নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

এবারের ১৯শে ডিসেম্বর, ৫ম বাংলা ব্লগ দিবস

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯





প্রিয় ব্লগার,



১৯শে ডিসেম্বর, ৫ম বাংলা ব্লগ দিবসের অগ্রীম অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে। আপনারা জেনে আনন্দিত হবেন যে, দেশের সবকটি বিভাগীয় শহরসহ আরো কিছু জেলায় এবং গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, কলেজসহ পৃথিবীর বেশ ক'টি শহরে বাংলা ব্লগাররা এই দিনটি উদযাপনের প্রস্তুতির সাথে যুক্ত রয়েছেন। এই উপলক্ষে আয়োজক এবং উদযাপনকারীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ তৈরী হয়েছে।



সেই সাথে অত্যন্ত বেদনার সাথে আপনাদের এও জানাতে হচ্ছে যে, প্রায় সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করার পরও প্রতিবছরের মত এবার আয়োজন করে ঢাকায়, ৫ম বাংলা ব্লগ দিবস উদযাপন করা সম্ভব হচ্ছে না। বিদ্যমান অনিশ্চয়তা, প্রবল রাজনৈতিক অস্থিরতা এবং সর্বপোরি জনজীবনের নিরাপত্তাহীনতার বিষয়টি বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছি। এক্ষেত্রে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং ব্লগারদের জানমালের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব পেয়েছে।



২০১৩ সাল নানাভাবেই বাংলার ব্লগারদের জন্য বিশেষ একটি বছর। সেই বিষয়টি স্মরণে রেখেই ১৯শে ডিসেম্বর, ৫ম বাংলা ব্লগ দিবস উদযাপনের জন্য নানা রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আর. সি. মজুমদার মিলনায়তনটি বুকিং দেয়া হয়েছে; রক্তদান কর্মসূচীর জন্য প্রস্তুতি নেয়া হয়েছে, মিলনায়তন সাজানোর প্রস্তুতি নেয়া হয়েছে, অনুষ্ঠানের বৈচিত্র্যের জন্য ঢাকঢুলি বাঁশিবাদকের ব্যবস্থা করা হয়েছে, অতিথিদের অনেককে মৌখিকভাবে আমন্ত্রণও জানানো হয়েছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির দিকে তীক্ষ্ণ মনযোগ দিয়ে, অচলাবস্থা কেটে যাবার প্রত্যাশায় শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করেছি এই অনুষ্ঠানটি বাস্তবায়ন করার জন্য। শেষ পর্যন্ত তা হয়ে উঠল না।



৫ম বাংলা ব্লগ দিবসের জন্য পোষ্টার ছাপানো হয়েছে এবং দেশের নানা প্রান্তে সেগুলো বিতরণ করা হয়েছে। এছাড়া প্রচলিত গণমাধ্যমে ৫ম বাংলা ব্লগ দিবস নিয়ে প্রবন্ধ, নিবন্ধ প্রকাশের কাজটিও সম্পন্ন হয়েছে। আমন্ত্রণ রয়েছে ব্লগারদের অংশগ্রহণে রেডিও এবং টিভি অনুষ্ঠানেরও। বাংলা ব্লগ দিবসকে ঘিরে ব্লগারদের প্রবল উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে গেছে বিশ্বের নানা প্রান্তে। দেশের ও বিদেশের বাংলা ব্লগাররা ৫ম বাংলা ব্লগ দিবস উদযাপনের নিজস্ব প্রস্তুতিও সম্পন্ন করেছেন। ঢাকায় কেন্দ্রীয়ভাবে না হলেও সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলভিত্তিক যেমন, উত্তরা, মিরপুর, ধানমন্ডি ইত্যাদিতে নিজেদের মত করে ৫ম বাংলা ব্লগ দিবস উদযাপনের।



তাই নানাদিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি গ্রহণ যে এবারের ১৯শে ডিসেম্বর, ৫ম বাংলা ব্লগ দিবস মূলত অনলাইনে উদযাপনের। দেশের নানান অংশে এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা ব্লগারদের ব্লগ দিবস উদযাপন, প্রস্তুতি অনলাইনে ছড়িয়ে দেবার কাজটিও এবার আমরা করতে চাই।



সময়ের এই বৈরিতা সত্তেও এবারের আয়োজনে এবং উদযাপন অনুষ্ঠানে নানান বৈচিত্র্যময় বিষয়ে ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে এটাই আমাদের সবার প্রত্যাশা।







