নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
সীমান্ত। একজন ক্রিয়েটিভ ডিরেক্টর।তার স্ত্রী শান্তা। একজন শেফ। একটি ৪ তারকা হোটেলে প্রধান শেফ হিসেবে কর্মরত। সংগত কারণেই দুজনেরই নারী/পুরুষ সহকর্মী আছে। মাত্র ১ বছর আগে সামিজিক ভাবে ধর্মীয় রীতিনীতি মেনে, পবিত্র কালিমা পড়ে একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করে যেমন তেমন স্থানে নয়। তাদের আকদ হয়েছে আল্লাহর ঘর নামে খ্যাত মসজিদে। ধুমধাম করে বিয়ের আয়োজন হওয়ার পর হানিমুন করেছিল চীনে। প্রথম ২ মাস খুবই ভালো সব কিছু। কিন্তু ভেজাল শুরু হয়েছে শান্তার হঠাৎ অদ্ভুত পরিবর্তনে। মেয়েরা সাধারণত প্রশংসা পেতে খুব ভালোবাসে। একটি মেয়ের হৃদয় জয় করার মূল মন্ত্রটাই হইল 'তার প্রশপংসা করতে হবে'। বিশ্বাস করুন যতো কঠিন হৃদয়ের নারী হোক না কেন? প্রশংসা করুন। সে মেল্ট হবেই। বিশ্বাস না হলে শায়মা আপু, মিরোর উনাদের জিজ্ঞেস করুন। উনারা যদি মিথ্যাবাদী না হয়ে থাকেন আমি ১০০% নিশ্চিত তারা এক বাক্যে স্বীকার করবেন যে প্রশংসা তাদের হৃদয়কে মেল্ট করবেই।
যাই হোক গল্পে আসি। বিয়ের দিন সীমান্তের অনেক বন্ধু আত্নীয় কলিগসকে ইনভাইটেশন দেয়া হয়েছিল।তাদের মধ্যে একজন রুম্মান। রুম্মান সম্পর্কে সীমান্তের বন্ধু। বিবাহিত। প্রায় ৬ ফুট লম্বা ও হ্যান্ডসাম। ছেলেটির স্ত্রী তিথীও মারাত্নক সুন্দরী। বন্ধু সীমান্ত ও ও শান্তাকে গ্রীটিং জানাতে রুম্মান ও তিথি স্টেজে উঠেছে। ছবি তুলতে তুলতে শান্তাকে মাত্র একটা কমপ্লিমেন্ট দিসে "জাস্ট লুকিং লাইক আ ওয়াও "। ব্যাস। হয়ে গেল। শান্তা বিয়ের অনুষ্ঠানেই মার্ক করল রুম্মানকে। যেহেতু বিয়ের অনুষ্ঠান তাই ঐদিন কেমিস্ট্রি চোখা চোখি পর্যন্ত সীমাবদ্ধ।এর পর ওয়ালিমাতেও একই কেমিস্ট্রি ও হাই হ্যালো টাইপ টুকটাক কথা। একটা ছেলে যখন একটি মেয়েকে অন্য দৃষ্টিতে দেখে তখন মেয়েটি তার থার্ড আই ও সিক্স সেন্স দিয়ে উহা আইডেন্টফাই করতে পারে। যদি মেয়েটি সাড়া দেয় তবে বিভিন্ন রকমের সাইন দেয়। যেমন হাসা, রাগ না করা, এক কথায় এলাউ করা। শান্তা রুম্মানের নটাংকি গুলো রেসপন্স করা শুরু করল। রুম্মান বিয়ের দুই দিন পরই শান্তাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠালো।
টুকটাক চ্যাট হচ্ছে। অন্যদিকে নববধু সংসার স্বামীও মেন্টেন করছে। হানিমুন শেষ হতেই শান্তার সীমান্তের প্রতি ইন্টারেস্ট ০% এ চলে আসল। শুরু হলো ইগনোর ও মিস আন্ডারস্ট্যান্ডিং। মারাত্নক ভাবে সৎ সীমান্ত প্রতি রাতে স্ত্রীকে পেতে চায়, ভালোবাসতে চায় কিন্তু স্ত্রী কাছে আসতে দেয়না। তার মন পড়ে থাকে রুম্মানের কাছে। ঐদিকে রুম্মানেত স্ত্রী তিথিকেও ঠকানো হচ্ছিল। তিথিও রুম্মানকে পেতে চায় রাতে নিজের মতো করে, কিন্তু রুম্মান বিভিন্ন বাহানায় শহরের বাইরে থাকে। ঘরে থাকলেও ক্লান্তির বাহানায় এভয়ড করে। কাজের বাহানায় ড্রয়িং রুমে বসে শান্তার সাথে চিট চ্যাট করে।
