নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

আমি, আমার বন্ধু, জানা মেম, কাল্পনিক ভালোবাসা, হাসান মাহবুব ও শায়মা।

২৮ শে জুন, ২০১৬ রাত ১১:২৮

শুভ সন্ধ্যা। আমার ব্লগে স্বাগতম।এখন থেকে ৮ দিন আগে এই ব্লগে রেজিস্ট্রেশন করি।বেশ ঝামেলাপূর্ণ কাজ।অনেকবার চেষ্টা করার পর সফল হই। নিজের জন্ম তারিখ,মোবাইল নাম্বার, ঠিকানা লিখতে বলে।লিখলাম।তারপর জানালো প্রথম পাতায় পারমিশান পেতে তিনদিন অপেক্ষা করতে হবে, ভালো পোস্ট দিতে হবে, অন্যের পোস্টে মন্তব্য করতে হবে। পোস্ট দিলাম। হাসান মাহবুব এর ইনবাউন্ড মার্কেটিং এ আমার প্রথম মন্তব্য।

এরপর গেলাম সায়মার ব্লগে। বন্ধু বললো উনি ব্লগের শক্তিশালী নারী ব্লগার। বন্ধুর পরামর্শে তার ইফতারী নিয়ে সুন্দর ডেকোরেটেড একটা পোস্টে মন্তব্য করলাম। জবাব দেন নি। কাকতালীয় ভাবে যেদিন আমি এই ব্লগে প্রথম নিক ওপেন করি ঐদিনই আমার বিশ্ববিদ্যালয় এর বন্ধুদের নিয়ে একটা ইফতার পার্টি দিয়েছিলাম।

৩ দিন অপেক্ষা করলাম। দেখি কোন খবর নেই

ফেসবুকে ব্লগার বন্ধুকে জিজ্ঞেস করলাম। বন্ধু কাহিনী কি?
কয় কাভা কে জানা।
আমি: কাভা কি রে?
বন্ধু: কাল্পনিক ভালোবাসা।
আমি: ঐ বেটা মজা লস?
বন্ধু: ঐ শালা ব্লগে সবাই ছদ্মনাম ব্যবহার করে।কাভা একটি ছদ্ম নাম।
আমি: ও আচ্ছা।
স্টিকি পোস্টেই পেয়ে গেলাম কাভা কে। উনার ব্লগে গিয়ে সালাম দিলাম। কোন প্রতিউত্তর নেই :(

আবার বন্ধুকে পেইন।কাহিনী কি জবাব দেয়না।
বন্ধু: বেটা অপেক্ষা কর। উনি অনেক বিজি থাকে। স্টিকি পোস্টে ক্যচাল বলতেছে। জানার মাথা গরম এখন।
আমি: জানা কে?
বন্ধু: ব্লগের প্রধান সম্পাদক।
( বন্ধু আবার ও আমাকে জানা মেম, স্টিকি পোস্ট, ক্যচাল কি ধৈর্য সহকারে বুঝাইল।)
আমি অপেক্ষায় রইলাম।

আজ রেগে গিয়ে লগইন করলাম।মনে মনে প্রতিজ্ঞা করলাম আজ সেইফ না করলে আর এই ব্লগে আসব না। লগইন করেই সারপ্রাইজ।আমি সেইফ :)

ধন্যবাদ সামু :)

পোস্টের শিরোনাম এর আইডিয়া হাসান মাহবুব এর ইনবাউন্ড মার্কেটিং অ আ ক খ পোস্ট থেকে :)

পোস্ট লিখেছি মোবাইল থেকে। তাই ভুল হলে আগে থেকে সরি বলে নিচ্ছি।
ইফতার পার্টির ছবি

মন্তব্য ৫৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৩৬

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং.... !:#P

২৯ শে জুন, ২০১৬ রাত ১২:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ সুমন কর।

২| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৩৮

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: সুন্দর লিখেছেন।

২৯ শে জুন, ২০১৬ রাত ১২:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ সৈয়দ আবুল ফারাহ।

৩| ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: শুভ ব্লগিং

২৯ শে জুন, ২০১৬ রাত ১২:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ শাক ভাই।

৪| ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: বড় ভাই শাক দেখে তো শক খেলাম ।
এখন কি করি?