বিনীত

সম্মিলিত বাংলাব্লগ কমিউনিটির পক্ষে

সামহোয়্যার ইন ব্লগ টিম

মন্তব্য ১০৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (১০৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

জর্জিস বলেছেন: ৫ম ব্লগ ডে সফল হোক !:#P !:#P !:#P !:#P

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

মহামহোপাধ্যায় বলেছেন: পঞ্চম বাংলা ব্লগ দিবস সফল হোক :)

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

আমিনুর রহমান বলেছেন:



পঞ্চম বাংলা ব্লগ দিবস এর সফলতা কামনা করছি

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮

জনাব মাহাবুব বলেছেন: ৫ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা সবাইকে। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P


৫ম বাংলা ব্লগ দিবসের সফলতা কামনা করছি। শুভ কামনা রইল আয়োজকদের প্রতি :D :D :D :D :D :D :D

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

লাল চাঁন বলেছেন: ৫ম বাংলা ব্লগ দিবস এর সাফল্য কামনা করছি

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

চিরতার রস বলেছেন: ব্লগ ডে সফল হোক।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এইরকম ভাবে ব্লগ ডে পালন হবে আশা করিনি :(
নতুন অনেক ব্লগারদের সাথে দেখা হবে ভেবেছিলাম।
.................

কি আর করা... পুরা দেশই যখন অচল তখন এটাই ভাল।

শুভ হউক।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

লিযেন বলেছেন: happy ব্লগ ডে

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: অফিস থেকে ছুটি নিয়েছিলাম,আশা করেছিলাম সবার সাথে দেখা হবে ,সব শেষ :(

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

এস এম কায়েস বলেছেন: আশা ছিল ৫ম বাংলা ব্লগ দিবসে যোগ দেব। ইনশাল্লাহ যা হবে ভালই হবে।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর উদ্যোগের সাথে থাকার প্রত্যয় রাখলাম ইনশাআল্লাহ্

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

সজল৯৫ বলেছেন: সফল হোক ৫ম বাংলা ব্লগ দিবস। সকল ব্লগারগনকে শুভেচ্ছা..........

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর সিদ্ধান্ত , অনলাইনেই হবে ব্লগ ডে !

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

ইখতামিন বলেছেন:
পঞ্চম বাংলা ব্লগ দিবস সর্বাত্মক সফল হোক

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১

পরিবেশ বন্ধু বলেছেন: শুভ অভিনন্দন সবাইকে
লিখিয়ে বন্ধুরা
জাগবে আনন্দ উৎসবে
নব নব জলসায় সৃষ্টিছাড়া ।।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:(

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫

বেকার সব ০০৭ বলেছেন: পঞ্চম বাংলা ব্লগ দিবস এর সফলতা কামনা করছি

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সেদিন জানা আপু বা অন্য কেউ একটা পোষ্ট দিতে পারেন। আমরা সবাই সেখানে গল্প করব। হয়ত ব্লগিং বিষয়ক প্রশ্ন থাকতে পারে, সবাই উত্তর দিবে। অন্যরা ব্লগিং ও সামু বিষয়ক পোষ্ট দিতে পারে।

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: শুভেচ্ছা

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

মামুন রশিদ বলেছেন: ঢাকায় কেন্দ্রীয়ভাবে প্রোগ্রাম করতে না পারা দুঃখজনক, আবার চলমান রাজনৈতিক অচলাবস্তাকেও ইগনোর করার উপায় নাই ।

ব্লগ-ডে ছড়িয়ে পড়ুক সারা দেশে এবং বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে । একটা সুন্দর ব্ল-ডে উদযাপনের জন্য আমরা সিলেটবাসী প্রস্তুত ।

সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা ।

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: স্বর্ণা আপুর প্রস্তাবের সাথে একমত। এটা হতে পারে অনলাইন উদযাপনের কৌশল।

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমি বরিশাল থাকি। আমি কি নিমন্ত্রন পাবো। নাকি আয়োজন করবো। আমি যে সকল সত্যের মধ্যে আছি। সত্যের কাছে আসতে কি তোমরা ভয় পাও।

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১

আরজু পনি বলেছেন:

ব্লগারদের নিরাপত্তার কথা ভেবে আঞ্চলিক এবং অনলাইন উদ্যোগ নেবার ব্যাপারটি খুবই ভালো ।

