৩০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৪
কেনও জানি তোর সাথে সবসময় থাকতে ইচ্ছে করে। তোর সাথে হাঁটতে ভালো লাগে,কথা বলতে ভালো লাগে,কারণে অকারণে তোকে ফোন দিতে ভালো লাগে। যেদিন তোকে প্রথম দেখেছিলাম,নীল রঙের একটা জামা পড়ে...
২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১৭
"অবেলায়"
দাঁড়িয়ে আছি নিঃশব্দে
হালকা বাতাস কাঁপিয়ে দিচ্ছে আমার শরীর
হয়ত হারিয়ে যাচ্ছি অবেলায়,দিগন্তের ওপারে
কিছু একটা ঘটতে যাচ্ছে
ঘটুক না,ক্ষতি কি?
পৃথিবীর অমোঘ সত্যের বাইরে তো আমি নই।।