| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকাতে মানুষ বড় বিচিত্র ভাবে বেঁচে থাকে। নিয়মিত ঢাকার রাস্তার ঘুরে বেড়ানোর কারণে এই রকম অনেক কিছু আমার চোখে পড়ে। সেগুলো দেখে মনে হয় মানুষ কত ভাবেই না টিকে রয়েছে এই ঢাকাতে। আমার চলাচলে একটা নিয়মিত রুট হচ্ছে এফডিসি থেকে মগবাজার যাওয়ার রাস্তা। এই রাস্তায় বেশ ভালই জ্যাম পরে থাকে সব সময়। তাই এখানে অপেক্ষা করে থাকতে হয়। আমি সাইকেল চালালেও ফুটপাথে উঠতে আমার ইচ্ছে করে না। পারতপক্ষে আমি উঠিও না। অন্যান্য গাড়ির সাথেই সিগনালে অপেক্ষা করি। এই সময়েই নানান জিনিস আমার চোখে পড়ে। এই রাস্তায় তেমনই একটা ব্যাপার আমার চোখে পড়েছে।
এই রাস্তার মাঝামাঝি একটা জায়গায় ফুটপাতের একটা অংশ থেকে পানি বের হত। হয়তো পাইপে কিংবা ড্রেনে কোন একটা সমস্যা ছিল। সেটা সম্ভবত ফেটে গিয়েছিল। সেই ফাঁটা বা লিকের অংশ দিয়েই পানি বের হয়ে আসতো এবং কিছুটা অংশ রাস্তার উপরে দিয়ে অতিবাহিত হত সেই পানি তারপর আবারও ফুটপাতের অন্য এক অংশ টিকে আবার ঢুকে পড়ত। পুরো রাস্তার অন্য কোথাও পানি নেই কেবল এই অল্প অংশে পানির প্রবাহ চলত নিয়মিত। এটা ড্রেনে ময়লা পানি না। দেখে পরিষ্কার পানিই মনে হত। এমন দৃশ্য অবশ্য নতুন না ঢাকার জন্য। প্রায়ই আপনাদের চোখে পড়ার কথা। তবে এটা আলাদা ভাবে মনে রাখার কারণ হচ্ছে, এই পানি দিয়ে বেশ কয়েকজন মানুষ নিয়মিত গোসল করত। যেখানে দিয়ে পানিটা আবার ফুটপাতের ড্রেনের ভেতরে ঢুকে যায় ঠিক সেই অংশ মাটি দিয়ে একটা ছোট বাঁধ তৈরি করত। সেখানে কিছুটা পানি জমে যেত। এরপর সেই পানি থেকেই মগে করে পানি নিয়ে রাস্তার পাশে বসেই গোসল সেরে নিত মানুষ। এই মানুষগুলো মূলত এই রাস্তায় থাকে। এখানে রান্নাবান্না এখানেই ঘুমায় এবং এখানেই গোসল। ছেলে বৃদ্ধ মহিলা, দুপুরের পরে যখনই আমি এই রাস্তায় দিয়ে যেতাম কাউকে না কাউকে গোসল করতে দেখতাম। রাস্তা দিয়ে এতো মানুষ যাচ্ছে সেদিকে তাদের কোন ভ্রুক্ষেপ থাকত। পিচ্চিগুলো যখন গোসল করতো তখন ওরা পানি দিয়ে খেলাও করত। আমরা যখন ছোট বেলায় কলপাড়ে গোসলের সময়ে পানি আটকে খেলা করতাম ঠিক সেই ভাবে। এরা এভাবেই বড় হয়ে হচ্ছে।
সম্প্রতি সময়ে এই রাস্তার ফুটপাতটা সংস্কার করা হয়েছে। গত সপ্তাহে আমি যখন আবার এই রাস্তা দিয়ে গেলাম তখন দেখতে পেলাম সেই পানি আর বের হচ্ছে না। যেই লিক বা ফাঁটল ছিল সেটা সম্ভবত ঠিক ক্রএ ফেলা হয়েছে। আর পানির সমস্যা নেই। ঠিক সেই সময়েই আমার সেই মানুষগুলোর কথা মনে পড়ল। আচ্ছা, এখন ওরা কিভাবে গোসল করছে? সেই পিচ্চিগুলো কিভাবে পানি দিয়ে খেলা করছে!
