তবতা- গবেষণা- সমস্যা- সম্ভাবনা- ইতিহাস- ঐতিহ্য- স্থাপত্য- ফোক কালচার সহ ইত্যাদি বিষয়ে সাংবাদিকতার দৃষ্টিতে লেখা-লিখি।

গোলাম মহিউদ্দিন নসু › বিস্তারিত পোস্টঃ

সেনবাগে ৫ ইটভাটার পোনে দুই লাখ,৫ ট্রাক্টরের ২৫ হাজার টাকা জরিমানা

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৩

বেশামাল নোয়াখালীর ইটভাটা মালিকরা


নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে লাইসেন্স বিহীন পাঁচটি ইটভাটার ১লাখ ৭০হাজার, ইটভাটার মাটি পরিবহন কাজে ব্যবহৃত লাইসেন্স বিহীন পাঁচটি ট্রাক্টরের ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

রোববার বিকেলে সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ¯েœহাশীষ দাশ, র‌্যাব ও পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার কাবিলপুর ও মোহাম্মদপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, বিনা লাইসেন্সে ইটভাটা পরিচালনার দায়ে মেঘনা ব্রিক্সের ৪০ হাজার,কেবিএম ব্রিক্সের ৩০ হাজার, ফাতেমা ব্রিক্সের ৪০ হাজার, ভাই ভাই ব্রিক্সের ২০ হাজার ও টরেন্টো ব্রিক্সের ৪০ হাজার এবং ইটভাটায় মাটি পরিবহণের কাজে ব্যবহৃত ৫টি ট্রাক্টরের ৫ হাজার করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় র‌্যাব-১১ দুই ডিএডি জয়দেব চন্দ্র দে ও আলী আজগর ছাড়াও সেনবাগ থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ¯েœহাশীষ দাশ আরো জানান, এ অভিযানে ভুইয়াদিঘীর পাড়ে সরকারী জায়গা দখল করে নির্মিত ৪টি দোকানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছ্।ে যমুনা ব্রিক ফিল্ডের অপরিশোধিত ভূমি উন্নয়ন কর ৩০ হাজার টাকা আদায় করা হয়েছে। উপজেলায় লাইসেন্স বিহীন যেসব ইটভাটা রয়েছে সেগুলোতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।
একটি অনির্ভরযোগ্য সূত্রে জানা গেছে জেলাতে শতাধিক ইটভাটায় ইট প্রস্তত চলছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলায় ৮১াট ইট ভাটার লাইসেন্স রয়েছে। তবে লাইসেন্স বিহীন কতটি ইট ভাটা আছে এমন কোন তথ্য নেই।
উল্লেখ্য,‘অনিয়মের অভিযোগে নোয়াখালীতে ৩৫টি ইটভাটার লাইসেন্স বাতিল’ শিরোনামে ২২ ফেব্রয়ারী-১৬ তারিখে দৈনিক ভোরের কাগজে প্রকাশিত সংবাদে ইটভাটার নানা অনিয়ম তুলে ধরা হয়েছিল।
এসময়ের মধ্যে রাজস্ব আদায় বিষয়ে একাধিকবার মোবাইলকোর্ট হলেও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কোন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি।
পরিবেশ অধিদপ্তরের নোয়াখালীর ভারপ্রাপ্ত উপপরিচালক মিজানুর রহমানের সাথে এনিয়ে আলোচনা করা হলে তিনি জানান, পৌরসভা এলাকায়, স্কুল কলেজের পাশে এবং জনবসতি(৫০টি বাড়ীর) এলাকায় স্থাপিত ইট ভাটা গুলি সরিয়ে নেয়ার জন্য সরকারী বিধি মতে ২০১৬ সালের জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে। এলজিইডি-র কোন রাস্তা ব্যবহার না করার জন্য বলা হয়েছে । এ সব বিষয়ে অন্তত ১০-১২ ইটভাটাকে লিখিত নোটিশ প্রেরন
করা হয়েছে।
গোলাম মহিউদ্দিন নসু
০১৭১৪৮৪০৮৯৪
তারিখ ৭.৩.১৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.