নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে কোন প্রজন্ম সবচেয়ে দুর্নীতিগ্রস্ত? ১৯৭১ থেকে একটি সংক্ষিপ্ত ভাবনা

১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৩

বাংলাদেশে দুর্নীতির প্রশ্নটি প্রায়ই ব্যক্তি বা দলের দিকে ছুড়ে দেওয়া হয়। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, এটি অনেক বেশি প্রজন্মভিত্তিক রাজনৈতিক - অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত। ১৯৭১ এর পর থেকে ভিন্ন ভিন্ন বয়স ও জন্ম-প্রজন্ম কীভাবে ক্ষমতা, সুযোগ ও নৈতিকতার মুখোমুখি হয়েছে, সেই আলোকে সংক্ষিপ্ত একটি বিশ্লেষণ করা যায়।

১. ১৯৭১ সালে বয়স ২০–৩০
এই প্রজন্ম যুদ্ধের সময় সরাসরি অংশগ্রহণ করেছে বা তার কাছাকাছি ছিল। আদর্শ, ত্যাগ ও রাষ্ট্রগঠনের স্বপ্ন ছিল প্রবল। কিন্তু স্বাধীনতার পর রাষ্ট্রযন্ত্র দুর্বল থাকায়, এদের একটি অংশ ক্ষমতার খুব কাছে চলে যায়। আদর্শের সঙ্গে বাস্তব রাজনীতির সংঘর্ষ এখানেই শুরু। দুর্নীতির বীজ রোপিত হলেও একে পুরোপুরি ‘দুর্নীতিগ্রস্ত প্রজন্ম’ বলা কঠিন।

২. ১৯৭১ সালে বয়স ৩০–৪০
এরা স্বাধীনতার পর প্রশাসন, রাজনীতি ও ব্যবসায় দ্রুত প্রভাবশালী হয়। যুদ্ধ-পরবর্তী সংকট, দুর্ভিক্ষ ও অস্থিরতার মধ্যে ক্ষমতা ধরে রাখার রাজনীতি গড়ে ওঠে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কাঠামো অনেকটাই এই সময়েই পাকাপোক্ত হয়।

৩. ১৯৭১ সালে বয়স ৫০–৬০
এই প্রজন্ম মূলত পাকিস্তান আমলের প্রশাসনিক সংস্কৃতি বহন করে এনেছিল। ফাইল, অনুমোদন, সুবিধা—এসবের সঙ্গে অভ্যস্ত মানসিকতা নতুন রাষ্ট্রেও টিকে থাকে। এরা দুর্নীতির সংস্কৃতিকে ‘স্বাভাবিক প্রশাসনিক চর্চা’ হিসেবে প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখে।

৪. জন্ম ১৯৬৫–১৯৭৫
এই প্রজন্ম বড় হয়েছে সামরিক শাসন ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে। আদর্শের চেয়ে টিকে থাকা ও সুবিধা নেওয়ার মানসিকতা বেশি প্রভাব ফেলেছে। অনেক ক্ষেত্রে এরা পুরোনো দুর্নীতির কাঠামোর দক্ষ ব্যবস্থাপক হয়ে ওঠে।

৫. জন্ম ১৯৭৫–১৯৮৫
এরা বাজার অর্থনীতি, এনজিও ও বেসরকারি খাতের উত্থান দেখেছে। দুর্নীতি এখানে আরও ‘প্রফেশনাল’ হয়, কম দৃশ্যমান, কিন্তু বেশি কাঠামোগত। নৈতিক প্রশ্নের জায়গায় সফলতা ও সংযোগ বড় হয়ে ওঠে।

৬. জন্ম ১৯৮৫–১৯৯৫
এই প্রজন্ম ডিজিটাল যুগে বড় হয়েছে। সরাসরি দুর্নীতিতে জড়িত থাকার হার তুলনামূলক কম হলেও, নীরব সম্মতি ও সুবিধাভোগী অবস্থান স্পষ্ট। প্রশ্ন তোলার ক্ষমতা আছে, কিন্তু ঝুঁকি নেওয়ার সাহস সবসময় দেখা যায় না।

তাহলে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত কারা?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২১

রাসেল বলেছেন: বাংলাদেশে কোন প্রজন্ম সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, এর উত্তর আমি দিতে পারব না। আমার পর্যবেক্ষণে সাধারণ ব্যক্তি এবং রাজনৈতিক সরকার পর্যায়ে দুর্নীতি দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। একই রাজনৈতিক সরকার প্রথমবার যতটুকু দুর্নীতি করেছে দ্বিতীয়বার তারচেয়ে বেশি করেছে।
আমাদের শিক্ষা ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি দূরীকরণে, নৈতিকতার উন্নয়নে কোনো ভূমিকা নেয়া হয়নি।

বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা, এই জনতা

অপেক্ষায় রইলাম বাস্তব জীবনে এর প্রয়োগ দেখার জন্য।

১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩৫

মুনতাসির বলেছেন: আপনি যর্থাথই বলেছেন। এখানে সেই জনতাই খোজার চেষ্টা করা। কারা সেই জনতা? তারা কি কম দূনীর্তিগ্রস্থ? আমাদের রাজনৈতিক দলগুলর কোন আদর্শ যেমন নাই, সরি আছে - ভোগ করা, দূনীর্তি করা, টাকা পাচার করা ইত্যাদি ইত্যাদি। আমরা জনতা কি ভাল?

২| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪৬

নিমো বলেছেন: হঠাৎ করে প্রজন্মভিত্তিক দুর্নীতিগ্রস্ততা খোঁজার দরকার হল কেন? ইতিহাসের সর্বকালের সেরা প্রজন্ম হচ্ছে জেন জি রা এটাইতো!

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১২

মুনতাসির বলেছেন: কোনো কিছু খুজতে যাওয়া বাংলাদেশে একটা বড় ধরনের সমস্যা। কেন খুজবেন, খুজতে কেন হবে - যে কারণে সত্যটা ডায়ালুটেড হয়ে যায় বা গেছে।

নতুন প্রজন্ম বা যাদের বয়স কম তারা বংশানুক্রমিকভাবে পূর্বের বৈশিষ্ট নিয়ে আসছে। এখন প্রশ্ন হলো কখন থেকে আমদের প্রযন্মের গননা শুরু হবে।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১৪

অপু তানভীর বলেছেন: বাংলাদেশের সব প্রজন্মই দুর্নীতিগ্রস্থ। সুযোগ পেলে কেউ পিছিয়ে থাকে না। আমাদের দেশের মানুষ ততসময় পর্যন্ত ভাল থাকে যত সময় পর্যন্ত তাদের সামনে সুযোগ না আসে। আমাদের হাওয়া পানি মাটিতেই বিশেষ কিছু রয়েছে।

১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০১

মুনতাসির বলেছেন: সহমত! সুজগের অভাবে চরিত্রবান।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৪

কিরকুট বলেছেন: অপু তানভীর বলেছেন: বাংলাদেশের সব প্রজন্মই দুর্নীতিগ্রস্থ।

১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০১

মুনতাসির বলেছেন: সত্যিই তাই তবে এর শুরু কি ১৯৭১ এবং এর পূর্ব - পরবর্তী জেনারেশ আমাদের পথ প্রর্দশক ছিলেন? যেমন নেতারা ছিলেন বড় চোর বা দূর্নীতিবাজ, এমন?

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রতি বছরই আমরা দুর্নীতিতে এগিয়ে যাচ্ছি কমার লক্ষণ নেই। প্রতিযোগিতা চলছে কে কার চেয়ে দুর্নীতি করে বেশি উপার্জন করতে পারি।

১৪ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯

মুনতাসির বলেছেন: তার মানে কি এমন যে আমরা আদতে জাতিগত ভাবে দূর্নীতিবাজ? এর জন্যেই কি সব কিছু লাভের জন্য?

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৭

আমি নই বলেছেন: বাংলাদেশের (বলা যায় এই উপমহাদেশের) প্রতিটা প্রজন্মই কোনো না কোনো ভাবে দুর্নীতিবাজ। ব্রিটিশ আমল বা তারো আগে থেকেই লোভি, ধান্দাবাজ, দুর্নীতিবাজ, দেশ প্রেম নাই বললেই চলে।

১৪ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

মুনতাসির বলেছেন: আসলেই মনে হয় আমাদের দেশ প্রেম নাই। কারণ এমন কোন সামাজিক বা সমষ্ঠিগত বিষয়ে আমরা স্বার্থ ছাড়া একমত বা একত্রিত হয়েছি? দেশ প্রেশ এখানে কম করে বেশি কামানো। এখানে সরকারি শিক্ষকেরা প্রাইভেটের পড়ানর জন্য যে বাড়তি কামাই করেন তার ট্যাক্স দিবেন না আবার বেতন বাড়ানর জন্য বার্ষিক পরীক্ষা নিবেন না।

তবে তার পরেও সব জেনারেশনের শুরু জেনারেশন আছে।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৪

harveyharvington বলেছেন: Your love for nature shines through beautifully! Climbing mountains and diving into the sea must be exhilarating. Speaking of challenges, I recently explored a platform that offers deep insights into chess games, similar to how you discover the magic of the outdoors. Have you ever found a way to connect your adventures to strategic thinking?
https://chessanalysis.art

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৫

harveyharvington বলেছেন: Your love for adventure is truly inspiring! I often find that exploring nature deepens my understanding of other interests, like chess—have you ever tried analyzing your favorite games with an engine while reflecting on your mountain climbs? It adds a unique perspective!
[url=https://chessanalysis.art]chessanalysis[/url]

১০| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩০

কামাল১৮ বলেছেন: বর্তমান প্রজন্ম।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২০

আলামিন১০৪ বলেছেন: কী বলব? এরা চুরি করে আবার জামাতে নামাজ পড়ে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.