নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ঘুম এবং গার্লফ্রেন্ড !!

১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৯

নিশির মুখ বেশ গম্ভীর মনে হল । কথাটা বলার সময় ওর চেহারায় একবারও হাসির রেখা দেখতে পাই নি । তাহলে কি ও যা বলল তাই করতে যাচ্ছে ?

না আআআআ !

এটা হতে পারে না !

আমি একটু হাসার চেষ্টা করলাম । এমন একটা ক্ষীণ ইচ্ছা মনের ভিতর আছে যে আমার হাসি দেখে নিশি নিজেও হেসে উঠবে । কিন্তু নিশি হাসল না । বরং আরো একটু গম্ভীর মুখে বলল

-তুমি দাঁত বের করে হাসছো কেন ? আমি কি কোন কৌতুক বলেছি ?

আমি আবার একটু হেসে বললাম

-আরে আমি তো জানি তুমি ফান করছো ! তুমি ব্রেকআপের কথা চিন্তাও করতে পারো না । তাই না ?

নিশি একটু তাচ্ছিল্যের কন্ঠে বলল

-তাই ? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ফান করছি ?

-না ।

-তাহলে ?

-কিন্তু ..

নিশি আমাকে থামিয়ে দিয়ে বলল

-কোন কিন্তু না । তোমাকে আগেও বললাম এখন আবার বলছি । তোমার সাথে আমি রিলেশন রাখবো না । ঠিক আছে ? কথা পরিস্কার হয়েছে ?

আমি খানিক করুন কন্ঠে বললাম

-পাখি তুমি এসব কি বল ? আমাকে ছাড়া তুমি থাকতে পারবা বল ?

এই বলে আমি নিশির দিকে একটু এগিয়ে যাই । ওর হাতটা ধরে বললে নিশ্চই বুঝবে এমন একটা ইচ্ছা । কিন্তু আমার সে আশায় গুরেবালি । নিশি খুব কঠিন কন্ঠে বলল

-এই খবরদার কাছে আসবা না । এই হাত ধরার আর কোন অধিকার নেই তোমার ।

আমি থেকে গেলাম । আরও একটু করুন কন্ঠে বললাম

-কিন্তু আমি কি এমন করলাম বল ?

নিশি আমার দিকে কিছুক্ষন শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল । তারপর বলল

-তোমার সমস্যা এটাই যে তুমি কিছুই কর না । প্রপোজ করার পর থেকে আজ পর্যন্ত কিছু করেছ তুমি ? তুমি কেবল নামেই আমার বয়ফ্রেন্ড । কামে না !

-এসব কি বল তুমি ?

-কি বল মানে ?

এবার যেন বোমা ফুটলো ! নিশি এতো জোরে চিৎকার করে উঠল যে আমি নিজেই চমকে উঠলাম । আসলে আমার কোন ধারনাই ছিল না যে নিশি এতো জোরে কথা বলতে পারে ! কেবল আমি না আশে পাশের কয়েক জন পথচারিও আমাদের দিকে ফিরে চাইল ।

আমি নিশির দিকে তাকিয়ে দেখি ওর মুখটা কেমন লাল হয়ে গেছে । রাগে ও রীতিমত কাঁপতেছে ।

আরে আশ্চর্য ! এতো রাগের কি হল !

নিশি নিজেকে সামলাতে কিছুটা সময় নিল । একটু শান্ত হলে নিশি বলল

-তুমি আমাকে একটা কারন বল যে আমি তোমার সাথে রিলেশন রাখবো ! প্লিজ এটা বলবা না যে তুমি আমাকে ভালবাসো !

-আরে আর কি বলবো ? আমি তোমাকে ভালবাসি না বল ? তুমি নিজেও জানো যে আমি তোমাকে ভালবাসি !

-ভালবাসো ? আচ্ছা কোন জিনিসটা দেখে আমি বুঝবো যে তুমি আমাকে ভালবাসো ? বলতে পারো ? আমাকে কখনও সময় দিয়েছ তুমি ? আমার সাথে সময় করে কথা বলেছ ?

আমি একটু বলতে গেলাম

-আরে বলি নি মানে ....।

-কোথায় বলেছে ? মাসের ভিতর একবার আমাকে সময় দেওয়া কে সময় দেওয়া বলে না !

-আরে আমি কাজে ব্যস্ত থাকি তো !

-তোমার ব্যস্ততা আমার জানা আছে । দুনিয়ার আর মানুষ টিউশনী করে না ! ............

আমি চুপ করে থাকি ! নিশির মাথা এখন খুব গরম বোঝা যাচ্ছে ! উল্টা পাল্টা কিছু বললে তখন হিতে বিপরীত হতে পারে । নিশি আবার বলল

-আর ঘুম ! আমার তো মনে ঘুম তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট ! রাতে কথা বলতে যাই তুম বল ঘুম আসছে ! সকাল বেলা একটু আগে আগে ভার্সিটিতে আসতে বলি তুমি বল ঘুম আসছে ! ঘুমিয়ে থাকো ! সপ্তাহে একটা মাত্র দিন আমি একটু আগে আগে আসতে বলি তোমাকে ! ঐদিন তো সকালে ক্লাস থাকে তোমার । সাড়ে আট টায় ক্লাস, আধা ঘন্টা আগে আসা কি খুব কষ্টের ? কিন্তু না ! তুমি ঘুমাও !! এবার থেকে শান্তিমত ঘুমাও কেউ তোমাকে আর বাধা দিবে না !

