নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাঝেই আমি। এ যেন এক অচেনা সত্য। এই সত্য জানার পথে অগ্রসরমান এক পথিক.।.।.।

পিয়াল হাসান আকাশ

দেশকে সুখী দেখতে চাই

পিয়াল হাসান আকাশ › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত পাণ্ডুলিপির কিছু অংশ

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২১

[প্রায় বছর পাঁচ এক আগের কথা, একটি ছেলে কলেজে লেখাপড়া করত । যদিও ছেলিটি ডানপিটে ছিল তবুও পড়ালেখায় বেশ ভাল ছিল। ছেলেটির ছিল দুর্দান্ত সাহস। খুব বন্ধুপ্রিয় ছিল সে। এমনই কয়েকদিন চলল । সেই কলেজে এক মেয়ে পড়ত । নাম তার নাই জানা হল। মেয়েটির সাথে ছেলেটির শুরু থেকেই ঝগড়া। সবসময় ক্লাসে একে অপরের সাথে লেগেই থাকত। কিন্তু আস্তে আস্তে তাদের দুজনের মধ্যেই বন্ধুত্ব সৃষ্টি হল । তারা একে অপরের সাথে কথা বলত ফোনে । ধীরে ধীরে এই বন্ধুত্ব আরও গভীর হয়। ছেলেটি যদি একদিন ক্লাসে না আসত তাহলে মেয়েটির মন টিকত না, আবার মেয়েটি যদি না আসত তাহলে ছেলেটি টিকতে পারত না। এভাবে অনেক দিন কাটে। ছেলেটি এখন বন্ধুদের চেয়ে ফোনে সময় একটু বেশিই দিত। "দোস্ত আজকে একটু কাজ আছে রে" এগুলো ছিল সেই ছেলেটির বন্ধুদের সাথে কথা। ছেলেটি বুঝতে পারে সে মেয়েটিকে ভালবেসে ফেলেছে। তাই সে ঠিক করে মেয়েটিকে সে বলবে। সেদিন কলেজ বন্ধ দিবে। ছেলেটি ঠিক করল সেদিনই সে মেয়েটিকে বলে দিবে তার মনের কথা। মেয়েটি চলে যাচ্ছিল, ছেলেটি দৌড়ে গিয়ে মেটিকে বলল " তোমার সাথে কথা আছে দাঁড়াও"। মেয়েটি বলল ' কি কথা? বল'। ছেলেটি আস্তে করে বলল" আই লাভ ইউ"। মেয়েটি মুচকি হাসল। কিছু বলল না। আর কোন কথা নেই.।.।.। প্রায় এক মাস পর ছেলেটির মোবাইলে একটি কল আসলো। ফোনটি ছিল ওই মেয়েটির। ওই পাশ থেকে বলল" কাল কলেজে এসো কথা আছে"।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.