| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগিং এর হাতে-টাইপিং নাহোল নিকে শুরু হলেও আমার ব্লগিং উপভোগ যেটা বুঝায় সেটা করেছি প্লিওসিন অথবা গ্লসিয়ার নিকে। ব্লগিং নিয়ে যতটুকু আবেগ, অনুভুতি জড়িত পুরোটাই আমার প্লিওসিন নিককে ঘিরে। সমস্যা হচ্ছে ঐ নিক পরে খোলার কারণে ওই নিকের ইমেল আইডি, পাসওয়ার্ড কোনটাই কোনভাবেই উদ্ধার করা একপ্রকার অসম্ভব। পাসওয়ার্ড পরিবর্তনজনিত সমস্যা জনিত নোটিশ বোর্ডে ইমেল জানিয়ে দেওয়ার ব্যবস্থাও মনে কোন রূপ আশা জাগ্রত করেনি। কারণ, ইমেল জানালেও ওই ইমেল উদ্ধার করা সম্ভব না। ফলশ্রুতিতে একপ্রকার নিজের ভার্চুয়াল মৃত্যুর বেদনার সামনে দাঁড়িয়ে আছি - এমন অনুভুতি সৃষ্টি করছে। ফিডব্যাকে সমস্যা জানিয়েছি, যদিও বুঝতেছিনা আদৌও অন্য কোনভাবে পাসওয়ার্ড পরিবর্তন কিভাবে সম্ভব হবে?
যদিও অনেকদিন ব্লগিং করা হয়না, তবুও পুরাতন ব্লগার, নিকের পুরাতন লেখা, প্রিয়তের পোস্ট, অনুসারিত ব্লগার এবং ব্লগকে ঘিরে আবেগ এবং ভালোবাসা ওই নিককেন্দ্রিক ছিল। প্রচুর ব্লগারদের সাথে মিথস্ক্রিয়াও মধুময় অতীত। স্মৃতি এবং অনুভুতির জায়গাটা হারিয়ে গেলে মন খারাপ লাগবে, এমনকি একপ্রকার মন খারাপ থেকেই পোস্টটা লেখা।
আশা করি - নিকটাতে লগিন করা কোন না কোনভাবে সম্ভব হবে।
২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:১৭
নাহোল বলেছেন: ফিডব্যাকে মেইল করেছি, দেখা যাক কি হয়।
ধন্যবাদ, অনেকদিন পর দেখলাম আপনাকে।
২|
২৮ শে মে, ২০১৬ সকাল ৯:০০
রোয়ানু বলেছেন: আমার আহলান নিকটা কি পুনরায় জীবন দান করা সম্ভব? এই সম্মানিত পোষ্ট দাতার মতোন আমারো একই মিনতি এডমিনের কাছে ..... দু বার ফিডব্যাকে সমস্যাও জানিয়েছি, কোন সুফল এখনো পাইনি। রোয়ানু নিকে যে পোষ্ট দিচ্ছি, সেটাও প্রথম পাতায় জায়গা পাচ্ছে না ....কে পড়ছে না পড়ছে, কিছুই বুঝি না ... অনেক পোষ্ট দাতা আছেন এতো বড় ব্লগে, আমার মতো দুই একটা ব্লগার না থাকলে এই ব্লগের কিছুই যাবে আসবে না .... হয়তো তাই কোন সুরাহা পাইনা ....
আহলান
২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:১৯
নাহোল বলেছেন: দ্রুত ব্যবস্থা নেয়া হোক। শুভকামনা আপনার জন্য।
৩|
২৮ শে মে, ২০১৬ সকাল ৯:৪০
হাসান মাহবুব বলেছেন: হয়ে যাবে আশা করি। নোটিশবোর্ডের পোস্ট দেখো।
২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:১৯
নাহোল বলেছেন: পড়েছি। ফিডব্যাকে মেইলও করেছি। উপরের কমেন্ট দেখেন। আশা ক্ষীণ ![]()
৪|
২৮ শে মে, ২০১৬ সকাল ১০:০৪
রাফা বলেছেন: সমাধান'তো হবে বললো।আশা করি ফিরে পাবেন।
২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:২৫
নাহোল বলেছেন: ধন্যবাদ রাফা ভাই। আপনাকে দেখে ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৬ সকাল ৮:৫৯
সুমন কর বলেছেন: ব্যবস্থা নেয়া হোক।