নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইট পাশ ব্লগার

জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই, বেঁচে থাকার চেয়ে উপভোগ্য আর কিছুই হতে পারেনা। মানুষের উপকার করার মত আনন্দদায়ক কাজ পৃথিবীতে আর একটিও নেই।

কাজী মামুনহোসেন

https://www.facebook.com/mymail.mamun যারা আমাকে ঘৃণা করে তাদের কে নিয়ে ভাবার সময় আমার নাই, কারন যারা আমাকে ভালোবাসে তাদের কে নিয়ে আমি অনেক ব্যস্ত

কাজী মামুনহোসেন › বিস্তারিত পোস্টঃ

তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না, ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না :( :( :(

২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:২২

তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,



ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,



হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,

আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।



ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ

দেখি আর শুধু হেসে যাও,আজ বিদায়ের দিনে কেঁদো না।



চলার তোমার বাকী পথটুকু-

পথিক! ওগো সুদূর পথের পথিক-

হায়, অমন ক’রে ও অকর”ণ গীতে আঁখির সলিলে ছেয়ো না,

ওগো আঁখির সলিলে ছেয়ো না।।















































মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৪

একজন নিশাচর বলেছেন: হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।


+++

২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

কাজী মামুনহোসেন বলেছেন: :( :( :(:( :( :(


ধন্যবাদ...

২| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৩

ভুল উচ্ছাস বলেছেন: শ্রদ্ধা রইলো এই বরেণ্য রাজনীতিবিদের প্রতি।

২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৯

কাজী মামুনহোসেন বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কবিতাটা সুন্দর হয়েছে। খুব দুঃখের কিন্তু সত্যি।

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮

কাজী মামুনহোসেন বলেছেন: কাজী নজরুল ইসলাম কে ধন্যবাদ ।

আমি কবিতাটা উনার কাছ থেকে কপি মারছি


আপা আপনাকে ধন্যবাদ......

৪| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই কবিতাটা আমি একজনকে আবৃত্তি করে শোনাতে চাই, কিন্তু তাকে পাবো কোথায়? :(

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৩

কাজী মামুনহোসেন বলেছেন: :(:(:(:(:(:(:(:(:(:(:(

৫| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৬

রুদ্র মানব বলেছেন: হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।

+++

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৩

কাজী মামুনহোসেন বলেছেন: :(:(:(:(:(:(:(:(:(:(

ধন্যবাদ

৬| ২২ শে জুন, ২০১৩ ভোর ৬:৩২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি সর‍্যি :( :( :( :((

২৩ শে জুন, ২০১৩ রাত ৩:৩৮

কাজী মামুনহোসেন বলেছেন: :#> :#> :#>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.