-নিশি, প্লিজ ! একটু বোঝার চেষ্টা কর ! একটু তো আমি ঘুমাই এটা তো তুমি জানোই ! এতটুকুর জন্য ......।

-শোন অপু, তুমি ঘুমাও আমার তাতে আমি তো কিছু বলি নি ! কিন্তু তুমি আমাকে ইগনোর কর ! আমার থেকে তোমার কাছে ঘুমটা বেশি জরুরী !

-বাবু.শুনো......।

নিশি বলল

-ঢং করবা না ! গত পরশু দিন তোমাকে কতবার ফোন দিলাম একবার আসার জন্য ! আসো নি কেন ?

-আমি...আমি তো ঘু...

-ঘুমাচ্ছিলে ? কেন আসতে বলেছিলাম জানো ? মনে আছে তোমার ?

-কেন ?

-কারন গত পরশু দিন আমার জন্মদিন ছিল ! মনে আছে তোমার ? মনে থাকবে কেন ? তুমি তো ঘুমাতেই বিজি !

এই রে !! এই জন্য এতো রাগ !

আসলেই ছেলেদের জন্য তার গার্লফ্রেন্ডের জন্মদিনের কথা ভুলে যাওয়া অন্যায়ের ভিতর পরে ! আসলে আমার নিশির জন্মদিনের কথা ঠিক মনেই নেই ! গত পরশু দিন কি ওর জন্মদিন ছিল ?

কি জানি মনেও নেই !

এই ঘুমটা নিয়ে কি যে করি ! কিছুই মনে থাকে না !

আমি আরো কিছুক্ষন ওর জন্মদিনের তারিখটা মনে করার চেষ্টা করলাম ।

নাহ ! মনে পরছে না !

ও কি আমাকে বলেছিল ?

তাও তো মেন নেই !

এখন যদি আমি বলি যে তোমার জন্মদিনের কথা আমার মেনই নেই তাহলে তো আমার খবরই আছে ।

নিশি বলল

-যাক অনেক কথা বলেছি ! আর মনে হয় কথা বলার দরকার নাই । আর এটা ভেব না যে এখান থেকে গেলে আমার রাগ পড়ে যাবে । আমার সাথে যোগাযোগ করার আর চেষ্টা করবা না । যদি একটা ফোন আসে তাহলে সোজা মামা কাছে রিপোর্ট করবো !

এই বলে নিশি হাটতে লাগলো !

আমি পেছন পেছন হাটতে যাবো তখনই নিশি আবারও ঘুরে দাড়ালো , বলল

-আর পেছন পেছন আসবা না ! আমি কিন্তু মামা কাছে এখনই ফোন দেব !

আমি দাড়িয়ে গেলাম । নিশির মামা পুলিশে চাকরী করে । এই জন্য বলতে গেলে পুরো ডিপার্টমেন্টের কেউই ওকে ঠিক মত ঘাটাতে সাহস পায় না !

আমি দাড়িয়ে গেলাম !

এই সকাল বেলা করে এই সব কি হয়ে গেল ।

কি চমৎকার দিন কাটছিল ! আর এখন ?

আমার এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না যে নিশি সত্যি সত্যি আমার সাথে ব্রেক আপ করেছে । এই মেয়েটা কি সত্যি আমার সাথে কথা না বলে থাকতে পরবে ?

আমি পেছন ফিরে তাকালাম । নিশি ততক্ষনে অনেক দুর চলে গেছে । আচ্ছা একবারও ও পেছন ফিরে তাকাবে না ?

আমি ক্ষীণ আশা নিয়ে তাকিয়ে রইলাম । কিন্তু সেই আশা পুরন হল না ! নিশি চোখের আড়ালে চলে গেল ! বলতে গেলে আমার জীবনের আড়ালে চলে গেল ।

আমি হলের দিকে হাটা দিলাম । একটু ঘুমালে হয়তো ভাল লাগবে !



নিশিকে প্রথম দেখেই আমি ওর প্রেমে পরেছিলাম । আমার থেকে দুই বছরের জুনিয়র ছিল ও ! আমার ডিপার্টমেন্টেই পরতো ! যখন আমার সামনে দিয়ে হেটে যেত মনে ভিতর কেমন একটা কাঁপুনি উঠত । মনে হত এই মেয়ের সাথে কথা না বলতে পারলে জীবন বৃথা ! টুকটাক কথা বলা শুরু করলাম ।

নিশি মামা পুলিশে আছে । খুব বেশি কেউই নিশির সাথে টাংকি মারার চেষ্ট করতো না । আমার জন্য ভালই হল । এক সময় কেন জানি আর কথাতে মন ভরতো না !