৫ম ব্লগ ডে সফল হোক ।

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

খেয়া ঘাট বলেছেন: পঞ্চম বাংলা ব্লগ দিবস সফল হোক

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

সকাল রয় বলেছেন: ৫ম ব্লগ ডে সফল হোক ।

২৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রচন্ড মন খারাপের একটা ব্যাপার। যাই হোক, আমরা অনলাইনেই পালন করব। ৫ম ব্লগ ডে সফল হোক।

২৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ৫ম ব্লগ ডের সফলতা কামনা করছি।

২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

মায়াবী ছায়া বলেছেন: ব্লগ দিবস সফল হোক :)

২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

ডানপিঠে নিশাচর বলেছেন: স্বাধীন বাংলায় একজন সুস্থ-সবল মানুষ হওয়া স্বত্বেও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আমাকে যখন এম্ব্যুলেন্সে চড়তে হয় শুধুমাত্র রাজনৈতিক দেউলিয়াপনার কারনে !!
আর ব্লগ দিবস উদযাপন করবো অনলাইনে !!
এতে তো অবাক হবার কিছু দেখছি না ??

৩০| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

জানা বলেছেন:

খুবই দুঃখজনক বিষয় যে এতখানি প্রস্তুতি নেবার পরও এবারের বাংলা ব্লগ দিবসটি অন্যান্য বারের মত আমরা ব্লগারদের সাথে আনন্দ ভাগাভাগি করে উদযাপন করতে পারছি না। এবারে সমস্ত প্রস্তুতি আমরা একটু আগেভাগেই নিয়ে রেখেছিলাম যাতে দেশের এই পরিস্থিতিতে কোন ঝামেলায় না পড়তে হয়। আমি অসম্ভব আনন্দ নিয়ে একজন ঢুলী এবং একজন বংশীবাদককে অনেক আগেই বুক করে রেখেছিলাম এবং সাথে আরও কিছু চমকের পরিকল্পনা করে তা বাস্তবায়নে শ্রম দিয়ে যাচ্ছি যাতে এবারের বাংলা ব্লগ দিবসটি অনেক বেশী রঙিন হয়ে ওঠে। কিন্তু সবটাই মাটি হলো!

যাইহোক, মানুষের জীবনের চেয়ে মূল্যবান বা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আর কিছু নেই। এই মুহূর্তে মানুষের জীবনের নিরাপত্তাই সবচে' বড় ভাবনা। এবার নাহয় হলো না আগামীবার নিশ্চয়ই আমরা একটি দারুণ উদযাপন অনুষ্ঠান করতে পারবো বিশ্বাস করি। আমাদের জীবন থেকে যাবতীয় অন্ধকার কেটে গিয়ে আলো আসুক, মঙ্গলময় হোক প্রতিটি মানুষের জীবন।

৩১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: আহা! একটা কেন্দ্রীয় অনুষ্ঠান হলে খুব ভাল লাগত! গতবারের টা এক্সামের জন্য মিস করেছিলাম। খুব ইচ্ছে ছিল এবারেরটায় যোগ দেওয়ায়! :(

৩২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সব পরিকল্পনা ভেস্তে গেল, মনটাও খারাপ হলো।

যাক, তবুও সব বন্ধুরা নিরাপদ থাকুক।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

৩৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪০

মাহবু১৫৪ বলেছেন: এরকম যে কিছু একটা হতে যাচ্ছে এবার সেটা সহজেই অনুমেয় ছিল।

যাই হোক, ৫ম ব্লগ ডে সফল হোক, সেই কামনাই থাকলো

৩৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩১

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: কষ্ট পাইসি।

৩৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩১

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: কষ্ট পাইসি।

৩৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২৩

অন্ধকার ছায়াপথ বলেছেন: আসলেই কষ্ট পাইসি....এটা আমার প্রথম ব্লগ দিবস ছিলো। চিন্তা ছিলো সব ব্লগার বন্ধুদের একসাথে পাবো এবং খুব মজা হবে। নতুন বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শেখা যাবে চিন্তা, চেতনা, ধারনা।...কিন্তু কি আর করা..

যাই হোক...সফল হউক...

