| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ্মীছাড়া
রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ধে আমৃত্যু চলে আমার চেষ্টা আমি ঈশ্বরের একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বর্গের প্রত্যাশা ছেড়ে তার মুখোমুখি আমি এমন জাতিয়তাবাদী, সতীত্ব রাখতে ভগবানের রক্ত দিয়ে খেলি হোলি আমি এমন বাঙ্গালী, আব্দুল হাকিমের মতো বলি তোদের জন্ম আমি না জানি।
শহরের সবচেয়ে ধর্মান্ধ পুরুষটাও একদিন প্রেমের মহাত্তত্ব বুঝে নিয়ে প্রেমিক পুরুষ হবে। প্রেম-মহার্ণবে স্নান সেরে নিজেই রাধার গলায় জড়িয়ে দিবে শতাব্দির অন্যতম প্রেমমাল্য। পরমাত্মার স্তুতি ছেড়ে কঙকাবতীর জন্য লিখে যাবে অবিস্মরনীয় মহাকাব্য।
এই ধর্মান্ধ পুরুষ একদিন শহরের প্রধাণ সড়কে রজনী গন্ধা-কৃষ্ণ চূড়া আর তোমার যতো প্রিয় ফুলের বরণ ডালা হাতে সকাল-সন্ধ্যা দাড়িয়ে থাকবে তুমি-আমি প্রেমিক যুগলের মত সহস্র যুগলকে উষ্ণ অভ্যর্তনায় বরণ করে নিবে বলে।
স্মিত হাস্যে তোমার আমার মুখে ছুড়ে দিবে ফুল-চন্দন!
তুমি ভয় পেয়ো না প্রিয়তমা,.…
তুমি ভয় পেয়ো না প্রিয়তমা,
একদিন আশ্বিণী শুক্লা নবমীতে
সমস্ত দেব-দেবীরে আমৃত্যু প্রত্যাখ্যানের ঘোষণা মাইকে দিয়ে সেই সাঁজাবে অনিন্দ্য প্রেমমন্ডপ। একদিন দেব মন্দির ছেড়ে সেই হয়ে উঠবে প্রেমতীর্থস্থানের মহান্বয় মহান্ত।
তুমি ভয় পেয়ো না প্রিয়তমা…
একদিন বড়ুই-দোয়েল-শালিক কুমড়োর ডগা আর দাঁড়কাক আর হেলেন্চার গাঢ় সবুজের সাথে নিশ্চিত হবে তার অপরিমেয় উদার বন্ধুত।
তুমি ভয় পেয়ো না প্রিয়তমা…
তুমি যে নিষিদ্ধ প্রেম কাব্য লিখো
সেই হবে তার একমাত্র প্রকাশক।
পৃথিবীর সমস্ত প্রেমিক যুগলের স্বপ্ননীড়ের
সেই হবে একমাত্র বাড়ুই।
তুমি ভয় পেয়ো না ;
একদিন সেই হবে পৃথিবীর একমাত্র সাম্যবাদী পরুষ
পতিতালয়ের বিপরীতে সেই খোলে দিবে প্রাচ্যের প্রথম
পতিত আলয়।
তুমি ভয় পেয়ো না প্রিয়তমা আমার
একদিন নিদ্রাহীন নিশিতে রাজ্যের সমস্ত প্রেমিক-প্রেমিকের
সেইই হবে অনন্য গল্প কথক।
তুমি স্বপ্ন রেখো প্রিয়তমা চোখের মণিতে , ভোর হবে নিশ্চিত।
আধারে আবৃত থাকে না সারা বছর পৃথিবীর কোনো অঞ্চল।
০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
লক্ষ্মীছাড়া বলেছেন: আমার কেনো জানি মনে হয় দাদা, এই অসম্ভব ক্ষমতার একমাত্র অধীকারীনি এই আকাশলীনা .।.।।
২|
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আধারে আবৃত থাকে না সারা বছর পৃথিবীর কোনো অঞ্চল
কথাগুলো বেশ বলেছেন। নিরেট সত্য।
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৯
লক্ষ্মীছাড়া বলেছেন: ধন্যবাদ দাদা।
ভালো থাকার শুভকামনা ।
৩|
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমি ভয় পেয়ো না প্রিয়তমা আমার
একদিন নিদ্রাহীন নিশিতে রাজ্যের সমস্ত প্রেমিক-প্রেমিকের
সেইই হবে অনন্য গল্প কথক।
চমৎকার কবিতা লিখেছেন
০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৩
লক্ষ্মীছাড়া বলেছেন: ধন্যবাদ দাদা, পাশে থাকার ভালোথার শুভকামনা ।
৪|
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬
আমিনুর রহমান বলেছেন:
+++
০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৪
লক্ষ্মীছাড়া বলেছেন: থ্রি প্লাসের জন্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। শুভকামনা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: তুমি স্বপ্ন রেখো প্রিয়তমা চোখের মণিতে , ভোর হবে নিশ্চিত।
আধারে আবৃত থাকে না সারা বছর পৃথিবীর কোনো অঞ্চল।
সুন্দর কবিতা।+++ এটাকি আসলে ই সম্ভব। কো ধর্মান্ধ কি এমনি করে প্রেমকি হতে পারবে। তাকে প্রেমিক করে তোলার পেরণা কি দেবে কোন এক আকাশলীনা ।