নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভিন্নমত

ভয়েস অব মাহাবুব

ভয়েস অব মাহাবুব › বিস্তারিত পোস্টঃ

ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিক শিক্ষার অভাব ও বিদ্যালয়ে মুসলিম শিক্ষকদের অনুপাত আগের চেয়ে অনেক কম:

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪২

ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিক শিক্ষার অভাব ও বিদ্যালয়ে মুসলিম শিক্ষকদের অনুপাত আগের চেয়ে অনেক কম: এ ব্যাপারে একজন হিন্দু শিক্ষীকা বলেছেন আমরা ছাত্রছাত্রীদেরকে নামাজ পড়তে যথেষ্ট শিক্ষা দিয়ে থাকি! কিন্তু আসলে নৈতিক শিক্ষা মানে নামায নয় আর সেটা শুধু মুসলিম ছাত্রদের দরকার তাও নয় এটা সকল ধর্মের ছাত্রছাত্রীদেরই দরকার। মুসলমানের ছেলেরা যে নৈতিক মূল্যবোদ শিক্ষা পাওয়া উচিত সেটা শেখানোর অবদান নিশ্চই মুসলিম শিক্ষকদের বেশী। এখন আমি মুসলিম হিসেবে বলবো আমার ধর্মে নৈতিকতা কিভাবে অর্জন করতে হবে সেটা খুব সুন্দর ভাবেই বলা আছে। আর এই ব্যাপারে নিশ্চই আপনি একমত হবেন যে ইসলাম ধর্ম সম্পর্কে একজন অমুসলমান থেকে একজন মুসলমান বেশী জানে। তাই এখানে বলা হচ্ছে মুসলিম শিক্ষকদের সংখ্যা কম কিন্তু এটা বলা হচ্ছেনা যে হিন্দু শিক্ষকদের দরকার নাই। বরং সবারই দরকার আছে আপনি আপনার ধর্মীয় নৈতিক শিক্ষা আপনার ধর্মের ছাত্রদের দিবেন কারন তাদেরও নৈতিকতা অর্জনের প্রয়োজন আছে। এখন যদি একজন মুসলমান টিচার কোন হিন্দু ছাত্রকে নৈতিকতা শেখাতে যায় সে নিশ্চই আপনার মত করে শেখাতে পারবেনা। কারন মুসলমান টিচারের হিন্দু ধর্ম সম্পর্কে নিশ্চই একজন হিন্দু টিচারের ছেয়ে কম জানা থাকা স্বাভাবিক। তাই আমি বলবো আনুপাতিক হারে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধর্মের টিচার প্রয়োজন। আমরা দেখি এখনকার ছাত্ররা গুরুজনদের দেখলে সালাম পর্যন্ত দেয়না সন্মানতো অনেক দূর, আরো কত রকম বেয়াদবি যা রাস্তায় বের হলে দেখা যায়।আমরা আরো দেখতে পাই পঞ্চম শ্রেনী পাশ করার পর থেকেই শুরু হয় ছাত্রদের দলবাজি, বিড়ি খাওয়া, নেশা করা, মারামারি করা ইত্যাদি। এর পর আরো দেখি আমরা পরপর দূর্নিতীতে কয়েকবার শ্রেষ্ঠ। এখন বলেন যারা দূর্নিতী করেছে তারাকি সব অশিক্ষিত? না এরা সবাই উচ্চ শিক্ষিত। আবার আমরা দেখতে পাই ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত হয়ে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় কখনো কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করে। তাহলে বলুন এরা শিক্ষা জীবনে কি শিক্ষা লাভ করেছে যা তাদেরকে দূর্নিতী থেকে বিরত থাকতে দেয়নি? সেই শিক্ষা তাদেরকে বাবা মার সাথে ভাল ব্যবহার করা সেখায়নি। একজন বাবাই ভাল জানেন একজন সন্তানকে উচ্চ শিক্ষিত করতে তার কত মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে আর যখন তার বিনিময় হয় বৃদ্ধাশ্রম তখন নিশ্চই আপনি ভাববেন এর চেয়ে অশিক্ষিত সন্তানই ভালো। এর মূল কারন হচ্ছে শিক্ষা ক্ষেত্রে নৈতিক শিক্ষা উঠে গেছে আর নৈতিক শিক্ষার সবছেয়ে বড় উৎস হচ্ছে ধর্মীয় শিক্ষা তাই প্রচলিত শিক্ষার ভেতরে ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা অপিরিসীম।