৩৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

ফয়সাল মাহাদী বলেছেন: সফল হোক সব ভাল সিদ্ধান্তের,বিজয় হোক সব বিশ্বাসের,সফল বাংলা ব্লগ দিবস।

৩৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

ফয়সাল মাহাদী বলেছেন: সফল হোক সব ভাল সিদ্ধান্তের,বিজয় হোক সব বিশ্বাসের,সফল হোক বাংলা ব্লগ দিবস।

৩৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

শিস্‌তালি বলেছেন: আহা এবারই ১ম বারের মত ব্লগ ডে তে যাব ঠিক করসিলাম। ব্লগ দিবসের সফলতা কামনা করছি।

৪০| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

মুনির হাসান বলেছেন: ১৯ তারিখ বৃহস্পতিবার। বিকেল ঢাবি ক্যাম্পাসে আয়োজন করা যেত মনে হয়!

৪১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি এই বছরই ব্লগে লেখা শুরু করেছি, তাই ব্লগ ডে সম্পর্কে আমার একদমই ধারণা নাই। এবার হলে হয়তো ধারণা পেতাম। যাই হোক, অনলাইনে কিভাবে পালন হবে বুঝলাম না। একটু বুঝিয়ে বলুন কেউ প্লিজ। :)

৪২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

গৌমূমোকৃঈ বলেছেন: ৫ম বাংলা ব্লগ দিবস এর সাফল্য কামনা করছি...

৪৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

টেস্টিং সল্ট বলেছেন: অনেক পরিকল্পনা ছিল দিনটি নিয়ে। :(

৪৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ইনশাআল্লাহ সাম্নের বছর দেখা হবে সবার সাথে । ব্লগ দিবসের সফলতা কামনা করছি ।

৪৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

তোমোদাচি বলেছেন: দূর হোক সব দুঃস্বপ্নের দিন,
আসুক স্বপ্নের সোনালী সময়!!

ব্লগ দিবসে সকল ব্লগার কে অভিনন্দন!

৪৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমার বাকি জীবনেও মনে হয় ডিসেম্বরে দেশে থাকা হবে না। আপচুচ!

৪৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

তানিয়া হাসান খান বলেছেন: ৫ম ব্লগ ডে সফল হোক !:#P !:#P !:#P !:#P

৪৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

ভোরের শিশির । বলেছেন: আমি একজন ছোট খাট মানুষ । ব্লগার হিসেবে ও নতুন । ভেবেছিলাম যে । ব্লগ দিবসে অনেক সিনিয়র ব্লগারদের দেখা পাব । ব্লগিং এর ব্যপারে কিছু কনসাল্টেসন নেব । সে আশার গুড়ে বালি ।

৪৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

মঞ্জুরে খোদা টরিক বলেছেন: আমার মত যারা প্রবাসী, তারা এই বাংলা ব্লগ উৎসব/আয়োজন থেকে বঞ্চিত হবে। শুভ কামনা।

৫০| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

সুকুমার চৌধুরি বলেছেন: পঞ্চম বাংলা ব্লগ দিবস সফল হোক

৫১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

শুভ১ বলেছেন: পঞ্চম বাংলা ব্লগ দিবস এর সফলতা কামনা করছি

৫২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

তাসজিদ বলেছেন: গতবার যাওয়া হয়নি। ভেবেছিলাম এবার যাব। হলনা। কি আর করা।

দেখা হল না সবার সাথে।

৫৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

সেচ্ছাসেবক বলেছেন: এইটা একটা কথা হলো ??? আমি গত বারের টা মিস করছিলাম, ভাবছিলাম এবার যাবো আর এমন একটা ঘোষনা আসবে, মন টাই খারাপ হয়ে গেলো ... :(

৫৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

সানড্যান্স বলেছেন: ফাজলামির একটা সীমা থাকা উচিত। অনলাইনে উদযাপিত হবে ব্লগ ডে? আর ইয়ু ক্রেজী? ফিউ গাইজ ওয়েট ফর দিস ডে ফর আ ইয়ার!!
নটাঙ্কী আর নটাঙ্কী!!!
শেম অন ইউ!

