নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুড্ডির পাইলট; বিমানের না।।

তুমি আমি সে

বহুপথ হেঁটে আমি বড় ক্লান্ত; দোর খুলে নেমেছি সেই কবে তোমার দুয়ারে দাঁড়াব বলে.

তুমি আমি সে › বিস্তারিত পোস্টঃ

সিগনাল পয়েন্টে

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭

- ২০ মিনিট ধরে অপেক্ষা করছি। বাসে উঠতে পারছিনা।
- আমিও ৩০ মিনিটে’র বেশি সময় ধরে এইখানে বাসের জন্য দাড়িয়ে আছি।
- কেন? আপনি তো ছেলে মানুষ। ইচ্ছা করলেই জাম্প মেরে বাসে উঠতে পারেন।
- নাহ্; পারি না। ইচ্ছা শক্তি নেই।
- আচ্ছা এখান থেকে সিএনজি পাওয়া যাবে?
- কোথায় যাবেন?
- মিরপুর-১।
- ওহ্। না পাওয়া সম্ভবনাটা বেশি।
- আপনি কোথায় যাবেন?
- যাবো, আপনার ওদিকেই। এই শহরে বাসে উঠতে হলে প্রয়োজন অনেক বেশী পেশীশক্তি। দৌড়ের দক্ষতা এবং সূক্ষ্ণ ইনটুইশন ক্ষমতা। আপনার আছে এগুলো? যদি থাকে তাহলে আপনি বাসে উঠতে পারবেন।
- গ্রামে স্কুলে পড়ার সময় এবার দৌড়ে প্রতিযোগীতায় প্রথম হয়েছিলাম। পুরুস্কার পেয়েছিলাম। কিন্তু এখন তো আর দৌড়াতে পারি না। আর নাহ আছে অনেক বেশী পেশীশক্তি আর সূক্ষ্ণ ইনটুইশন।
- তাহলে তো আপনার কিছুই নেই। আপনি মনে হয় পারবেন নাহ্।
- বাসে উঠবেন? চলেন সিগনাল পয়েন্টে যাই।
- হ্যা; চলেন।

সিগনাল পয়েন্টে যাওয়ার আগেই বিআরটিসির একটা ফাকা দোতালা বাস হুহু করে ছুটে আসছে। কথা ছাড়াই লাফিয়ে উঠে পরলাম।

- ধন্যবাদ আপনাকে। আপনার এখানে বসলাম।
- ঠিক আছে বসেন। ধন্যবাদের কি আছে।
- আমার নাম ফাহমিদা মৌ। আপনার নাম?
- লিমন।
- কি করেন আপনি?
- তেমন কিছু নাহ্। আপনি কি করছেন?
- বিবিএ শেষ করে, এমবিএতে ভর্তি হয়েছি। এখন সিএ করবো। অনেক চেষ্ঠায় আছি সিএ করার জন্য।
- ওহ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবেন তাহলে?
- হ্যা; হতে চাই খুব ইচ্ছে। অনেক স্বপ্ন আছে।
- চেষ্টায় থাকেন হয়ে যাবেন ইনশাআল্লাহ।
- আপনি কি করেন?
- এইতো জব করি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট’এ; মানে আপনার ওই সিএ ফার্মে।
- তাই; তাই নাকি!! আশ্চর্য তো।
- এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই তো।
- প্লিজ? আপনার ফোন নম্বারটা দেবেন?
- ইমেইল নম্বারটা রাখেন। লিংকডইন’এ পাবেন। সবসময় আমি একটিভ থাকি। আর হ্যা বাসটি কিন্তু মিরপুরের দিকে যাবে না; গাবতলী যাচ্ছে। মনে করে টেকনিক্যাল মোড়ে নেমে পড়েন।
- কি?
- হ্যা, নেমে বাকিটা পথ লেগুনাতে যাবেন। বাই; আল্লাহ হাফেজ।
- আল্লাহ হাফেজ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.