দেখতে দেখতেই একটা বছর চলে গেলো । মনে হয় এইতো সেদিনই যেন কেক কেটে বেলুন উড়িয়ে ব্লগ-ডে পালন করে এলাম ।
আহা ! কি মজাই না হয়েছিলো সেদিন । ব্লগ-ডে এর আগে সিলেটের ব্লগারদের কাউকেই চিনতাম না তেমন করে । ব্লগ-ডে করতে গিয়েই সবার সাথে পরিচয় হলো। কি দারুণ সম্পর্কই না এখন সবার সাথে সবার ।
তড়িঘড়ি করেই যেন একটা বছর চলে গেল । আর মাত্র কয়েকদিন পরেই সেই বহুল প্রতিক্ষিত ১৯শে ডিসেম্বর । আবারো আসছে বাংলা ব্লগ-ডে । গতোবারের মতো এবারো আশা করি আমরা সিলেটের ব্লগাররা নিজেদের মতো করেই দিনটা উদযাপন করতে পারবো ।
ব্লগার মহামহোপাধ্যায় এর একটা পোস্টের প্রেক্ষিতে আজ বিকেলে আমরা কয়েকজন ব্লগার মিলে প্রাথমিক ভাবে আড্ডার আদলে একটা মিটিং সেরে ফেলেছি।
আমাদের অনেক ইচ্ছে ছিলো গতোবারের মতো এইবারো জাকজমক ভাবেই ব্লগ-ডে উদাযাপন করার। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আর ঐ পথে এগুবার সাহস পাই নি । তাই শত ইচ্ছা সত্ত্বেও এইবারের ব্লগ-ডে টা আমাদের এতো ওপেনলি না করে একটু ঘড়োয়া পরিবেশে স্বল্প পরিসরেই করে ফেলতে হবে।
তবে, আয়োজন স্বল্প পরিসরে হলেও আড্ডাবাজির যে কোন কমতি হবে না সেটা আমি নিশ্চিত করেই বলতে পারি , এ ব্যাপারে আমরা বেশ কিছু পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছি। পরিকল্পনাগুলো আপাততো সারপ্রাইজ হিসেবেই রাখতে চাই।
যাই হুক , আজকের মিটিং এ উপস্থিত ব্লগারদের সম্মতিক্রমে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে , আগামী ১৯শে ডিসেম্বর ব্লগ ডে উপলক্ষে আমরা সিলেটের চৌহাট্টায় অবস্থিত লাংথুরাই চাইনিজ রেস্টুরেন্টে একটি ডিনার অর্থাৎ ভুড়িভোজের আয়োজন করবো । ভুড়িভোজের পাশাপাশি সেখানে যথেস্ট আড্ডাবাজিও করা হবে। আড্ডাবাজিতে যাতে কোন অসুবিধা না হয়, কোন কমতি যাতে না থাকে সেজন্যই স্থান হিসেবে লাংথুরাই চাইনিজ রেস্টুরেন্টকে সিলেক্ট করা হয়েছে।
যেহেতু এটি একটি উন্মুক্ত প্রোগ্রাম নয় , এবং এখানে খাবার প্রি-অর্ডারের কিছু বিষয় এর সাথে জড়িত আছে তাই প্রোগ্রামের আগেই আমাদের নিশ্চিত হতে হবে ঠিক কারা কারা বা মোট কতজন ব্লগার ঐ দিন আমাদের সাথে উপস্থিত থাকতে পারবেন।
সেজন্য ১৫ ডিসেম্বর রাত ১২টার মধ্যে ০১৬৭২২৪৮৫৪৭(আমার) অথবা ০১৭১০২৬৩৮৫৫(দলছুট শুভ) নাম্বারে ফোন দিয়ে ১৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার ব্লগ ডে উপলক্ষে আয়োজিত ডিনার+আড্ডাবাজিতে আপনার উপস্থিতি অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে হবে।
উপস্থিতি যত বেশী হবে আড্ডা ততো জমজমাট হবে । তাই সিলেটে অবস্থানরত সকল ব্লগারকে বিনীতভাবে অনুরোধ করছি ফোন করে নিজেদের উপস্থিতিটা নিশ্চিত করার জন্য।
সবাইকে বাংলা ব্লগ দিবসের আগাম শুভেচ্ছা।
যেকোন তথ্যের জন্য আমাদের ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হতে পারেন ।
সিলেটের ব্লগারদের ফেসবুক গ্রুপঃ সিলেটের ব্লগার ( Bloggers of Sylhet )
সংযুক্তিঃ
২০১৩ এর ব্লগ ডে নিয়ে ব্লগার মহামহোপাধ্যায়ের পোস্টঃ সিলেটে বাংলা ব্লগ দিবস ২০১৩ উদযাপন উপলক্ষ্যে সিলেটের ব্লগারদের দৃষ্টি আকর্ষণ
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