৫৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

মামুন রশিদ বলেছেন: ৫ম বাংলা ব্লগ দিবস, সিলেট আপডেটঃ আজ বিকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত জাতীয় সঙ্গীত গাওয়ার পর আমরা আবার বসেছিলাম । আমি ছাড়াও ব্লগার মহামহোপাধ্যায়, দলছুট শুভ, মাননীয় মন্ত্রী মহোদয়, জনৈক গণ্ডমূর্খ, তানভীর আহমেদ ক্লিয়ন উপস্থিত ছিলেন । আমরা ব্লগ-ডে'র শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আলাপ করেছি, ব্লগ-ডে নাইটের ডিনারের মেন্যু সিলেক্ট করেছি এবং শেষে ব্লগ-ডে'র পোস্টার বিতরণ করেছি ।

সিলেটের ব্লগ-ডে নিয়ে জানতে চাইলে, View this link

৫৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

মামুন রশিদ বলেছেন: আরেকটি কথা না বললেই নয়, ব্লগ-ডে'র পোস্টার অসাম হয়েছে ;)

পোস্টার ডিজাইনার 'কাল্পনিক_ভালোবাসা'কে স্পেশাল থ্যান্কস :)

৫৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৮

পাঠক১৯৭১ বলেছেন: বিরাট ব্যাপার নাকি?

৫৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

সঞ্জয় নিপু বলেছেন: ব্লগ ডে সফল হোক ।

৫৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

সাজিদ ঢাকা বলেছেন: :|| :|| :|| :|| :|| |-) |-) :( :(

৬০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

ভালোবাসার কাঙাল বলেছেন: প্রথমবারের মতো যুক্ত হতে চেয়েছিলাম। হলো না বোধহয় :(

৬১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগ ডে সফল হোক!

সবার জন্য ভালোবাসা!

৬২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

স্পাউট রক বলেছেন: সবাইকে ব্লগ ডে'র শুভেচ্ছা । মুক্ত মনে যুক্ত হতে চেয়েছিলাম , কিন্তু হল না বোধহয় ।

৬৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: :) :)

৬৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

সোজা কথা বলেছেন: সবাইকে ব্লগ ডের অগ্রিম শুভেচ্ছা।৫ম ব্লগ ডে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া সফল হউক।

৬৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

েমাহাম্মদ েমাজােম্মল হক বলেছেন: ৫ম বাংলা ব্লগ দিবস এর সাফল্য কামনা করছি

৬৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

ব্লগ কর্তৃপক্ষের পক্ষ থেকে অনলাইনভিত্তিক ব্লগ দিবস উদযাপনের কোন পরিকল্পনা থাকলে শেয়ার করলে আমরা তাতে যুক্ত হতে পারি । :)

এছাড়া যারা নিজেদের এলাকায় ব্লগ ডে উদযাপন করবেন তারা নিজেদের সাথে ল্যাপটপ নিয়ে গেলে লাইভ ব্লগিংও চলতে পারে ।

৬৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩

আরজু পনি বলেছেন:

ব্লগ দিবস নিয়ে কিছু পরিকল্পনা, পরামর্শ শেয়ার করলাম ...

৫ম বাংলা ব্লগ দিবস-হার না মানা আয়োজন

৬৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ব্লগ দিবস সফল হোক। অনলাইন উদযাপনের ব্যাপারটা বুঝিনি। মূল পোষ্টে আরও একটু পরিষ্কার করে লিখলে ভালো হতো।

৬৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৭

মেহেদী_বিএনসিসি বলেছেন: ব্লগ দিবসের জন্য সবাইকে শুভেচ্ছা..........একটা স্বাধীন দেশে বিজয়ের মাসে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করতেও নিরাপত্তা পাচ্ছিনা......আমাদের করতে হবে অনলাইনে.....এর চেয়ে কষ্টকর আর কি হতে পারে।

যাইহোক.....আশাকরি নিউইয়র্কের ব্লগদিবস পালনে কোন সমস্যা হবেনা......গতবারের মতো অবশ্যই সাথে থাকবো......(আমগো নিউইয়র্কাররা কোথায়....... :| :| :| )

৭০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪১

জগ বলেছেন: জেনে নিন যৌথ বাহিনীর অকথ্য নির্যাতনের অজানা কাহিনী। এবার যৌথ বাহিনী কর্তৃক ১২ বছরের মেয়েসহ একই পরিবারের ৩ জন ধর্ষিত।

