| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে বিজ্ঞ মানুষদের সাথে ছোট্ট একটা হোটেলে বসেছিলাম।
আমাকে পরোটা সাধা হলেও তা খেতে মানা করলাম,শুধু চা টাই নিলাম।
অবশ্য তখন পেটের ক্ষুদা ছিলো না,
না ছিলো শারীরিক ক্ষুদা,
ছিলো ভালোবাসার ক্ষুদা,
মন খুলে কথা বলবার ক্ষুদা।
বিজ্ঞজন তার প্রেমিকার সাথে মধুর সুরে মোলায়েম ভাষা তে কথা বলে যাচ্ছে অবিরাম।
আর আমি তার দিকে মুগ্ধ দৃস্টি তে তাকিয়ে আছি।
অনেকদিন কাজলের সাথে মন খুলে কথা হয় না,একসাথে বসে চোখে চোখ রেখে কথা বলা হয় না।
এমন সময় আরেক বিজ্ঞ ব্যাক্তির আবির্ভাব।
তিনিও প্রথম বিজ্ঞ ব্যাক্তির টাকায়ই খাবেন অবশ্য।
একটু পর নোকিয়া মোবাইলের চিরচেনা রিংটোন কানে এলো।
ফোন টা তুললো ২য় বিজ্ঞ ব্যাক্তি।
তার প্রেমিকা ঘুম থেকে উঠেই ফোন দিয়েছে।
মিস্টি কথাবার্তা শেষ হতে হতেই দেখি আমার চা জুড়িয়ে গেছে।
কি আর করবো।একটু খুশি খুশি মন আর আশা নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরলাম।
©somewhere in net ltd.