| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি সরিফুদ্দিন পোলারে লই আইছো ।
: কোন ক্লাশে উঠছস?
: ক্লাশ ফাইভে।
: উঠাই লাভ কি ? বাপের ক্ষেতে হালইতো ধরবি।
: দেও সরিফুদ্দিন টিপ সই দেও।
: বাজান খাড়াও! আজকেই তোমার পরিক্ষা! নেও এহন সই কর।
: চাষার পোলা মাষ্টার হইছে। দেন সার দেন।
:................
গুডলাক বল পেন এর এডস এটি।
কি সুন্দর! চাষার পোলা সব মাষ্টার হয়ে গেলে, দেশের অনেক উন্নতি হবে। দেশ এগিয়ে যাবে, ডিজিটাল স্কয়ার হবে। চাষারা খুব খারাপ জাতী, ঘুন্য পেশা, মূর্খদের পেশা, অজাতদের পেশা, এরা চরম খারাপ, এই পেশায় থাকা যাবেনা সবাইকে এই পেশা ছেড়ে মাষ্টার হতে হবে।
আচ্ছা সবাই মাষ্টার হলে চাষ করবে কে? মাঠে সোনালী ফসল কে ফলাবে? রবি শষ্য, শাক, সবজি, ডাল, পেয়াজ, মরিচ, রসুন, কে ফলাবে? নাকি এইগুলার কোন প্রয়োজন নেই? আমরা এইগুলা ছাড়াই চলতে পারবো!
প্রতিটা ক্ষে্ত্রেই বিজ্ঞাপনের ভাষাই বলুন আর সাহিত্যিকের কলমে বলুন কিংবা সাংবাদিকের পত্রিকায় বলুন সবাই একেযোগে প্রতিযোগীতা নিয়ে নেমেছে কৃষককে চাষা বলার জন্য। কেন? এই পেশা কি খুব খারাপ? এরা কি চোর ডাকাত নাকি দূর্নিতীবাজ? এরা কি চাষাবাদ করে সমাজের খুব ক্ষতি করছে যে এদের কে এইভাবে পচাতে হবে? আর এখন স্যাটেলাই চ্যানেলে এডস দিয়ে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে যেন কেউ আর চাষা না হয়।
এই জন্য দেখা যায় আমাদের দেশে ডাক্তারি পড়ে মানুষ ডাক্তারি করে , ইঞ্জিনিয়ারিং পড়ে মানুস ইঞ্জিনিয়াং করে কিন্তু কৃষি শিক্ষার ডিগ্রি আর ডিপ্লোমাই বলুন এইগুলো করার পরে কোন শিক্ষার্থী মাঠে যায় না চাষ করার জন্য। কেনইবা যাবে । তাকে গেলে তো ডাক্তার ইঞ্জিনিয়ারদের মত সন্মান জনক ভাবে কেউ ডাকবে না ডাকবে চাষা বলে।
এখনই সময় এইসব বাদ দেওয়ার না হলে একদিন ডাকডোল পিটিয়েও কাউকে এই পেশার আনা যাবে না। তখন কি হবে। খাদ্য দ্রব্যের দাম কোথায় উঠবে? একটু ভেবে দেখবেন কি কর্তৃপক্ষরা?
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩০
ভয়েস অব মাহাবুব বলেছেন: ভাই আপাকেও ধন্যবাদ।
২|
০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃষি আর কৃষক দেশের প্রাণ! তাদের এরকম হীন উপস্থাপন নিন্দনীয়।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৭
ভয়েস অব মাহাবুব বলেছেন: ঠিক, কিন্তু কর্তারা তা বুজেনা।
৩|
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২
খেলাঘর বলেছেন:
এখন শতকরা জন কৃষিতে, তাকে ১০ জনে নিয়ে আসা সম্ভব, হতে হবে শিক্ষিত চাষী
৪|
১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৭
কলমের কালি শেষ বলেছেন: ভালো উপলব্ধি । এইরকমই হওয়া উচিত ।
৫|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৫
ভয়েস অব মাহাবুব বলেছেন: কলমের কালি শেষ ভাই, সবারই এই রকম উপলব্ধি হওয়া প্রয়োজন।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: আঞ্চলিক ভাষায় উত্তর দিলে; একটু তলায় হাত দিলে দেখা আমাদের পূর্ব পুরুষ কোন না কোন সময় কৃষি কাজ করেছে, আর তথন তারা করত পেটের দায়ে এর এখন এটা একটা শিল্প।
ধন্যবাদ আপনাকে বিষয়টি সুন্দর এবং সাবলীল ভাষায় সাবার সামনে নিয়ে আসার জন্য।