| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্যাসের মূল্য বৃদ্ধি: গত (৩০.০৯.২০১৪ ইং) পেট্রোবাংলা বাসা বাড়ীর গ্যাস এর মূল্য বৃদ্ধির একটি প্রস্তাব সরকারকে দিয়েছে। দুই চুলা ১০০০.০০ টাকা বর্তমানে ৪৫০.০০ টাকা, গ্যাসের দাম বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরে পেট্রোবাংলা চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, “অন্যান্য দেশে গ্যাসের যে মূল্য সে তুলনায় আমাদের কম। দাম কম হওয়ায় বিতরণ কোম্পানিগুলিও মার খাচ্ছে। তাই মূল্যবৃদ্ধি করতে হবে।” বাহ কি সুন্দর যুক্তি! কিন্তু কোন কোন দেশে দাম বেশী তিনি কিন্তু তা বলেননি। যদি ধরে নিই ইউ.ইস , ইংল্যান্ড কিংবা ইউরোপের সব দেশ। কিংবা আরব দেশ গুলো তবে বলতে চাই কয়েকটি কথা ১. তাদের গড় আয় কি আমাদের মত? ২. তাদের গ্যাস উৎপাদন এর পরিমান কি আমাদের মত?
ইউরোপের গড় আয় সর্বচ্চ ১,৩২,১৭৭ $, ইউ.এস এর গড় আয় ৫৩,০০১ $ , ইংল্যান্ড এর গড় আয় ৪৩,৮৩০ $, চিন ৯,১০০ $, ইন্ডিয়া ৩,৯০০ $, পাকিস্তান ২,৯০০ $, আর আমাদের গড় আয় ১০৪৪ $.
আরব দেশ গুলোর বেশীর ভাগ দেশেই তাদের জনগনের প্রত্যেককে প্রতি মাসে তেলের টাকা ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেয় আর আমাদের দেশের গ্যাস আমাদেরকে চড়া মূল্য দিয়ৈ কিনতে হয়। কিন্তু এর কোন প্রতিবাদ নেই হবে না হচ্ছেওনা, আমরা সব কিছুই মেনে নিউ, নিব, নিচ্ছি। এভাবে আর কত দিন?
গ্যাস এর দাম বাড়লে বাড়ী বাড়াও বাড়বে, গ্যাস দ্বারা তৈরী সমস্ত পন্য এর দামও বাড়বে, আর এইগুলো সব বহন করতে হবে আমাদের। তাই আসুন সবাই প্রতিবাদ জানাই, মেনে নেওয়ার দিনকে বিদায় জানাই।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩২
ভয়েস অব মাহাবুব বলেছেন: ভাই দূর্ভোগতো লেগেই আছে, এটার কি শেষ হবেনা?
২|
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০০
ঢাকাবাসী বলেছেন: গ্যাসের দাম দুই চুলার জন্য ৫০০০ টাকা করলে কি চু করার আছে?
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬
ভয়েস অব মাহাবুব বলেছেন: কেন নাই? যদি আমাদের সবকিছুতে ট্র্যাক্স বসানো হয় যেমন ধরুন মোবইল, টিভি, ফ্রিজ এর জন্য প্রতি বছর বছর লাইসেন্স করতে হবে যেমন গাড়ীর জন্য লাগে, আবার ধরুন রাস্তায় হাটার জন্য ট্র্যাক্স ইত্যাদি বসানো হয় তাহলে কি কিছু করার ইচ্ছা হবেনা? না চুপি চুপি মেনে নেবেন?
৩|
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
শামীম অাহেমদ বলেছেন:
সরকারী অফিসারদের তো ভাই বেতন ডাবল হচ্ছে। আমরা আম-জনতা মরব। আমরা মরলে তো সরকারের কিছু না
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪
নীল আকাশ ২০১৪ বলেছেন: এ সরকার জনগণের ভোটের তোয়াক্কা করনা, তাই তারা যা চাইবে, তা বিনা বাক্যব্যয়ে মেনে নিতে হবে, নইলে কপালে দুর্ভোগ আছে।