একদিন রাতের বেলা ফোন দিলাম ওকে । বেশ রাতে হয়ে গেছিল । কয়েকবার রিং হওয়ার পর যখন ফোন ধরলো না । লাইন কেটে দিলাম । নিশ্চই ঘুমাচ্ছে । কিন্তু একটু পরেই নিশির ফোন এসে হাজির ।

আমি ফোন রিসিভ করলাম । ভাবছিলাম না আবার কিছু বলে । কিন্তু নিশি স্বাভাবিক ভাবেই বলল

-এতো রাতে ভাইয়া ?

-না মানে ....! সরি আসলে ..... তুমি মনে হয় ঘুমিয়ে পরেছিলে । সরি ঘুম ভাঙ্গালাম ।

-নাহ ! সমস্যা নাই ! বলেন !

আমি কথা হারিয়ে ফেললাম । কি বলবো কিভাবে বলবো ? কিছুই বুঝতে পরছিলাম না । শেষে না পেরে বললাম

-তুমি কালকে সকাল সকাল একটু ভার্র্সিটিতে আসতে পারবে ? একটু কথা ছিল ।

নিশি একটু ভাবল কি যেন । তারপর বলল

-আচ্ছা ! সমস্যা নাই ! আসা যাবে !

-কাঁঠাল তলায় দাড়িও কেমন !

-আচ্ছা !

ফোন রাখার পর মনে হল কি করলাম । ওকে ডাক তো দিলাম কিন্তু বলবো কিভাবে ?

আর যদি রাজি না হয় ?

কিন্তু কিছু করার নাই । বুলেট বের হয়ে গেছে !

রাতে শুয়ে শুয়ে প্লান করতে লাগলাম কি করবো ।



সকাল বেলা একটু আগে আগেই ভার্সিটি পৌছালাম । নিশি এসে পৌছালো একটু পরেই । আমি কাঁঠাল তলা থেকে একটু দুরে দাড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম । খানিকটা আড়াল থেকেই । নিশি আসলো । এদিক ওদিক দেখতে লাগলো ! আমাকেই খুজতেছে !

আমি ওকে ফোন দিলাম ।

-কোথায় আপনি ? আমাকে সকাল সকাল আসতে বলে এখন আপনার কোন দেখা নাই !

-আমি এসেছি ! তোমাকে দেখতে পাচ্ছি !

-তাহলে সামনে আসছেন না কেন ?

-একটু বামে তাকাও !

নিশি নামে তাকালো ।আমাকে দেখে হাত নাড়লো । বলল

-দুরে দাড়িয়ে কেন ?

-নিশি আমি এখন তোমাকে কিছু বলবো ! তুমি একটু বোঝার চেষ্টা করবা ! কেমন ?

নিশি চুপ করে আমার দিকে তাকিয়ে রইল !

কাল রাতেই আমি বুঝেছিলাম আমার দ্বারা সরাসরি আই লাভ ইউ বলা সম্ভব না । তাই রাতে কিভাবে হাতের ইশারায় আই লাভ ইউ বলা যায় তাই ভাবছিলাম । নেটে গিয়ে কিছু সাইনও খুজে পেলাম ।

কিভাবে আঙুলের সাহায্যে আই লাভ ইউ বলা যায় । দুর থেকে দাড়িয়েই ওকে সেই ইশারা করলাম ।

মনে ভিতর খানিকটা সন্দেহ দেখা দিল যে ও ঠিক মত বুঝবে তো আবার ?

কিন্তু আমার কেন জানি মনে হল ও ঠিকই বুঝলো ! বুঝেই ওর মুখ কেমন গম্ভীর হয়ে গেল ।

আমার সাথে কোন কথা না বলে সোজা চলে গেল ।



মন টা খারাপই হল । কিন্তু কিছু করার নাই ! আমিও মন খারাপ করে হলে ফিরে এলাম । এই মেয়েটার কারনে আমার চোখের ঘুম হারাম হয়ে গেছিল । বিছনায় শুয়ে শুয়েই দুদিন কাটিয়ে দিলাম । ঠিক তিন দিনের মাথায় নিশির ফোন এসে হাজির

-আপনি কোথায় ?

-আমি তো রুমে ! একটু বাইরে আসেন ! আমি কাঁঠাল তলায় আছি !

আমি কাঁঠাল তলায় গিয়ে দেখি নিশি দাড়িয়ে ! আমি একটু জাবুজুবু হয়ে ওর সামনে দাড়িয়ে রইলাম ।

নিশি বলল

-আপনি সেদিন হাতের ইশারায় আমাকে যেন কি বোঝাতে চাইলেন ?

আমার বুকের ভিড়টে ঢিপঢিপ করছিল । বারবার মনে হচ্ছিল নিশি এই কথাটা ছাড়া আর অন্য সব নিয়ে কথা বলুক । কিন্তু কপাল নিশি সবার প্রথমে ঐটা নিয়েই কথা শুরু করলো !

আমি বললাম

-কি........ মানে ....... বুঝো নি ?

-না বলেন কি বলেছেন বা বলতে চেয়েছেন ?

আমি কি বলবো ? মনে মনে বললাম সেই কথা যদি আমি মুখেই বলতে পারতাম, তাহলে কি আর তোমাকে ইশারায় বুঝাতাম !