Pic source
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৬
অপু তানভীর বলেছেন: অনেকেরই একই মনভাব।
২|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৫
ভুয়া মফিজ বলেছেন: মানুষ যে কোনও পরিস্থিতির সাথে দ্রুত এডাপ্ট করতে পারে। ভাসমান মানুষরা তো আরো দ্রুত। কাজেই কোন না কোনভাবে তারা তাদের প্রাত্যাহিক কাজগুলো করবেই। এই বিষয়ে বেশী কৌতুহল থাকলে আপনি আশেপাশের মানুষগুলোকে জিজ্ঞেস করে দেখতে পারেন।
পদ্মা ব্রীজ চালু করার সময়ে ঠিক এই ধরনের প্রশ্ন মানুষ করতো, আপনার মনে আছে নিশ্চয়ই!!!! অনেককেই তখন প্রশ্ন করতে শুনেছিলাম, যারা আগের জীবন-যাপনের সাথে, জীবিকার সাথে সম্পর্কিত ছিল......তারা এখন কি করবে?
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৯
অপু তানভীর বলেছেন: তা তো অবশ্যই। মানুষ হচ্ছে জগতের সব থেকে ফ্লেক্সিবল প্রাণী। সব পরিবেশ পরিস্থিতির সাথে তারা যত সহজে খাপ খাওয়াতে পারে সেটা আর কোন প্রাণী পারে না। অন্যান্য প্রাণী তো নিজেস্ব পরিবেশ বদলে গেলেই বিলুপ্ত হয়ে যায়!
জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে। তবে তাদের কাছে গিয়ে যদি বলি আগে আপনারা এখানে গোসল করতে এখন কোথায় করেন তবে ব্যাপারটা কেমন হবে ভাবছি!
৩|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৯
ভুয়া মফিজ বলেছেন: তবে তাদের কাছে গিয়ে যদি বলি আগে আপনারা এখানে গোসল করতে এখন কোথায় করেন তবে ব্যাপারটা কেমন হবে ভাবছি! কিছুই হবে না। তারা ঢাকার রাস্তার বিভিন্ন পাগল দেখে অভ্যস্ত। একটা চওড়া হাসি দিয়ে আপনাকে উত্তর দিবে...........এই আর কি!!!! ![]()
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩২
অপু তানভীর বলেছেন: এটা অবশ্য একেবারে ভুল বলেন নাই। তবে একেবারে যে অবাক হবে না সেটা কিন্তু বলা যাবে না। তারা পাগল দেখে অভ্যস্ত বটে কিন্তু শার্ট, প্যান্ত আর চশমা পরা পাগল তাদের সামনে খুব একটা আসে বলে মনে হয় না! ![]()
৪|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৩
সুলাইমান হোসেন বলেছেন: আমি যদিও ঢাকায় থাকি,কিন্তু কোলাহল পছ্ন্দ করিনা,ফাঁকা নির্জন,নিরিবিলি জায়গা আমার প্রথম পছন্দ,কিন্তু ঢাকায় গ্রামের থেকে ইদানিংভালো লাগছে ![]()
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৪
অপু তানভীর বলেছেন: ঢাকায় থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে। এটা অভ্যাসের পরিণতি বলতে পারেন। আমিও সারাজীবন নির্জনতা পছন্দ করে এসেছি। এখন ঢাকায় থাকি বারো মাসই। অভ্যাস হয়ে গেছে বলা যায়!