মাঝখানে অনেক কাহিনী। দুইটি সুইট কাপল এর মধ্যে বিচ্ছেদ হলেও পরে তিথি ও সীমান্তের মধ্যে বিয়ে হয়। কিন্তু রুম্মান শান্তার মধু আহরণ করা পর অন্য ফুলের প্রতি মনোনিবেশ করে। একূল অকূল দুই কুলই হারায় শান্তা।
কথা সেটা নয়। কথা হলো শিরোনামে ফিরি। ভদ্র সীমান্ত যৌবনের তাড়নায় হালাল ভাবে বিয়ে করা বউ এর সাথে জোর করে সেক্স করলে কি মেরিটাল রেপ বলে গন্য হবে? আর পৃথিবীর সিংহভাগ মানুষ শান্তা আর রুম্মানের মতো। তাই মেরিটাল রেপড আইন প্রয়োগ হলে এটার গনহারে মিসইউজ হবে বলে আমার ধারণা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: কিন্তু পরকিয়া তো গোপনে চলেছে। পরে জানাজানি হওয়ার পর বিচ্ছেদ হয়েছে।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেক সময়ই কাজীর গরু কেতাবে থাকে গোয়ালে থাকে না।
আফসোস!
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: বড়ই আচানক।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫২
কামাল১৮ বলেছেন: আইন হলে তার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে।তবে আইনটি হওয়া দরকার।উন্নত বিশ্বে এই আইনটি আছে।এটা মানবাধিকারের সংজ্ঞায় পরে।একটা মানুষের না বলার অধিকার তার মৌলিক অধিকার।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশের মানুষ তো আইনকে মিস ইউজ করে। কাবিন এখন রীতিমতো ব্যাবসা।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৯
সোনাগাজী বলেছেন:
আমাদের সমাজে যেই বিশৃংখলা চলছে, ইহা মানসিক সমস্যায় পরিণত হয়েছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রেপ ইজ রেপ। সব ধরণের রেপ বন্ধ করা উচিৎ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক বলেছেন। কিন্তু একজনকে বিয়ে করে তাকে অন্যায় ভাবে কাছে আসতে না দেয়া কি ঠিক? কাছেই যদি আসতে না দেয় তবে সঙ্গীর লাইফ হেল করল কেন?
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫০
আরইউ বলেছেন:
গোফরান,
আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, হ্যাঁ, অবশ্যই ধর্ষণ বলে বিবেচিত হবে। এই বিষয়টা নিয়ে খুব একটা লেখালেখি হয়না; অনেকে মনে করে “ম্যারিটাল রেপ” আবার কী জিনিস! ভালো টপিক।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: ভাইয়া ধন্যবাদ।
আমি মনে করি কাউকে বিয়ে করে তারে ইগনোর করা তাও আবার অন্য জনের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে সেটাও অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিৎ।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৬
অহরহ বলেছেন: Spousal rape is a rape.............