হঠাৎ করেই নিশি জোরে হেসে উঠল ।

কি ব্যাপার ? এই মেয়ে হাসে কেন ?

আমি বললাম

-কি ব্যাপার হাসো কেন ?

নিশি হাসি থামাতে থামাতে বলল

-আপনাকে এই বুদ্ধি কে দিয়েছে ?

-কোন বুদ্ধি?

-এই যে প্রপোজ করার এই বুদ্ধিটা ? কথা বলতে পারেন না ? মুখ নেই ? নাকি ভোকাল কর্ডে জং পরেছিল । আই লাভ ইউ বা তোমাকে ভালবাসি এই লাইনটা বলা কি খুব বেশি সমস্যা ?

আমার লজ্জার সীমা রইলো না । নিশি আবার বলল

-এট লিষ্ট লিখে দিতে পারতেন ? অথবা মেসেজ পাঠাতেন !ঐ দিন একটু মেজাজ খারাপ হয়েছিল কিন্তু .....

-কিন্তু ?

নিশি একটু মুচকি হাসি দিয়ে বলল

-এখন ঠিক আছে !! আর এখন থেকে প্লিজ সরাসরি বলবেন । কেমন ?



কত দিনের আগের কথা এগুলো ! প্রথম প্রথম কি চমৎকারই না দিন কেটেছে ! তারপর আমি নিজেই কেমন জানি ঘুমের প্রতি একটু বেশি আগ্রহী হয়ে উঠলাম । আসলে ঘুমাতে আমার বরাবরই খুব ভাল লাগে । তার উপর আবার শীত কাল চলে এসেছে এখনতো ঘুমাতে আরো মজা ! কথা সত্যি যে নিশিকে একটু সময় কম দেওয়া হয়েছে । তাই বলে একেবারে ব্রেক আপ !

অবশ্য জন্মদিনের কথা আমার ভুলে যাওয়া একদম ঠিক দম ঠিক হয় নি !

কিন্তু ও আমার কথা একটুও ভাববে না ??

আমি কিভাবে থাকবো ?



একবার মনে হল যাক ! যা গেছে যাক !!

আমি লেপ মুড়ি দিয়ে গুমিয়ে পড়ি । ঘুমালে সব কিছু ভুলে যাবো ! কিন্তু বিছানা কেবল এপাশ ওপাশ করলাম কিন্তু ঘুম আসলোই না কিছুতেই !

পরপর তিনটা দিন পার হয়ে গেল আমার এফোটা ঘুম আসলো না !

এই তিন দিনে নিশি আমাকে একটা বারও ফোন দেই নি !

ফোন না দিয়ে মেয়েটা আছে কিভাবে ?

আগে ঘন্টায় ঘন্টায় আমাকে ফোন দিত । আর আমি যখন ঘুমাতে যাবো ঠিক তখনই যেন বেছে বেছে ও ফোন দিন !

মাঝে মাঝে বিরক্ত হয়ে ফোন রেখে দিতাম !

এই বুঝতে পারছি বেচারি তখন কি যে কষ্টই না পেত ! এখন আমি বুঝতে পারছি !

ইস আর একটা সুযোগ যদি পাওয়া যেত !



নিশির কথা ভাবতে ভাবতে কখন যে ভোর হয়ে গেছে আমি টেরই পাইনি ! সুমনের কথায় বাস্তবে ফিরে এলাম । সুমন খানিকটা অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল

-তুই এতো সকালে ? তোর ঘুম ভাঙ্গলো কিভাবে ?

-ঘুমাই নি ! ভাঙ্গবে কিভাবে ?

সুমন সত্যি আমার দিকে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলো ! তাকিয়ে থাকারই কথা । আমি কি পরিমান ঘুমাই সেটা সুমনের থেকে আর ভাল কেউ জানে না ! আমাকে এভাবে না ঘুমাতে দেখে ওর অবাক হওয়ারই কথা !



এই তিনদিন বাসা থেকে বের হই একদমই ! কিন্তু আজকে বের হতে হল ! যোবায়ের স্যারের একটা জরুরী ক্লাস ছিল । না করলেই নয় !

ক্লাস থেকে বের হতেই দেখি নিশি ! ওর বান্ধবীর সাথে দাড়িয়ে দাড়িয়ে গল্প করছে ।

আহ ! কি স্বাভাবিক দেখাচ্ছে !

তাহলে কি ওর কোন ফিলিংস ই নাই ! ওর জন্য যে তিন দিন আমি এক ফোটা ঘুমাতেও পারি নাই আর এই মাইয়া দেখি একদম ঠিক আছে ।

আসলেই মেয়েরা এমনই হয় !



আমি কিছুক্ষন দাড়িয়েই রইলাম ! নিশিতো আর আসবে না ! আমি না হয় একটু দাড়িয়ে দাড়িয়ে দেখি ওকে !

এই তো আমার দিকে একটু তাকালো !

কিন্তু এমন একটা ভাব যেন আমাকে চেনেই না !

হায়রে কপাল ! বুঝতে পারছি আজকে রাতেও আমার ঘুম আসবে না !

আজকে রাতে কেন আর হয়তো ঘুমই আসবে না !