৫|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩১
সুলাইমান হোসেন বলেছেন: এখন হয়ত তারা গোসল করার জন্য বিকল্প কোনো ব্যাবস্তা করে নিয়েছে,
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৫
অপু তানভীর বলেছেন: তা তো করে নিবেই। নিতে হবে। কিন্তু মাঝে মাঝে আমি সেই পিচ্চিদের যে পানি নিয়ে খেলা করতে দেখতাম সেই খেলা কি এখন করতে পারবে! এটাই জানার কৌতুহল!
৬|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঢাকামুখীতা কমানো গেলে এই মানুষগুলো নিজের গ্রামেই কিছু করে খেতে পারত। আমার সব সময় ফ্লাইওভারের নীচে পাতা সংসারগুলো দেখতে খারাপ লাগে। কত নোংরা পরিবশে! একই সাথে কুকুরও ঘুমায়, বাচ্চারাও ঘুমায়...
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৭
অপু তানভীর বলেছেন: এই ঢাকামুখীতা কমানোর কথা সবাই বলে কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। জীবিকার যত ব্যবস্থা ঢাকায় আছে আর কোথাও নেই এবং সত্যি বলতে এটা সম্ভবও না। মানুষকে ঢাকায় আসতেই হবে বেঁচে থাকার জন্য।
৭|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৭
ভুয়া মফিজ বলেছেন: তারা পাগল দেখে অভ্যস্ত বটে কিন্তু শার্ট, প্যান্ত আর চশমা পরা পাগল তাদের সামনে খুব একটা আসে বলে মনে হয় না!
তা হয়তো আসে না, তবে তারা ঢাকার রাস্তায় যে কোন সময়ে যে কোনও চমক দেখার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে। কাজেই অবাক হবে না। বড়জোর আপনাকে প্রশ্ন করতে পারে.............ক্যান, আপনে কি নাহাইবেন? ![]()
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৫
অপু তানভীর বলেছেন: এই প্রশ্ন করতে পারে না, করবেই। তারা জানতে চাইবে আমিও গোসল করবো কিনা। লোকজন না থাকলে একবার চেষ্টা করে দেখা যাইতো যে গোসল দিয়ে কেমন লাগে ! ![]()
৮|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৩
সুলাইমান হোসেন বলেছেন: লেখক বলেছেন। এটা অভ্যাসের পরিণতি বলতে পারেন। আমিও সারাজীবন নির্জনতা পছন্দ করে এসেছি। এখন ঢাকায় থাকি বারো মাসই। অভ্যাস হয়ে গেছে বলা যায়!
অভ্যনসের কারনেই চোর চুরি ছাড়তে পারেনা,পকেটমার পকেটমারি ছাড়তে পারেনা,ভিক্ষুক ভিক্ষাবৃত্তি ছাড়তে পারেনা,আর ঢাকাইয়ারা ঢাকা ছাড়তে পারেনা।মানুষের প্রকৃতি বা ফিতরত অভ্যাসের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত এবং কানেক্টেড বলে আমার মনে হয়।আমিও অভ্যাসের কারনে অন্য কোথাও যেতে ভালো লাগেনা
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৬
অপু তানভীর বলেছেন: সবার বেলাতেই এমন।
তবে ঢাকায় থাকার ব্যাপারে অভ্যাসের সাথে অর্থনৈতিক কারণও জড়িত। এখানে যেভাবে আয় রোজগার হয় অন্য কোথায় এটা সম্ভব না।
৯|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২১
একজন নিষ্ঠাবান বলেছেন: সময়ের সংগে সবকিছুই বদলায়।
১০|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক পয়সা থাকলে ঢাকা ভালো না থাকলে গ্রাম বা ছোট শহর ভালো।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: শৈশব ঢাকায় কাটলেও এখন ঢাকা থেকে দূরে থেকেই সাচ্ছন্দ বোধ করি।