স্থানীয় সুত্র জানায় গতকাল সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামে রাতের আধারে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় তাদের সাথে উপস্থিত ছিল আওয়ামীলীগের স্থানীয় ক্যাডার রব্বানি ও তার সহযোগিরা। গ্রামটিতে গিয়ে কাওকে না পেয়ে শেষমেস তারা বারিঘর ভাংচুর করে। স্থানীয় আব্দুল মণ্ডল এর বাড়ীতে তাকে না পেয়ে বাড়ীতে উপস্থিত তার স্ত্রী (৩৫), কন্যা (১২) আর শালিকাকে (২৪) যাচ্ছেতাই গালিগালাজ করে। এসময় চরিত্রহীন রব্বানি তার কন্যাকে নিয়ে বাজে কথা বলতে বলতে এগিয়ে গেলে আব্দুল মণ্ডলের স্ত্রী তাকে বাধা দিলে রব্বানি মেয়েটির জামা ধরে টানাটানি করে। মেয়েটি ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই রব্বানির সহযোগীরা মেয়েটিকে আটকিয়ে ফেলে। এসময় আব্দুল মণ্ডলের শ্যালিকা চিৎকার করে তাদেরকে থামতে বলেন। উপস্থিত র্যাাব, পুলিশদেরকে উদ্যশ্য করে তাদেরকে থামতে বলেন। কিন্তু তারা কোন সারা না দিয়ে চুপচাপ দাড়িয়ে ছিল। প্রতিবেশি প্রত্যক্ষদর্শী জানায় এসময় আব্দুল মণ্ডলের শ্যালিকা চিৎকার করে বলেন, "তোরা ওর গায়ে হাত দিস না। যা করার আমাকে কর।" এসময় একজন র্যাশব সদস্য তার দিকে এগিয়ে যায় ও অশোভন আচরণ করে। পুরো ঘটনার সময় উপস্থিত ছিল অপারেশন টিম এর প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র রায়। কিন্তু তিনি কোন পদক্ষেপ নেন নি। এসময় অন্য এক র্যাথব সদস্য বাড়ির প্রধান গেট আটকিয়ে দেয়। তারা প্রায় ৩ ঘণ্টা উপস্থিত ছিল সেই বাড়ীতে। অবশেষে ভোর চারটার দিকে তারা সেই বাড়ি ত্যাগ করে। স্থানীয় লোকজন ভয়ে সেই বাড়ীতে যেতে পারেনি। পরে একজন প্রতিবেশি গ্রাম্য ডাক্তার এর মাধ্যমে মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রতিবেশিদের কাছ থেকে জানা যায় আব্দুল মণ্ডলের স্ত্রী, কন্যা ও শ্যালিকা তিন জনকেই ধর্ষণ করে রব্বানি ও তার বাহিনীর সদস্যরা। ভিকটিম জানিয়েছে দুজন র্যা ব সদস্যও এ নৃশংস কাজে অংশ নেয়। ভয়ে তারা মামলাও করতে পারেন নি।

৭১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৩

মাহবুব খান চট্টগ্রাম বলেছেন: সুন্দর সিদ্ধান্ত , অনলাইনেই হবে ব্লগ ডে !
পঞ্চম বাংলা ব্লগ দিবস এর সফলতা কামনা করছি

ব্লগ দিবসের জন্য সবাইকে শুভেচ্ছা..........একটা স্বাধীন দেশে বিজয়ের মাসে আমরা একটা অনুষ্ঠান আমাদের করতে হবে অনলাইনে..

৭২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: মন খারাপ হয়ে গেলো :(

৭৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

আরজু পনি বলেছেন:

শাহবাগে অনেকেই আসতে পারেন । 'ছবির হাঁটে' কোন আড্ডার ব্যবস্থা করা যায় কি না ভেবে দেখা যেতে পারে ।

৭৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

মামুন হিমু বলেছেন: খুলনাতে কোন আয়োজন আছে কি ? খুলনার বন্ধুরা কি এলাকা ভিত্তিক কোন আয়োজন করবেন ?

৭৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: পঞ্চম বাংলা ব্লগ দিবস এর সফলতা কামনা করছি

৭৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

সুমন জেবা বলেছেন: শুভ কামনা ও ৫ম বাংলা ব্লগ দিবসের সফলতা কামনা করছি ..