আর এই মাইয়া নিশ্চই বাসায় গিয়ে শান্তি মত ঘুমাবে ??

নিশি আমার সামনে দিয়েই চলে গেল আমর দিকে একটু চাইলো ও না ! একবার ভাবলাম ডাক দেই । কিন্তু পরে মনে হল কি লাভ !!



কাঁঠাল তলায় বসে রইলাম একা একা !! কিছুক্ষন পর কেউ এসে আমার সামনে দাড়াল । মুখ তুলে তাকিয়ে প্রথমে বিশ্বাস হল না । মনে হল হয়তো স্বপ্ন দেখছি !

নিশি !!

আমি কেবল চুপ করে তাকিয়ে রইলাম । কোন আওয়াজ হলে হয়তো আমার ঘুম ভেঙ্গে যাবে ! নিশি আমার সামনে থেকে চলে যাবো !

কিছুটা সময় নিশি আমার দিকে তাকিয়ে থেকে বলল

-শুনলাম তোমি নাকি ঘুমাও তিন ধরে ?

আমি কিছু বললাম না । চুপ করে রইলাম ।

নিশি আবার বলল

-যাক ! আমার কারনে তোমার ঘুম নষ্ট হয়েছে এটা জেনে ভাল লাগছে !

দেকছো এই মেয়ে কয় কি ?

আমি তার জন্য শান্তি মত রাতে ঘুমাতে পারছি না আর এই মেয়ে কয় যে তার ভাল লেগেছে !!!!

নিশি আবার বলল

-তাহলে দেখা যাচ্ছে ঘুমের ঠেকেও আমি জরুরী তোমার কাছে, তাই না ?

আমি মৃদু কন্ঠে বললাম

-হুম !

-জোরে বল !

-হ্যা !

নিশি এবার আমার পাশে এসে বসল । তারপর বলল

-আমি কেবল এইটাই তোমাকে বোঝাতে চেয়েছি ! তুমি চট করে বুঝতে পেরেছ দেখে ভাল লাগছে !

-মানে ?

-মানে কিছু না ! তোমাকে একটু টাইট দিলাম !

-টাইট ?

নিশি একটু হাসলো !

আমি বললাম

-সত্যি তাহলে তুমি আমা রসাথে ব্রেক আপ কর নি !

-নাহ ! কি বল !

-সত্যি তো ?

-হুম !

-আর জন্মদিনের ব্যাপার টা ? বিশ্বাস কর আমার মনেই ছিল না !

এবার দেখি নিশি আরো জোরে হেসে উঠল !

-আমার জম্মদিন সেদিন ছিল না । আসলে তুমি এতো কনফিউজ ছিলে যে ধরতে পারো নি । আমার জন্মদিন আগামী মাসে !

আমি কেবল অবাক হয়ে এই মেয়ের দিকে তাকিয়ে রইলাম ।

নিশি বলল

-তাই বলে এই ভেব না যে আমি ফান করেছি । আমি কিন্তু ঐ সব ব্যাপার নিয়ে সিরিয়াস ! এবার যদি যাই তাহলে কিন্তু আর আসব না !



আর একটা সুযোগ চেয়েছিলাম আমি ! সেই সুযোগ এসে হাজির ! আমি আর কিছুতেই এটা হারাতে চাই না !

মন্তব্য ৭৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০

ফার্ুক পারভেজ বলেছেন: আমি আর কিছুতেই সুযোগ হারাতে চাই না ;)

১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

অপু তানভীর বলেছেন: হাহাহাহা !! :):):):)

২| ১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

ভবঘুরে_পথিক বলেছেন: পইরা মজা পাইলাম.।। B-) B-) B-)

১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৩

অপু তানভীর বলেছেন: :):):):)

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০২

বিবর্ণ ক্যানভাস বলেছেন: ভাই ঘুম তো আমারও ব্যাপক প্রিয়!! :-(

১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

অপু তানভীর বলেছেন: আমার ঘুম বড় প্রিয় !!

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১০

মারুফ মুকতাদীর বলেছেন: মজা পাইছি………… ;)

২য় ভালোলাগা………… :)

১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

অপু তানভীর বলেছেন: :):):):)

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৮

একজন পথশিশু বলেছেন: Apnar kolpona sokti prkhor. Lekhok hote hoile j goon dorkar apnar majhe tar poorotai ase bole amar biswash. Tobe apnar proti amader onurodh 'haram' shobdota shob khetre bebohar korbenna. Lekha seirokom. Apnar lekha pathokke kolponar jogote nie jay. Apnar kas theke samajik somossha o tar protikar bishoyok post chai.

১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২

অপু তানভীর বলেছেন: ভাইরে আমার মাথায় আর কিছুই আসে না । যা আসে তাই লিখি !
সামাজিক সমস্যা নিয়ে লিখতে গেলে আমাকে অনেক কিছু জানতে হবে । বুঝতে হবে । আমি কম জানি আবার বুঝিও কম !!
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ !!

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪২

সিডির দোকান বলেছেন: ভালা অইছে রে...........