২৯ শে জুন, ২০১৬ রাত ১:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: একটু মজা করলাম আর কি ব্রো। মাইন্ডে লয়েন না।

৫| ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:৩৭

শায়মা বলেছেন: ঐ ভাইয়া....

কে বলছে আমি জবাব দেইনি!!!!!!

মিথ্যা কথা!!!!!!!!! B:-)

২৯ শে জুন, ২০১৬ রাত ১:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি মিথ্যা বলব কেন শুধু শুধু :( আপনার ইফতার ২০১৫ ফার্স্ট পার্ট এ দেখে আসুন গিয়ে।


৬| ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:



ব্লগে স্বাগতম।
এদেশের ৪৫% মানুষ নিজের নামতাও লিখতে জানে না কোন ভাষায়; কিন্তু আপনি সৌভাগ্যবানদের একজন, লিখুন।

২৯ শে জুন, ২০১৬ রাত ১:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ গাজী ভাই।

৭| ২৯ শে জুন, ২০১৬ রাত ১:০৩

অশ্রুকারিগর বলেছেন: ব্লগে স্বাগতম। কিছুদিন পোস্ট পড়েন, মন্তব্য করেন। সব এমনিতেই বুঝে যাবেন। কাভা কে, জানা কে ;) আর প্রথম পাতায় যেহেতু এক্সেস পেয়ে গেছেন ব্লগিং করতে থাকুন! শুভকামনা!

২৯ শে জুন, ২০১৬ রাত ১:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ইনশাআল্লাহ। ধন্যবাদ ব্রো আপনাকে।

৮| ২৯ শে জুন, ২০১৬ রাত ১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: আমিও মজা করেছি আপনি আবার মাইন্ড করেননি তো?

২৯ শে জুন, ২০১৬ রাত ১:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: মাইন্ড করলে শাইন করতে পারবো? ;)

৯| ২৯ শে জুন, ২০১৬ রাত ১:৪০

শায়মা বলেছেন: হায় হায় আমি তো জানিনা!!!!!!!!!:(

২৯ শে জুন, ২০১৬ রাত ২:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: :(

১০| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুভ ব্লগিং।

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আবুহেনা মো: আশরাফুল ইসলাম।

১১| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:০১

মোস্তফা সোহেল বলেছেন: অনেক শুভকামনা রইল আপনার জন্য

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনাকে শুভ কামনা জানানোর জন্য ধন্যবাদ মোস্তফা সোহেল।

১২| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:১২

জানা বলেছেন: স্বাগতম!
আমি জানা। প্রায় ১১ বছর ধরে এখানে আছি। মায়া মমতাহীন বিকট মেজাজী মানুষ আমি B:-) । বেশী বয়সের কারণে দু'টো চোখেই মারাত্নক কম দেখি। পুরু লেন্সের চশমা পরি, বদরাগী স্বভাবের কারণে হাতে সবসময় একটি ছড়ি রাখতে পছন্দ করি। X(( হাতে একটি কফিভরা মগ নিয়ে সারাদিন পায়চারি করা আর কেবল ব্লগের হিট কাউন্টারে চোখ রাখা আমার কাজ। মিথ্যাচার আর দায়িত্ববোধহীনতা আমার সবথেকে অপছন্দের। অনেকেই বলেন, এসব কারণে আমাকে বিভৎস দেখায়। যথাযথ কারণে কেউ আমাকে তেমন পছন্দও করেন না।