৭৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

শহিদশানু বলেছেন: ৫ম ব্লগ দিবসের সাফল্য কামনা করছি । আর ঘৃণা জানাচ্ছি রাজাকরদের এবং স্বপ্ন দেখছি সুন্দর একটি গণতান্ত্রিক দেশের। সবাইর জন্য শুভ কামনা রইল ।

৭৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: "সামাজিক কল্যান থেকে জাতীয় স্বার্থে মুক্ত মত প্রকাশের স্বাধীনতায় বাংলা ব্লগ" জানিনা,এটা ৫ম বাংলা ব্লগ দিবসের স্লোগান কি না।
দেশের বর্তমান পরিস্থিতিতে স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্রে অজানা ভয় আর শংকা সবসময় গ্রাস করে থাকে।বাংলাদেশ ভালো নেই,তাই খুব কষ্টে আছি,অনেক কষ্টে।
এই কষ্ট নিয়েই সবাই কে ৫ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

৭৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০

ধূপছায়াবেসট বলেছেন: ৫ম ব্লগ দিবস আমরা অনলাইনে করব । তবে এক্ষেত্রে আনন্দটা এবার না হয় অনলাইনেই হোক । এই প্রত্যাশা রইল সকলের প্রতি।

৮০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

হাসান মাহবুব বলেছেন: দারুণ হবে এবার!

৮১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

কসমিক- ট্রাভেলার বলেছেন:






হ্যাপী ব্লগ ডে

আগামী বাংলাদেশ যেমন দেখতে চাই

সবচেয়ে গরিব মানুষটিরও রয়েছে ৩ বেডরুমের বাড়ি, এয়ার কন্ডিশনড গাড়ি ।
যানজটমুক্ত সড়ক । বিশাল বিশাল ফ্লাইওভার । কম্পিউটারাইজড নিয়ন্ত্রণ ব্যবস্থা আর রাস্তার গাড়ি সবই বাংলাদেশে তৈরি।

সকল মজা খাল- বিল- নদী পুনরুদ্ধার, নদীমাসন ব্যবস্থায় বিশাল বিশাল জলাশয় মাছে পরিপূর্ণ ও গ্রাম- গঞ্জ- শহর পাখির কলকাকলিতে মুখরিত । বন্যামুক্ত দিগন্তবিস্তৃত ভূমি পরিপূর্ণ শস্যে । দেশে দান বা যাকাত গ্রহণ করার মতো কোনো মানুষ নেই ।

বারো মাসে আবার হচ্ছে তেরো পার্বণ । সারা পৃথিবী থেকে ছাত্র ও গবেষকরা আসছেন বাংলায় উচ্চতর গবেষণার জন্যে । বাংলাদেশের কোচরা ইউরোপ আমেরিকায় যাচ্ছেন খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে । বিশ্বসংস্কৃতির কেন্দ্রভূমিতে রুপান্তরিত হয়েছে ঢাকা ।


এক মানবিক মহাসমাজ । প্রত্যেকের অন্ন-বস্ত্র-শিক্ষা-স্বাস্থ্য-বাসস্থান নিশ্চিত ।
ধর্ম-বর্ণ- গোত্র - অন্ঞ্চল নির্বিশেষে প্রতিটি মানুষের স্বাধীন আত্ববিকাশের অধিকার সুরক্ষিত ।


কোটি মানুষের এখন এটাই স্বপ্ন ।





৮২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১

মায়াবী ছায়া বলেছেন: কোন কোন জেলা শহরে হচ্ছে জানতে পারলে ভাল হতো......?

৮৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু
কবি সমাজ বাংলাদেশ <<>>??

মৌলবাদ এবং অপরাধী যারা তাদের কে
মানুষ সব সময় ঘৃণার চোখে দেখে
স্বাধীনতা হরণ করে নষ্ট শকুনেরা
খাটিয়ে প্রভাব এরাই উদ্ধে মাথা তুলে থাকে
এরা হিংস্র হায়না যুলুমে ঘটায় সর্বনাশ
কে বলে মানুষ এরা নর্দমার কীট
ভান্তি আর অপরাধ এদের ভূষণ
বিশ্ব মাঝে এরাই আজি খুনি দেখায় দাপট
দখল লয় রক্ত চুষে মানবতা বিকিয়ে
ভাঙ্গে সুশিল সমাজ অন্যায় করে
ছি ছি লজ্জা প্সহুর মত অবয়ব
হিংস্রতার কালো ছায়া এদের অন্তরে ।।


লিখিয়ে বন্ধুগন বাংলা ব্লগ দিবসে
সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ।। কবি

৮৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭

জেমস বন্ড বলেছেন: এবার বেশ কিছু নতুন ব্লগার ও পুরাতন দের সাক্ষাৎ হবার কথা ছিল । আহা আফসওস।

