নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্পঃ সঙবাদিক

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

-শুনো বদরুল তোমাকে যে জন্য ডেকেছি ! সামনে তো ২৬ শে মার্চ আসছে । বিশেষ কিছু তো করা লাগবে !
-জি মীজান ভাই বলেন কি করতে চান ? ঐ যে গতবছর যে কাজটা করেছিলাম সেটাই আরেকবার রিপিট করি ?
-হ্যা ঐটাই কর । আরেকটু নতুন ভাবে । কেমন ! ক্যামেরা ম্যান সামি কে নিয়ে নাও । ও একটু নতুন তবে বুঝিয়ে দিলে কাজ ভাল করবে !
-জি আচ্ছা ভাই !

বদরুল মীজান ভাইয়ের ক্যাবিন থেকে বের হতে হতে দম ছেড়ে বাঁচলো । প্রতিবারের মত এবারও একই কাজ করতে বলাতে রক্ষা । নতুন কিছু হলে কিভাবে সেটা করতে হত সেটা বের করতে বদরুলের জান বেরিয়ে যেত । শেষে মনমত যদি না হত তাহলে মীজান ভাই আবার খুব রাগারাগি করত । কয়েক জনের তো চাকরিও চলে গেছে মন মত কাজ না পাওয়াতে । এই চাকরি চলে গেলে আবার নতুন কোন চাকরী জুটতো কি না কে জানে ! ভাগ্যভাল এই বুদ্ধিটা আগে থেকেই বের করে রেখেছিল । পাবলিক খায়ও এই জিনিস ! প্রতিবছর ঘুরে ফিরে এই একই জিনিস দেখায় সেটা নিয়ে কিছু দিন কথা বার্তা । ফেসবুক টুইটারে হইচই ! চ্যানেলের টিআরপি উপরের দিকে । ব্যাস মীজান ভাই খুশি সবাই খুশি !


বদরুল নতুন ক্যামেরা ম্যান কে নিয়ে চলে এল ঢাকা ভার্সিটি এলাকাতে । এই এলাকাতে সব সময় লোক সমাগম থাকে । তবে সে ক্যামপাসের দিকে গেল না । ক্যাম্পাসের দিকে গেলে কাজ হবে না । বদরুল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে হাটা দিল । এই খানে বেশির ভাগ আসে বাইরে থেকে । অনেক সাধারন মানুষ পাওয়া যাবে । আর জায়গাটাও চেনা সবার ।

বদরুল ক্যামেরা ম্যান সামিকে বলল
-তুমি ক্যামেরা সব সময় রেডি রাখবা কেমন ?
-জি আচ্ছা ।
-আমি যার সাথেই কথা বলি না কেন সবটাই রেকর্ড করা চাই । পরে আমরা এডিট করে নিব ।
-জি !

বদরুল এক কাপলকে দেখতে পেল । যদিও স্কুল ড্রেস নেই তবুও বদরুলের মনে হল তারা হয়তো স্কুল কিংবা কলেজ কামাই দিয়েই এসেছে । বদরুল তাদের কাছে এগিয়ে গেল !
-আচ্ছা তোমাদের সাথে একটু কথা বলতে পারি ?

মেয়েটির চোখে একটু দ্বিধা দেখা গেলেও ছেলেটির ভেতরে তেমন কিছু দেখা গেল না । ছেলেটি বলল
-জি বলুন !
-তোমার কোথায় পড়াশুনা কর
ছেলেটি কলেজের নাম বলল ।
-আচ্ছা যে প্রশ্নটা করতে চাই । তুমি কি জানো বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ?
-জি । ২৬ শে মার্চ ।
বদরুল একটু হতাশ হল ।
আর বিজয় দিবস ?
-১৬ ডিসেম্বর !
-শহীদ দিবস ?
ছেলেটির মুখে একটু হাসি দেখা দিল । যেন ছেলেটি মজা পেল প্রশ্ন শুনে ! ছেলেটি বলল
-কোন শহীদ দিবস ভাষা শহীদ নাকি শহীদ বুদ্ধিজীবী দিবস ?