১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২

অপু তানভীর বলেছেন: :):):):)

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালই লিখেছেন ।

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১২

অপু তানভীর বলেছেন: :):):):)

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

লোনলিফাইটার বলেছেন: ভালো লিখছো অপু। :)

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১২

অপু তানভীর বলেছেন: :):):):)

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১১

অপু তানভীর বলেছেন: রাজসোহান অশালীন ভাষা ব্যবহারের জন্য আপনার মন্তব্যটি মুছে ফেলা হয়েছে

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১২

অপু তানভীর বলেছেন: আশা করি আপনি শালীন ভাষা ব্যবহারে আগ্রহী হবেন !!

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৮

নীলতিমি বলেছেন: অসাধারন। :)

মানুষ এত ভন্ড ক্যান ! 'মজা পাইছি' লিখছে অনেকে কিন্তু প্লাস দাগাইছে মাত্র তিনজন (আমিসহ) X(( X(( X((

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৮

অপু তানভীর বলেছেন: আরে এটা কোন ব্যাপারই না ! কে ভাল লাগা দিল না দিল তাতে আমি খুব বেশি কিছু মনে করি না !
আমার কেবল ইচ্ছা আমি যে গল্প গুলো লিখি, যারা আমার গল্প নিয়মিত পড়ে তারা যেন পড়ে !
ব্যাস !!
আর কিছুই চাওয়ার নাই !!

ধন্যবাদ !!

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫০

নিরপেক্ষ মানুষ বলেছেন: সাইনের ছবিটা দিয়া বড়ই উপকার করছেন

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৯

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহহা !!
কাউকে প্রপোজ করার ইচ্ছা আছে নাকি ?? ;);)

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৫

ফার্ুক পারভেজ বলেছেন: আমার ও সাইনটা শেখা দরকার।

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৯

অপু তানভীর বলেছেন: :):):)

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৪

আদৃতা হাসান বলেছেন: আপনার লিখার হাত আসলেই ভালো :) :) :)
নিশি নামটা মনে হয় আপনার নায়িকার ব্র্যান্ড নেম। আরও সুন্দর কোন নাম দিতে পারতেন। রুপা-মীরা-তিথি-নিতু বা নীরা নামগুলোর মত সুন্দর কোন নাম। নিশি কেন যেন অন্ধকার অন্ধকার লাগে।

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৮

অপু তানভীর বলেছেন: আপনাকে দেখে ভাল লাগছে ! কথাটা খানিক টা সত্য ! নিশি নামটা আমার না, আমার গল্পের নায়িকার ব্র্যান্ড নেম। অন্য নামও আমি ব্যবহার করি ! তবে কম !
অন্ধকার অন্ধকার কেন বলছেন, বলুন রহস্যময়ী !
হহাহাহাহা !!

ভাল থাকবেন সবসময় !!

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:২০

জাকারিয়া মুবিন বলেছেন: ভাই, মাইন্ড খাইয়েন না।

আপনার আজকের লেখায় অনেকগুলো বানান ভুল দেখে বিরক্ত হয়েছি।

কেন যেন গল্পটাও টাচ করেনাই।

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৭

অপু তানভীর বলেছেন: একবার না এডিট করে দিলাম !! এখনও ভুল আছে নাকি ?
:(:(:(

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৮

সিলেটি জামান বলেছেন: একটা ভালবাসা পেতে গিয়ে আরেকটা ভালবাসা বিসর্জন দিলেন |-) |-) |-) |-) এইরাম প্রেম আইজ-কাইল দেখাই যায়না :) :)

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৪

অপু তানভীর বলেছেন: নারে ভাই ঘুমের কাছে পৃথিবীর প্রায় সব কিছু বিষর্জন দিয়ে দিতে পারি !!
:):):)

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৮

নিরপেক্ষ মানুষ বলেছেন: ভবিষ্যতে করতে তো হতে পারে

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৮

অপু তানভীর বলেছেন: তা অবশ্য হতে পারে !! :):):)

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৩

জাকারিয়া মুবিন বলেছেন: প্রিয় অপু, একটা অভিযোগ করি,
আপনার ব্লগে আমি নিয়মিত আসি কিন্তু আপনি আমার ব্লগে আসেন না।
মাইন্ড খাইলাম। :( :( :(

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০০

অপু তানভীর বলেছেন: মাইন্ড খাইয়েন না !!! :):):):)

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৩

বুঝিনাই বলেছেন: আপনার গল্প পড়ে একটা গুরুত্বপূর্ণ চিন্তায় পড়লাম, ঘুম বড় না গার্ল ফ্রেন্ড বড় :-& :-&, ভাবতেসি আজ রাতে ঘুমের সময় এই বিষয়টা নিয়ে চিন্তা করেই কাটিয়ে দিব :P :P

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০২

অপু তানভীর বলেছেন: আপনে চিন্তা করতে থাকেন আমি একটু ঘুমায়া লই :D:D:D

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৯

বেলাল আহমদ খান বলেছেন: ভাইয়া আমার বিশ্বাস হয়না যে কেউ ৩ দিন না ঘুমায় থাকতে পারে। হতেও পারে। ভালোয় লাগ্লো গল্পটা। :)

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০৩

অপু তানভীর বলেছেন: ভাইরে কন কি ? আমি নিজে দুইদিন না ঘুমায়া থাকছি !! কষ্টের কথা আর কি কমু !!!!