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: ইয়েস বাট ইগনোরিং আ হালাল পার্টনার উইদাউট এনি রিজন অলসো আ ক্রাইম। দ্যাটস ব্রেক দ্যা হিউমিনিটি।
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩৯
আরেফিন৩৩৬ বলেছেন: উন্নত বিশ্বের উন্নত তামাশা। একজন স্বামী তার স্ত্রী-কে পেতে চাইবে তা যদি রেপই হয় তাহলে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বিয়ের অনুমতি দেয়া হোক। তাহলে যখন উনার মন চাইবে তখন থাকা যাবে। এটা বললে হাজীসাব নারী লোভী, হাজীসাব খারাপ লোক।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: স্ত্রীর যদি স্বামীকে পছন্দ না হয় তাহলে ডিভোর্স দিবে। স্বামী স্ত্রীর সম্পর্কও মেন্টেন করবে আবার ইগনোর ও করবে এটা আসলে ঠিক না।
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৫৮
চারাগাছ বলেছেন:
ধন্যবাদ গোফরান।
পড়লাম।সময় করে মন্তব্য নিয়ে আসবো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ চারাগাছ পড়ার জন্য।
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: পড়লাম।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০
নাহল তরকারি বলেছেন: বউ অসুস্থ, ক্লান্ত ও মাসিকের সময় যৌন মিলন করা ঠিক না। স্বাভাবিক অবস্থায় স্ত্রী যৌন মিলন করতে না চাওয়া কি প্রতারণার শামিল নয় কি?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: বউ অসুস্থ, ক্লান্ত ও মাসিকের সময় যদি স্বামী জোর করে তাহলে তা অবশ্যই রেপ।
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শান্তার মতো মেয়েরা বাঁশ বেশি খায়। এরা ভালো মানুষ চেনে না।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক।
১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনাদের মন্তব্যসহ পোস্টটাকে আরেকবার পড়লাম ।
ঠিক আছে, ধরে নিলাম এটা একটা অপরাধ।
এই অপরাধের বিচার করার জন্য আদালতে মামলা করবে কে?
সাক্ষী পাবে কোথায়?
কিভাবে এবার রায় হবে?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮
মোহাম্মদ গোফরান বলেছেন: এটাই তো বললাম। বাংলাদেশের মানুষ আইনের মিস ইউজ করে।
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৫
ধুলো মেঘ বলেছেন: পার্শ্ববর্তী দেশে তো ম্যারিটাল রেপ আইন আছে। সেখানে কি এর অপব্যবহার হয়? আমাদের দেশে আরো হবেনা। যদিও এই ফালতু আইন আমাদের দেশে কোন কাজেই লাগবেনা।
গোপনে একটা প্রশ্ন করি, ম্যারিটাল রেপের শিকার হয়না - এরকম কোন স্বামী বা স্ত্রী কি আদৌ আছে?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: অন্যদের ব্যাপারে জানিনা, তবে আমার বই হয়না এই ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩১
নতুন বলেছেন: কথা সেটা নয়। কথা হলো শিরোনামে ফিরি। ভদ্র সীমান্ত যৌবনের তাড়নায় হালাল ভাবে বিয়ে করা বউ এর সাথে জোর করে সেক্স করলে কি মেরিটাল রেপ বলে গন্য হবে? আর পৃথিবীর সিংহভাগ মানুষ শান্তা আর রুম্মানের মতো। তাই মেরিটাল রেপড আইন প্রয়োগ হলে এটার গনহারে মিসইউজ হবে বলে আমার ধারণা।
মেরিটাল রেপ is Rape.
চিট করলে তাকে ত্যাগ করাই ভালো।
@ ধুলো মেঘ:- স্বামী স্ত্রী হয়তো অনিম্ছা সত্তেও সেক্স করে। সেটা ম্যারিটাল রেপ না। স্বামীর জোরাজোরিতে অনিচ্ছা বা আগ্রহ না থাকা সত্যেও রাজি হওয়া, অবশ্যই কস্টের কিন্তু সেটার সাথে রেপের পার্থক্য আছৈ।
রেপের মাঝে শারিরিক/মানুষিক বল প্রয়োগে বাধ্য করার একটা বিষয় থাকে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ নতুন ভাই।
১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোরআন হাদিস মানলে এটা কোন রেপ না।
কোন স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে তবে স্ত্রী তার আহ্বানে সাড়া দিতে বাধ্য।
যদি সাড়া না দেয় তাহলে ফেরেস্তাগন এই নারীকে লানত দিতে থাকবে।
স্বামীর উপর আর কোন কথা নাই।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০১
মোহাম্মদ গোফরান বলেছেন: নতুন ভাই বলে দিসেন যা বলার।
১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০
নতুন বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোরআন হাদিস মানলে এটা কোন রেপ না।
কোন স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে তবে স্ত্রী তার আহ্বানে সাড়া দিতে বাধ্য।
যদি সাড়া না দেয় তাহলে ফেরেস্তাগন এই নারীকে লানত দিতে থাকবে।
স্বামীর উপর আর কোন কথা নাই।
বাধ্য বলা আছে, কিন্তু না রাজী হইলে জোর করে সেক্স করতে হবে এমনটা কি কোন হুকুম আছে?
