| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Sustainable and Renewable Energy Development Authority (SREDA) এর দ্বিতীয় বর্ষপূর্তী উপলক্ষে একটি প্রতিযোগীতা আয়োজিত হতে যাচ্ছে। প্রতিযোগীতার বিষয়: Renewable Energy and Energy Efficiency in Bangladesh। প্রতিযোগীতায় একটি ৩ মিনিটের ডকুমেন্টারি তৈরী করতে হবে। Prize money: BDT 50,000/= যাদের ক্যামেরা আছে এবং অংশগ্রহণ করতে আগ্রহী তারা যোগাযোগ করুন।অবশ্যই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র হতে হবে। ফোন নম্বর: ০১৭৫৮০২২২০৩ ।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২
ওলে ওলে বলেছেন: অবশেষে আবুল হায়াতের দ্বিতীয় বিয়ের ব্যাপারে মুখ খুললেন বাংলা সিনেমার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র। গত ১৮ই মার্চ আবুল হায়াত গোপনে দ্বিতীয় বিবাহের কাজটি সম্পন্ন করেছিলেন। গোপন ক্যামেরায় তোলা সেসময়কার একটি সেলফি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হলে আবুল হায়াতের এই কুকীর্তির কথা সবাই জেনে যায়। তবে এতদিন পর্যন্ত মোটামুটি চুপই ছিলেন মিডিয়া ব্যক্তিত্বরা।
এবার সেই ধারার ব্যতিক্রম হয়ে আবারো প্রবীর মিত্র জাগিয়ে তুললেন তার প্রতিবাদী কন্ঠস্বর। আবুল হায়াতের কট্টর সমালোচনা করে প্রবীর মিত্র বলেন, "আবুলটা আর আগের মত নেই। সে নষ্ট হয়ে গেছে। দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে সে একাজটা না করলেও পারত। ছিহ, ধিক্কার!"
এব্যাপারে আবুল হায়াতের সাথে যোগাযোগ করার জন্য তার ফোনে কয়েকটি মিসকল দেয়া হলেও তিনি কল ব্যাক করেননি। যতটুকু ধারণা করা হচ্ছে, তা থেকে বোঝা যায়, ক্যারিয়ার বাঁচাতেই মিডিয়ার কাছে আবুল হায়াতের এই লুকোচুরি !
আরও পড়ুন, চলে গেলেন আরজে সালমান