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৯

চে সিমান্ত বলেছেন: ''-কিন্তু আমি কি এমন করলাম বল ?
নিশি আমার দিকে কিছুক্ষন শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল । তারপর বলল
-তোমার সমস্যা এটাই যে তুমি কিছুই কর না । প্রপোজ করার পর থেকে আজ পর্যন্ত কিছু করেছ তুমি ? তুমি কেবল নামেই আমার বয়ফ্রেন্ড । কামে না !'' :-B :-B

অপু ভাই,আপনার টিকটিকির সাথে প্রেম করা উচিত।
টিকটিকি সবসময় দেয়ালের সাথে লেগে থাকে,আর আপনি বিছানার সাথে লেগে থাকেন। ;) ;)

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৭

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:১২

এম ই জাভেদ বলেছেন: গল্পটি একেবারে জীবন্ত মনে হল। আপনার জীবন থেকে নেয়া নাকি। ভাল লেগেছে প্রেমিক প্রেমিকার প্রাণবন্ত খুনসুটি, অভিমান।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:১৫

অপু তানভীর বলেছেন: নরে ভাই আমার জীবন থেকে নেওয়া না ! একদম বানানো গল্প !!
পড়ার জনয ধন্যবাদ !!

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৫:২২

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আমি একবার ঠিক করিছিলাম এমনে আই লাভ ইউ কমু। :P :P :P
পরে আর অয় নাই :( :( :( :(

১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৪

অপু তানভীর বলেছেন: কি অয় নাই ?
এই ভাবে বলেন নাই নাকি তাকে বলেন ই নাই ?
বিস্তারিত বলেন মিয়া !!

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: ৯ নাম্বার পিলাচ লন । +++++++

নিশিরে ভালা পাই :#> :#> :#> :#>

১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৬

অপু তানভীর বলেছেন: :):):):)
আমিও নিশিরে ভালা পাই !!
একটু বেশিই ভালা পাই !! B-)) B-)) B-)) B-)) B-))

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:২৭

অন্ধকারের রাজপুত্র বলেছেন: এইটা কোনো কথা হইলো ? X(

ঘুমের উপ্রে দুনিয়ায় কিসু নাই...
জাহান্নামে যাক গার্লফ্রেন্ড ! :D

সবকিছুতে ছাড় দিতে রাজি আছি, কিন্তু আমি আমার ঘুমে কোন ডিস্টার্ব বরদাশত করি না ! B-) B-) B-) B-)

+++++ দিলাম !


১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৯

অপু তানভীর বলেছেন: আপনের কি গার্লফ্রেন্ড আছে ?
না থাকলে কোন কথা নাই কিন্তু যদি থাকে তাকে এই কমান্ট টা দেখাইয়েন !!
সে আপনারে জাহান্নামেই পাঠায়ে দিবো..।
B-)) B-)) B-)) B-)) B-)) =p~ =p~ =p~ =p~

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০১

অপ্র্রকাশিত বলেছেন: ব্যাপুক হইছে...........
আমার ও মুন্চায়...... :(( :(( :(( :(( :P |-) |-) |-) |-) |-) |-) |-) |-) =p~ =p~ =p~

১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৯

অপু তানভীর বলেছেন: :) :) :) :) :) :) =p~ =p~

২৬| ১৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: আমার ঠিক উলটা। আমার সেই মানুষ টা আবার এত ঘুমায় কি বলবো। রাত ১১ টা বাজতে না বাজতেই তার মাথা আউলায়া যাইতে থাকে ঘুমে, কি বলতে কি বলে, মাঝে মাঝে টেরও পায় না। আর আমি সম্পূর্ণ উলটা।
আমার হাইপোথিসিস হচ্ছে, জীবন টা খুব কম সময়ের। এই অল্প সময় টা ঘুমিয়ে নষ্ট করার কোন মানে হয়না। কত কিছু আছে পড়ার, দেখার, শোনার, কত কিছু !! ঘুমের জন্য অনেক সময় পড়ে আছে। কবরে। নিশ্চিন্ত হয়ে বহুকাল ঘুমাও। তাই না ঘুমাতে ঘুমাতে আমার চোখের নিচে কালি হয়ে গিয়েছিল পার্মানেন্ট।
এই ঘুম নিয়ে তার সাথে কত ঝগড়া, অভিমান। মিস করছি।

আপনার লেখাগুলো পড়লেই বেশিরভাগ সময় বিষন্নতায় আক্রান্ত হই, অনেক কিছু মনে পড়ে। তাই সব সময় সব কিছু বলতেও ইচ্ছা করেনা। আপনার লেখার শক্তিশালী দিক এটাই।

১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৯

অপু তানভীর বলেছেন: আপনার মত অনেকেই বলে আমার লেখা পড়ে নাকি বিষন্নতায় আক্রান্ত হয় ! অনেকের নাকি পুরানো কথা মনে করিয়া দেই !
কিভাবে করি আমি নিজেই জানি না !