ফেরেস্তারা লানত করবে সেটা নারী বুঝবে, কিন্তু স্বামীকে কি জোর করো সেক্সকরার অনুমুতি দিয়েছে ইসলাম?
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০১
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ নতুন ভাই।
১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩১
ধুলো মেঘ বলেছেন: নতুন, স্বামী যৌন অতৃপ্তিতে ভুগলে সেটা সংসারের অস্তিত্বের জন্য, সুখ শান্তির জন্য হুমকি। তাই স্ত্রীকে বাধ্য করা হয়েছে স্বামীর ডাকে সাড়া দিতে। কিন্তু স্বামীকে অনুমতি দেয়া হয়নি স্ত্রীর উপর জোর খাটানোর জন্য। জোর জবরদস্তি নিঃসন্দেহে গুনাহের কাজ।
ইসলামে স্বামীকে বলা হয়েছে স্ত্রীর দায়িত্ব নিতে, তাকে রক্ষা করতে, তার অধিকার পূরণ করতে - সেক্স করতে বলা হয়নি কোথাও। আর জোর জবরদস্তি ত আরো পরের ব্যাপার।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: সেক্স না করে কি কারো পক্ষে থাকা সম্ভব!
১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৩
নতুন বলেছেন: ধুলো মেঘ বলেছেন: নতুন, স্বামী যৌন অতৃপ্তিতে ভুগলে সেটা সংসারের অস্তিত্বের জন্য, সুখ শান্তির জন্য হুমকি। তাই স্ত্রীকে বাধ্য করা হয়েছে স্বামীর ডাকে সাড়া দিতে। কিন্তু স্বামীকে অনুমতি দেয়া হয়নি স্ত্রীর উপর জোর খাটানোর জন্য। জোর জবরদস্তি নিঃসন্দেহে গুনাহের কাজ।
ইসলামে স্বামীকে বলা হয়েছে স্ত্রীর দায়িত্ব নিতে, তাকে রক্ষা করতে, তার অধিকার পূরণ করতে - সেক্স করতে বলা হয়নি কোথাও। আর জোর জবরদস্তি ত আরো পরের ব্যাপার।
উপরে সাজ্জাদ ভাই বললেন যে এটা রেপ না তাই আমি উপরের প্রশ্নটা করেছিলাম।
ভাই ইসলাম ধর্ম পুরুষসমাজের ধর্ম তাই নারীর অধিকার পুরুষের দয়ায় চলে... ।
*স্বামী স্ত্রীকে মৃদু প্রহার করতে পারে।
*পুরুষ স্ত্রীর অনুমুতি ছাড়াই ৪ টি বিয়ে করতে পারে
* পুরুষ যতগুলি ইচ্ছা দাসী রাখতে পারে_ বিয়ে ছাড়াই তাদের সাথে সেক্স করতে পারে
* পুরুষ ইচ্ছা করলেই যেকোন স্ত্রীকে তালাক দিতে পারে ( তাদের পাওনা সোধ করে)
* স্ত্রী ইচ্ছা করলেই স্বামীকে তালাক দিতে পারেনা
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই ইসলাম ধর্ম পুরুষসমাজের ধর্ম তাই নারীর অধিকার পুরুষের দয়ায় চলে... ।
২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৫
নতুন বলেছেন: লেখক বলেছেন: ভাই ইসলাম ধর্ম পুরুষসমাজের ধর্ম তাই নারীর অধিকার পুরুষের দয়ায় চলে... ।
সবাই বলবে ইসলাম নারীকে সবোচ্র্চ সন্মান দিয়েছে।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৩
রানার ব্লগ বলেছেন: দ্রুত তাদের বর্তমান সম্পর্ক থেকে বেড়িয়ে আসা উচিৎ।