বদরুল হতাশ হল পুরোপুরি ! একে দিয়ে হবে না । অন্য কাউকে লাগবে !

বদরুল চলে গেল আরেকটু দুরে বসে থাকা দুটি মেয়ের কাছে ।
-বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে তোমরা জানো ?
-২৬শে মার্চ !


আরও একজনের কাছে গেল
-বাংলাদেশের স্বাধীনতা দিবস ?
-২৬ শে মার্চ !

-কবে ?
-২৬

কবে ভাই
২৬শে মার্চ

এভাবে গুনে গুনে ২৮ জনকে জিজ্ঞসে করলো বদরুল এবং সবাই সঠিক উত্তর দিল । বদরুলের মেজাজটা খারাপ হয়ে গেল ।
নাহ এদিকে আসাটাই ঠিক হয় নি । জিয়া উদ্যানের দিকে গেলে ভাল হত । ওদিকে একটা কাজ হলেও হতে পারে । ওকে মাইক হাতে বসে থাকতে দেখে ক্যামেরা ম্যান সামি বলল
-ভাই সমস্যা কি ! আপনি এমন হতাশ চোখে তাকিয়ে আছেন কেন ?
-আরে তো কি করবো ?
-মানে কি ! আপনি প্রশ্ন করেছেন ওরা উত্তর দিয়েছে । ব্যাস এটা নিয়ে রিপোর্ট করলেই তো হয় !
বদরুল বিরক্ত চোখে তাকিয়ে বলল
-তুমি আমার বুঝো কচু ? ২৬ মার্চ স্বাধীনতা দিবস এটা সবাই পারলে সেটা কোন সংবাদ হবে ? হবে না । এটা সবাই পারে । কিন্তু যদি এটা কেউ না জানে সেটা হবে সংবাদ বুঝেছো !
বদরুল জানে যে এই ছেলে নতুন । এই সব এখন এই ছেলের মাথায় ঢুকবে না । আরও কদিন থাকুক তারপর বুঝতে পারবে ! এতো সময় ধরে এখানে আছে কোন কাজের কাজ হয় নি । বদরুলের চোখ এদিক ওদিক খুজতে লাগলো । তার চোখে খুজছে এমন কাউকে যে ঠিক মত এই জিনিস টা বলতে পারবে না । কিংবা একটু গুলিয়ে ফেলবে । তাহলেই হবে ।
এই পাওয়া গেছে ।

আরও একটা একটা পরিবারকে পাওয়া গেছে । বাবা মা আর মায়ের পাশে একটা ১০/১২ বছরের ছেলেকে দেখা যাচ্ছে । পোশাক পরিধানে বোধা যাচ্ছে । একে ধরলে পারবে !

-শুনছেন একটু ? আপনাদের সাথে একটু কথা বলা যাবে !
-জি-জি কি কথা ?
-ভয়ের কিছু নেই । আমরা কাসেম টিভি থেকে এসেছি । সামনে তো বিশেষ দিন আসছে তো তাই সবার সাথে কথা বলছি ।
-জি বলেন !
-বাবু তোমার নাম কি !
-রিপন !
-আচ্ছা তুমি কি জানো আমাদের স্বাধীনতা দিন কবে ?
বদরুল দেখতে পেল ছেলেটার মুখটা একটু যেন শুকিয়ে গেছে । একবার সে তার বাবার দিকে আরেকবার মায়ের দিকে তাকাচ্ছে । যাক এতবার তাহলে পাওয়া গেছে । পাওয়া গেছে !
-বল কাবে ?
-ছা-ছাব্বিসে মার্চ !