: এ ব্যাপারে একজন হিন্দু শিক্ষীকা বলেছেন আমরা ছাত্রছাত্রীদেরকে নামাজ পড়তে যথেষ্ট শিক্ষা দিয়ে থাকি! কিন্তু আসলে নৈতিক শিক্ষা মানে নামায নয় আর সেটা শুধু মুসলিম ছাত্রদের দরকার তাও নয় এটা সকল ধর্মের ছাত্রছাত্রীদেরই দরকার। মুসলমানের ছেলেরা যে নৈতিক মূল্যবাদ শিক্ষা পাওয়া উচিত সেটা শেখানোর অবদান নিশ্চই মুসলিম শিক্ষকদের বেশী। এখন আমি মুসলিম হিসেবে বলবো আমার ধর্মে নৈতিকতা কিভাবে অর্জন করতে হবে সেটা খুব সুন্দর ভাবেই বলা আছে। আর এই ব্যাপারে নিশ্চই আপনি একমত হবেন যে ইসলাম ধর্ম সম্পর্কে একজন অমুসলমান থেকে একজন মুসলমান বেশী জানে। তাই এখানে বলা হচ্ছে মুসলিম শিক্ষকদের সংখ্যা কম কিন্তু এটা বলা হচ্ছেনা যে হিন্দু শিক্ষকদের দরকার নাই। বরং সবারই দরকার আছে আপনি আপনার ধর্মীয় নৈতিক শিক্ষা আপনার ধর্মের ছাত্রদের দিবেন কারন তাদেরও নৈতিকতা অর্জনের প্রয়োজন আছে। এখন যদি একজন মুসলমান টিচার কোন হিন্দু ছাত্রকে নৈতিকতা শেখাতে যায় সে নিশ্চই আপনার মত করে শেখাতে পারবেনা। কারন মুসলমান টিচারের হিন্দু ধর্ম সম্পর্কে নিশ্চই একজন হিন্দু টিচারের ছেয়ে কম জানা থাকা স্বাভাবিক। তাই আমি বলবো আনুপাতিক হারে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধর্মের টিচার প্রয়োজন। আমরা দেখি এখনকার ছাত্ররা গুরুজনদের দেখলে সালাম পর্যন্ত দেয়না সন্মানতো অনেক দূর, আরো কত রকম বেয়াদবি যা রাস্তায় বের হলে দেখা যায়।আমরা আরো দেখতে পাই পঞ্চম শ্রেনী পাশ করার পর থেকেই শুরু হয় ছাত্রদের দলবাজি, বিড়ি খাওয়া, নেশা করা, মারামারি করা ইত্যাদি। এর পর আরো দেখি আমরা পরপর দূর্নিতীতে কয়েকবার শ্রেষ্ঠ। এখন বলেন যারা দূর্নিতী করেছে তারাকি সব অশিক্ষিত? না এরা সবাই উচ্চ শিক্ষিত। আবার আমরা দেখতে পাই ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত হয়ে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় কখনো কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করে। তাহলে বলুন এরা শিক্ষা জীবনে কি শিক্ষা লাভ করেছে যেই শিক্ষা তাদেরকে দূর্নিতী থেকে বিরত থাকতে দেয়নি? সেই শিক্ষা তাদেরকে বাবা মার সাথে ভাল ব্যবহার করা সেখায়নি। একজন বাবাই ভাল জানেন একজন সন্তানকে উচ্চ শিক্ষিত করতে তার কত মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে আর যখন তার বিনিময় হয় বৃদ্ধাশ্রম তখন নিশ্চই আপনি ভাববেন এর চেয়ে অশিক্ষিত সন্তানই ভালো। এর মূল কারন হচ্ছে শিক্ষা ক্ষেত্রে নৈতিক শিক্ষা উঠে গেছে আর নৈতিক শিক্ষার সবছেয়ে বড় উৎস হচ্ছে ধর্মীয় শিক্ষা তাই প্রচলিত শিক্ষার ভেতরে ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা অপিরিসীম।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৯

