| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলিং বেলে চাপ পরার পর বাড়ির ছোট্ট মেয়েটি দরজায় লাগানো লেন্স দিয়ে বাইরে তাকালো।
এরপর বাড়ির কর্ত্রীর প্রশ্নের জবাবে মেয়েটি উত্তর দিল,"একজন ভদ্রলোক আর একজন পুলিশ এসেছে।"
যদিও তার উত্তরটা হতে পারত, "দুজন ভদ্রলোক এসেছেন, তাদের মধ্যে একজন পুলিশ।"
পুলিশকে হেয় করে তৈরি এরকম গল্পের এদেশে অভাব নেই।
আজকে আমার এক বান্ধবী তার বিয়ের আলাপ কেমন চলছে এই প্রশ্নের জবাবে বলল,"একজন এসআই এর প্রস্তাব এসেছিল কিন্তু পুলিশ হওয়ার কারণে সেটা বাদ দেওয়া হয়েছে।" (আরও কয়েকজনের কথা বলেছে কিন্তু সেগুলো এখানে অপ্রাসঙ্গিক।)
আমার আরও কিছু বন্ধু-বান্ধবীর মুখেই পুলিশ সম্পর্কে নানান কটুক্তি শুনেছি।
কথাগুলো যে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার মতো, তা কিন্তু আমি বলতে চাচ্ছি না।
কিন্তু দয়া করে কেউ কি একটু ভাববেন, বউ-সন্তান-বাবা-মা ছেড়ে, জীবনের ঝুঁকি নিয়ে, নানান চাপের মুখে পুলিশের মতো জীবন কয়জনের আছে?
কয়জন পারে দাঙ্গা-হাঙ্গামায় বুক এলিয়ে এগিয়ে যেতে?
-যা আমাদের দেশের পুলিশদের সবসময়ই করতে হচ্ছে।
একজন ছাত্র, শ্রমিক বা সাংবাদিক মারা গেলে সারা দেশে বিক্ষোভ হয়, কর্মবিরতি হয়।
কিন্তু সে তুলনায় পুলিশের মৃত্যুহার অনেক বেশি।
তারা যদি দেশে একদিন কর্মবিরতি পালন করে তাহলে দেশটা যে জাহান্নামে পরিণত হবে তাতে কি কারও কোন সন্দেহ আছে?
যদি আমার পরিচিত কেউ পুলিশকে ঘৃণা করে থাকেন তাহলে তাকে বলছি, দয়া করে আমাকেও ঘৃণা করতে শুরু করুন।
কারণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই আমি ঐ রোমান্সকর, ঝুঁকিপুর্ণ আর বলিষ্ঠ সাহসিকতার পেশাকেই জীবনের লক্ষ্য হিসেবে লালন করছি।
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৫
আপেল ডু বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া রাখবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৭
হাসান মাহবুব বলেছেন: আপনার লক্ষ্য পূরণ হোক।