৮৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৯

হোরাস বলেছেন: ঢাবির বন্ধুরা আমরা আই.বি.এ এর মাঠে একটা ছোট্ট আয়োজন করছি কয়েকজন মিলে ১৯ তারিখে বিকেল ৪ টায়। ঢাবির সব ব্লগাররা উপস্থিত হলে আয়োজন স্বার্থক হবে।

৮৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

তুহিন সরকার বলেছেন: সকল ব্লগারকে জানাচ্ছি বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

সবার সুস্বাস্থ্য কামনা করছি, শুভকামনা সতত।

৮৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা সবাইকে।

৮৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

এসএমফারুক৮৮ বলেছেন: ব্লগ ডে সফল হোক।

৮৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

খন্দকার হািফজ্রর রহমান বলেছেন:
পঞ্চম বাংলা ব্লগ দিবস সফল হোক........... সবাইকে শুভেচ্ছা :)

৯০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

খন্দকার হািফজ্রর রহমান বলেছেন:
পঞ্চম বাংলা ব্লগ দিবস সফল হোক........... সবাইকে শুভেচ্ছা :)

৯১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

অণুজীব বলেছেন: সফল হোক ৫ম বাংলা ব্লগ দিবস।

৯২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

কোবিদ বলেছেন:
শুভ কামনা ও ৫ম বাংলা ব্লগ দিবসের সফলতা কামনা করছি।
সাথে ব্লগ মডারেটর ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন।

৯৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ব্লগ ডে সফল হোক! শুভ কামনা!

৯৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভেচ্ছা জানাই সবাইকে । সফলতা কামনা করছি সবার যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে ব্লগকে প্রান দিয়েছেন।

৯৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

সাইফ সামির বলেছেন:

সকল ব্লগার ও পাঠকদেরকে ৫ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা!

৯৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

তাহমিদুর রহমান বলেছেন: ব্লগ দিবস সফল হোক।

৯৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

সাদমান সাদিক বলেছেন: শুভেচছা ও শুভকামনা রইল :) :-B

৯৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

যুবায়ের বলেছেন: এবারের ব্লগডেটা এক প্রকারের বন্দী হিসেবেই কাটালাম :(
মাত্র দুজন বসেছিলাম একটি রেষ্টুরেন্টে.....
সাথে যিনি ছিলেন তিনি একজন নতুন ব্লগার....
সবে মাত্র জেনারেল হয়েছেন।
কি আর করা.....ঘন্টাখানেক একসাথে সময় কাটিয়ে বাড়ি চলে এলাম।

৯৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

লুবনা ইয়াসমিন বলেছেন: সকল ব্লগারকে পঞ্চম বাংলা ব্লগ দিবসের শুভকামনা ও শুভেচ্ছা ।

১০০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২

তানিয়া হাসান খান বলেছেন: সকল ব্লগারকে পঞ্চম বাংলা ব্লগ দিবসের শুভকামনা ও শুভেচ্ছা । !:#P !:#P !:#P !:#P

১০১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

লেখোয়াড় বলেছেন:
এত ভয় কেন বুঝলাম না।
কিসের ভয়ে ব্লগ ডে পালিত হলো না?

ভয় পেলে কখনোই জয় আসবে না।
শত বাঁধার মুখেও ব্লগ ডে পালন করা উচিত ছিল।

১০২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

শাফি উদ্দীন বলেছেন: পরিস্থিতিই বাদ্ধ্য করেছে ব্লগ ডে..

১০৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: সারা বিশ্বজুড়ে আমাদের যুথবন্ধন
দুরন্ত দূর্বার অজেয় আমরা কজন

ব্লগ আড্ডা খবরাখবর জানান , অংশ নিন , ব্লগ মিলন মেলায় লিখিয়ে সব বন্ধুদের স্বাগতম

১০৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

রিমন রনবীর বলেছেন: আসলে ব্লগারদের নিরাপত্তার কথা ভেবেই বোধহয় স্থগিত করা হয়েছে। ভয়ের ব্যাপারটা এভাবে না দেখাটাই ভাল। @ লেখোয়াড় ভাই

১০৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

রিমন রনবীর বলেছেন: আসলে ব্লগারদের নিরাপত্তার কথা ভেবেই বোধহয় স্থগিত করা হয়েছে। ভয়ের ব্যাপারটা এভাবে না দেখাটাই ভাল। @ লেখোয়াড় ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.