দুরওওওওও!! এইটাও হবে না ।

বদরুলের বিরক্তির সীমা রইলো না । আজকে সবার হইলো কি ! সবাই মনে হচ্ছে ইতিহাত মুখস্ত করে এসেছে । তারপর সামির দিকে তাকিয়ে বলল
-চল আজকে এখানে থেকে হবে না । অন্য কোথাও যাই ।

বদরুলের কাজ হল না । যাকেই জিজ্ঞেস করে সেই সঠিক উত্তর দিয়ে দেয় । রাতে বাসায় গিয়ে ক্লান্ত হয়ে শুয়ে রইলো । কালকে আবারও বের হতে হবে । কালকের ভেতরে কাজ টা না করতে পারলে মীজান ভাই তাকে কি করবে কে জানে ।

রাতের বেলা যখন ফেসবুকে ঢুকলো তখন তার চোখ চড়খ গাছ !
একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে । কিভাবে ভন্ড সঙবাদিক সংবাদ বানায় । সেই সাঙবাদিক আর কেউ না সে নিজে । সে কিভাবে কাকে কাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে । ক্যামেরাম্যান সামির সাথে কি কি কথা বলেছে সব !

কিছু সময় পরেই মীজান ভাইয়ের ফোন এসে হাজির । এবং মীজান ভাই তাকে যা বলল তাতে যেন ওর মাথায় আকাশ ভেঙ্গে পড়লো । ক্যামেরা ম্যান সামি তার আর ওর নিজের মাঝের কথা এবং সে বাকি সব কিছু নেট এ আপলোদ করেছে । এবং সেটা খুব ভাইরাল হয়ে গেছে ।
বদরুল বলল, এখন ?
-আর আর কি ! তোমাকে আর রাখা যাচ্ছে না বদরুল ! তোমাকে রাখলে আমার চ্যানেলের বদনাম হবে । বুঝতে পেরেছো । তুমি কাল থেকে আর অফিসে এসো না !


("সঙবাদিক" নাম টা চরম উদাসের গল্প "সঙবাদিক" থেকে নেওয়া)

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: বদরুল ভাই হিট হইতে চাইছে।কিন্তু এভাবে হবে কল্পনাও করে নাই। ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

অপু তানভীর বলেছেন: :D

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮

সাকিন সিকদার (জেন) বলেছেন: টি র পি এর জন্য সাংবাদিকররা এর থেকে আরো বেশি নিকৃষ্ট কাজ করে থাকে। যাই হউক গল্পটা অনেক ভালো হয়েছে। আপনি আমাদের সমাজের বাস্তব কিছু ফ্যাক্ট তুলে ধরার চেষ্টা করেছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০

অপু তানভীর বলেছেন: সঙবাদিক এমনই

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার হইছে। B-)

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

অপু তানভীর বলেছেন: :) :)

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০২

চেনা পথের অচিন পথিক বলেছেন: ফাটাফাটি

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৬

অপু তানভীর বলেছেন: :) :)

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

জুবায়ের সোহেল বলেছেন: বদরুল মিয়া গেছে :) :D

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১

অপু তানভীর বলেছেন: :D :D

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

দিগন্ত জর্জ বলেছেন: স্যাটায়ারটা অসাধারণ ছিলো ভাই। বাস্তব চিত্রটা তুলে ধরলেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮

অপু তানভীর বলেছেন: :) :)

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২২

লাডল্লা পোলা বলেছেন:
ইতিহাস জানতে গিয়ে নিজেরাই ইতিহাস হয়ে গেল ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

অপু তানভীর বলেছেন: তবুও এদের তো লজ্জা নেই

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

লাডল্লা পোলা বলেছেন: বাদর টাইপের মানুষ গুলো ভুয়া সাংবাদিক বেশী হয় , আর বাদরের তো লজ্জা কম যানেনি ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

অপু তানভীর বলেছেন: :D

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪০

আনু মোল্লাহ বলেছেন: বেশ লাগল :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০১

অপু তানভীর বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.