আজ এতটুকুই। ভবিষ্যতে আরও জানবেন। ধন্যবাদ।

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: গুড আফটারনুন মেম। আপনাকে আমার ব্লগে স্বাগতম। আমার প্রথম পোস্টেই ব্লগের প্রধাণ সম্পাদক কে পেয়ে এবং উনার সম্পর্কে জেনে আমি খুব হ্যপি।

আপনাকেও ধন্যবাদ ;)

১৩| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:২৭

জুন বলেছেন: আমি জানার বড় আপু জুন। উনি নিজের সম্পর্কে যা যা ভালো কথা বলেছে (মায়া মমতাহীন বিকট মেজাজী মানুষ আমি B:-) । বেশী বয়সের কারণে দু'টো চোখেই মারাত্নক কম দেখি। পুরু লেন্সের চশমা পরি, বদরাগী স্বভাবের কারণে হাতে সবসময় একটি ছড়ি রাখতে পছন্দ করি। X(( হাতে একটি কফিভরা মগ নিয়ে সারাদিন পায়চারি করা আর কেবল ব্লগের হিট কাউন্টারে চোখ রাখা আমার কাজ। মিথ্যাচার আর দায়িত্ববোধহীনতা আমার সবথেকে অপছন্দের। অনেকেই বলেন, এসব কারণে আমাকে বিভৎস দেখায়। যথাযথ কারণে কেউ আমাকে তেমন পছন্দও করেন না।) আমি এর সবগুলো গুনের দ্বিগুন অধিকারী /:)
শুভ ব্লগিং :)

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: বন্ধু জানা মেম এর বড় বোন মন্তব্য করছে।
বন্ধু: দেখছি। আপন বড় বোন না। ব্লগের বড় বোন। উনি ব্লগার জুন। ভ্রমণ প্রিয় মানুষ। খুব সম্মানিত ব্লগার।
আমি: জানা মেম এর মত হুবুহু মন্তব্য করছে। কি জবাব দিব?
বন্ধু: লিখ @শ্রদ্ধেয় জুন আপু। আপনার মত একজন সম্মানিত ব্লগার আমার প্রথম পোস্টে মন্তব্য করার জন্য খুব সম্মানিত অনুভব করছি। আপনার মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগাবে। আশা করছি এখান থেকেই একটি সুন্দর ব্লগীয় ইন্টারেকশন স্টার্ট হবে।

নিরন্তর শুভকামনা জুন আপু।

১৪| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৯

খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! এখানে আপনার পদচারণা স্বচ্ছন্দ হোক, আনন্দদায়ক হোক, ফলপ্রসূ হোক। দীর্ঘদিন ব্লগে থাকুন, আপনার লেখা ও চিন্তা ভাবনা থেকে ব্লগ সমৃদ্ধ হোক, এই কামনায়...

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান। আপনার শুভ কামনা আমাকে সাহস যোগাবে।

১৫| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৩

ঠ্যঠা মফিজ বলেছেন: শুভ ব্লগীং

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ মফিজ ভাই।

১৬| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৪

ফেরদৌসা রুহী বলেছেন: ব্লগে স্বাগতম।

ব্লগ হোক আনন্দময়।

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ ফেরদৌসা রুহী।

১৭| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৪

জসিম বলেছেন:
হ্যাপি ব্লগিং.

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ জসিম।

১৮| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




তবে শুরু হয়ে যাক লেখালেখি! ব্লগিং আনন্দময় হোক.... :)


৩০ শে জুন, ২০১৬ রাত ১২:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ মাইনউদ্দিন মইনুল। :)

১৯| ২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৩২

ক্লে ডল বলেছেন: জানা আপুর মন্তব্য পড়ে ঘুমাইছিলাম।স্বপ্নে দেখলাম, একটা ছড়ি হাতে কে যেন তেড়ে আসছে!! :( :| :|
আর জুন আপুর মন্তব্য!! পড়ব না আমি! :( :((

