আপডেট:
আড্ডা পরবর্তী আপডেটের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের এই পোস্ট দেখুন
সিলেটের ব্লগ ডে নিয়ে শ্রদ্ধেয় ব্লগার সুরঞ্জনা আপুর পোস্ট
*******************
প্রিয় সহব্লগারগণ, আরেকটি ডিসেম্বর মাস চলে এসেছে আমাদের মাঝে মহান স্বাধীনতা যুদ্ধের বিজয় মাহেন্দ্রক্ষণ ১৬ ডিসেম্বরকে সাথে নিয়ে। বিজয়ের এই মহান মাসে আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের সকল বীরমুক্তিযোদ্ধা এবং আত্মত্যাগকারী মহান ব্যক্তিবর্গের। বাংলাদেশের ব্লগারদের কাছে ডিসেম্বর মাস আরেকটি কারনে বেশ গুরুত্বপূর্ণ, এ মাসের উনিশ তারিখেই পালন করা হয় বাংলা ব্লগ দিবস। ঢাকার পাশাপাশি গতবছরের মত এবছরও বাংলা ব্লগ দিবস পালিত হবে সারা দেশ তথা সারা বিশ্বব্যাপী। সিলেটেও এর ব্যতিক্রম হবে না। সিলেটে বাংলা ব্লগ দিবস অনুষ্ঠান সাফল্যমন্ডিত করতে সিলেটের সকল ব্লগারদের অংশগ্রহণ একান্ত কাম্য। ব্লগ আমাদের মতামত প্রকাশের মুক্ত প্লাটফর্ম হিসেবে খুব বেশি পরিচিত পাশাপাশি ব্লগই আমাদের সেই সুযোগ করে দেয় যেখানে রয়েছে একদল শিক্ষিত, সমমনা এবং সব বয়সের মানুষের সাথে সম্পর্ক স্থাপনের প্রয়াস। একবার ভেবে দেখুন তো যে মানুষগুলোর সাথে আপনি পুরোটা বছর জুড়ে ব্লগিং করলেন আনন্দ উচ্ছ্বাসে দূঃখ বেদনায়, কেমন হবে সেই মানুষগুলোর সাথে সময় কাটাতে, তাদের সামনাসামনি দেখতে?? হয়তো আবিস্কার করবেন যাকে ভাবতেন খুব রাশভারী গম্ভীর, তিনি আদতে খুব রসিক একজন ব্যক্তি!! আমার তো ভাবতেই খুব ভালো লাগছে!!
বাংলা ব্লগ দিবস ২০১৩ সিলেটে সফলভাবে উদযাপন করতে সিলেটের সকল ব্লগারদের অংশগ্রহণই মূখ্য। এই অনুষ্ঠানকে ঘিরে আপনার আমার আমাদের সবার ভাবনা, মতামত, পরিকল্পনা চলুন সবাই একসাথে শেয়ার করি। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সপ্তাহের সোমবার, অর্থ্যাৎ ০৯ ডিসেম্বর ২০১৩ বিকাল চারটায় সিলেটের সকল ব্লগাররা চলে আসুন ঐতিহ্যবাহী ক্বীন ব্রীজের কাছে, সুরমা নদীর পাড়ে, বিকেল চারটায়। সেখানে আড্ডা দিতে দিতে আমরা ঠিক করে ফেলব আমাদের এই অনুষ্ঠান কিভাবে সাফল্যমন্ডিত করা যায়? কাজে লাগান আপনাদের সৃজনশীলতা, স্বকীয়তা এবং অভিজ্ঞতা । মাথা চুলকিয়ে ভাবতে থাকুন
ব্লগ-ডে উদযাপন প্রস্তুতি নিয়ে লাইভ আড্ডাবাজি উইথ ফুচকা
স্থানঃ ক্বীন ব্রীজ সংলগ্ন সুরমা নদীর পাড়, সিলেট।
সময়ঃ বিকাল ৪টা, সোমবার, ৯ডিসেম্বর, ২০১৩।
যোগাযোগঃ ব্লগারস অব সিলেট (ফেসবুক গ্রুপ)
ব্লগার মামুন রশিদ ভাই
ব্লগার মহামহোপাধ্যায়
গতবছরের আর্কাইভ- বাংলা ব্লগ দিবস ২০১২, সিলেট।
ছবিসূত্রঃ আন্তর্জাল।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