আমার কাছেও কিন্তু ঘুম অনেক প্রিয় ! বলতে পারেন মোটামুটি সব কিছু থেকেই ! কিন্তু ঘুমের থেকেও সে বেশি কিছু !! আমার মনে আছে আমি জীবনে যে কয়টা নির্ঘুম রাত কাটিয়েছে তা কেবল তার জন্যই ! আমি জেগে আছি আর সে আরাম করে ঘুমিয়েছে । সব হিসাব করে রেখেছি আস্তে আস্তে সব উসুল করবো !!
;) ;) ;)

ভাল থাকবেন সব সময় !!

২৭| ১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০০

নেক্সাস বলেছেন: মজা পাইলাম..

১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪২

অপু তানভীর বলেছেন: আমিও মজা পাইছি !!
তবে আরো মজা পাইতেন যদি এই রকম পরিস্থিতির স্বীকার হইতেন !! :):):)

২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৬

সপ্নাতুর আহসান বলেছেন: ভাই আপনার লিখা তো আমার ঘুম হারাম কইরা দিছে, খালি প্রেম করবার মন চায়। আমিও একটা সুযোগ চাই!

১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৪

অপু তানভীর বলেছেন: ভাইরে এই সুযোগ কি কেউ কাউরে কইরা দিতে পারে ??
নিজেই কইরা নিতে হয় !!
চেষ্টা চালায়ে যান !

২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৪

সান্তনু অাহেমদ বলেছেন: ভালো লাগা রইল।++

শুভ কামনার জল একচিলতে।

১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

এেলােমেলা সব বলেছেন: ভাই আমি যে অল্প কয়েকজনের ব্লগ অনুসরণ করি তার মধ্যে আপনি একজন | লেখা চালিয়ে যাবেন আশা করি.।

১৫ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৮

অপু তানভীর বলেছেন: শুনে খুশি হলাম !!
দেখা যাক ! আল্লাহ ভরশা !!

৩১| ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫০

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আমি কইছিলাম ত
কিন্তু সে ট্যার পায় নাই X( X( X( X(

১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪০

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৬

অনীনদিতা বলেছেন: চে সিমান্ত বলেছেন: ''-কিন্তু আমি কি এমন করলাম বল ?
নিশি আমার দিকে কিছুক্ষন শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল । তারপর বলল
-তোমার সমস্যা এটাই যে তুমি কিছুই কর না । প্রপোজ করার পর থেকে আজ পর্যন্ত কিছু করেছ তুমি ? তুমি কেবল নামেই আমার বয়ফ্রেন্ড । কামে না !'' :-B :-B

অপু ভাই,আপনার টিকটিকির সাথে প্রেম করা উচিত।
টিকটিকি সবসময় দেয়ালের সাথে লেগে থাকে,আর আপনি বিছানার সাথে লেগে থাকেন। ;) ;)

হা হা

১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫২

অপু তানভীর বলেছেন: :P :P :P :P

৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৭

নীলপথিক বলেছেন: আপনার লেখাগুলো ভালো লাগে। মনে হয় টিন-এজ পেরোনো উদ্দাম প্রেমের যুগে ফিরে গিয়েছি।
বয়সের কারণেই কিনা জানি না, এখন প্রেমের মধ্যে একটু ম্যাচিওরিটি খুঁজি। প্রেমালাপের মাঝে সুক্ষ্ণ রসবোধটা টানে ভীষণ। সামনে এমন কিছু লেখলে আরো ভালো লাগতো।

১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৬

অপু তানভীর বলেছেন: :):):):):)

৩৪| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫১

সিয়ন খান বলেছেন: কামের বয়ফ্রেন্ড না ।

১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৭

অপু তানভীর বলেছেন: হাহাহাহা !!
আসলেই কামের না !!

৩৫| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৭

মাইকেল কলিয়নি বলেছেন: আর একটা সুযোগ চেয়েছিলাম আমি ! সেই সুযোগ এসে হাজির ! আমি আর কিছুতেই এটা হারাতে চাই না ! লাইন টাতে প্লাস

কিন্তু আমার লাইন গুলা ছিল আর একটা সুযোগ যদি থাকতো আমার . আমি কিছুতেই হারাতে দিতাম না

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০০

অপু তানভীর বলেছেন: কিছু হয়তো আর করার নাই !! তাই সব কিছু ভুলে সামনে এগিয়ে যাওয়া উচিত যদিও তা সহজ নয় !!
কিন্তু বেচে যে থাকতেই হয় !!
ভাল থাকুন সবসময় !!

৩৬| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:২২

আতিকুল০৭৮৪ বলেছেন: kosto lage bhai,boroi kosto lage amar.keo propose o korlo na aj porjonto

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০২

অপু তানভীর বলেছেন: কি গো ভাই এমন ভাবে কইতাছেন যেনন জীবন শেষ হইয়া গেছে !!!
করে নি করবে !!

আর আপনে কেন অন্যের অপেক্ষায় থাকবেন? যাকে ভাল লাগে বলে ফেলুন !!

৩৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

একজন আরমান বলেছেন:
মেয়ে মানুষ হুদাই ব্রেক-আপ করে। - বাবা আরমানন্দ। :P

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

অপু তানভীর বলেছেন: ঠিকই কইছো মিয়া =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.