চিত্রনাট্য বলেছেন: ‌কি কথা বল‌লেন যেটা আমার মাথার উপর দি‌য়ে গে‌ছে , আপ‌নি কি আমা‌দের দে‌শের কথা বল‌লেন ? কোথায় সেই স্কুল যেখা‌নে মুস‌লিম শিক্ষক কম ? একটু ঠিকানা ব‌লেন তো ? সব‌কিছুই কি বিদ্যাল‌য়ে শেখা‌নো হয় ? তাহ‌লে আমি বল‌বো আপনার শিক্ষ‌কেরা আপনা‌কে বানান টাও শেখা‌তে পা‌রেন‌ নি ৷

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৫

ভয়েস অব মাহাবুব বলেছেন: Click This Link
https://www.facebook.com/inqliab/photos/a.320438934758658.1073741828.318792851589933/626627270806488/?type=3&fref=nf
উপরের রেফারেন্স গুলো দেখতে পারেন। আর কথাটা কেন আপনার মাথার উপর দিয়ে যাবে আমার বোধগম্য নয়। আমিতো কাউকে আঘাত দিয়ে কথা বলিনি। তাহলে আপনার মাথা এত বড় হবে কেন যে আঘাত না করলেও আঘাত লেগে যায়। নাকি অন্যকোন উদ্যেশ্য আছে আপনাদের এই দেশকে নিয়ে। আর আপনি কোন দেশে বাস করেন যে বুজতে পারছেন না কোন দেশের কথা আমি বল্লাম । বিদ্যালয়ে সব কিছু শেখানো হয় না সেটা আমরা জানি যদি শেখানো হত তাহলে পরিমলের ছাত্র/ছাত্রী পরিমলের মতই হত। তাই বলে নৈতিকতাকে সব কিছুর সাথে একাকার করে ফেল্লেন? বুজতে পারছি আপনাদের নৈতিকতার প্রয়োজন নেই। আর আপনাদের মত কিছু লোকের কারনেই আমরা দূর্নিতীতে বারবার শ্রেষ্ঠ হই। ধিক আপনাদের! আর আমার বানানের কথা বল্লেন এটা চর্চায় বিষয় আমার এখন সেই সময় এবং সুযোগ কোনটাই নেই।

২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬

মো কবির বলেছেন: সমস্যা নেই, কয়েকদিন পর সবার মিলে হাসিনার সাথে মূর্তি পুজা দিবে। সেই জ্ঞান আমাদের ছেলে মেয়েদের শেখানোর জন্যই এই ব্যবস্থা। প্রত্যেক ক্লাসের বইয়ে নাস্তিকতা বাদ আর হিন্দু ধর্মের ছড়াছড়ি। কয়েকদিন আগে হয়ে গেলে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা প্রশ্ন দেখে আপনার মনে হবে এই দেশের সব মুসলিমরা হচ্ছে বেঈমান । কেন অন্যের ধর্মকে এভাবে খাটো করা হল এবং হচ্ছে। সবচেয়ে বেশি হিন্দু শিক্ষক ফেনি জেলায়। খোঁজ নিয়ে আরো অনেক কিছুই জানতে পারবেন, আপনি অবাক হয়ে যাবেন।

সামনে কি হয় সেটাই দেখার বিষয় .।.।.।.।.।। :-&

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৯

ভয়েস অব মাহাবুব বলেছেন: ভাই আমিতো কাউকে আঘাত দিয়ে কথা বলিনি যেটা সত্য সেটা বলেছি তার পরও চিত্র নাট্যদের মাথায় লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.