=p~ :P :P

শুভ হোক আপনার ব্লগ পথ চলা।:)

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: মেম অনেক ডেঞ্জারাস মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।

২০| ২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৪২

সায়েম মুন বলেছেন: আমি সামু। জানা এবং জুন আপুর ছোট ভাই। আমার কোন কাম কাজ নাই। খাই দাই ঘুমাই। ব্লগে দীর্ঘ দিন হলেও শুরু থেকে ধীর পায়ে পদচারণা করি। আর উনাদেরসহ বাকী ব্লগারদের কার্যক্রম দেখি। #:-S

হ্যাপী ব্লগিং

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ সায়েম মুন। একজন সিনিয়র ব্লগারের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগসে। আমি কিছু জানিনা আমাকে একটু শিখতে সাহায্য করবেন :)

২১| ৩০ শে জুন, ২০১৬ রাত ১:০৩

পুলহ বলেছেন: আপনার লেখাটা আগেই পড়েছিলাম, কোন কারণে মন্তব্য করা হয় নি। এনিওয়ে, ব্লগে স্বাগতম এবং ব্লগ জীবন ভালো কাটুক
প্রথম পোস্ট পড়ে আপনাকে বেশ আমুদে, ফুর্তিবাজ মানুষ বলেই মনে হচ্ছে।
শুভকামনা

৩০ শে জুন, ২০১৬ রাত ৩:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ পুলহ মন্তব্যের জন্য। আড্ডা গান কবিতা খুব ভালো লাগে আমার। :)

২২| ৩০ শে জুন, ২০১৬ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:





অনেকের দৃস্টি আকর্ষিত হয়েছে আপনার ব্লগিং'এর শুরুতে

৩০ শে জুন, ২০১৬ রাত ৯:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আবারো ধন্যবাদ ভাইয়া। :)

২৩| ৩০ শে জুন, ২০১৬ রাত ১১:৩৫

কল্লোল পথিক বলেছেন:









হ্যাপি ব্লগিং।

০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। শুভ রাত্রি :)

২৪| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১:৪০

আলম দীপ্র বলেছেন: শুভ ব্লগিং ভাইয়া ! :D

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ ব্রো :)

২৫| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৮

শায়মা বলেছেন: ভাইয়া আরেকটা ইফতার পোস্ট দিলাম তো!

সেদিনেরটা ভুল হয়ে গেছে আজকে আর হবেনা!!!!!!!!!:)

২৬| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুরুতেই ইস্কাপটের টেক্কা খেলে ফেললেন! ;)

সামনেেতা পুরা খেলাই পড়ে আছে =p~ :P =p~ =p~ =p~ =p~ =p~

স্বাগমত! শুভ হোক পথ চলা

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: ওহে ব্রো মার্কেটিং এ পড়ালেখা মার্কেটিং ইইই জীবিকা। নতুন নতুন আকর্ষণীয় শিরোনাম সৃষ্টি করতে না পারলে আমার মেজর সাবজেক্ট এর অসম্মান হবে তো। ;)

ধন্যবাদ আপনাকে সেই সাথে ব্লগে স্বাগতম।

২৭| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:১৬

মানসী বলেছেন: বড় পরিবার সুখী পরিবার। আমাদের পরিবারের সদস্যসংখ্যা আপনার যোগদানে বৃদ্ধি পাওয়াতে আপনাকে অভিনন্দন।


সামু ব্লগ পরিবারে আপনাকে স্বাগত। ব্লগ যাত্রা শুভ হোক।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ মানসী। আমার বাড়িতে আপনার আগমন আমাকে আনন্দ দিবে।
ঈদের শুভেচ্ছা।

২৮| ২১ শে মে, ২০২২ দুপুর ২:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্বাগতম ভাই !!
ব্লগিং কেমন লাগছে ?

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাল।

২৯| ০১ লা জুলাই, ২০২৩ রাত ৮:২০

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.