| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশকে সুখী দেখতে চাই
জীবনটা আজ এলোমেলো,
স্বপ্নগুলো সাদাকালো।
কল্পনায় অভিবাসন,
করেছি দুঃখবরণ ।
বেঁচে থাকার জন্য বেঁচে থাকা,
পথ চলেছি আঁকাবাঁকা ।
সুখের খোঁজে , দুঃখ সয়ে ,
মুগ্ধ আমি নিজের অভিনয়ে ।
আমার মাঝে কোন সে আমি?
সবই যেন পাগলামি।
একা একা ভাবি বসে,
কি হবে যে অবশেষে?
চাওয়ার সাথে পাওয়ার অমিল-
পাওয়া না পাওয়া একই সামিল।
কি আমি চাই, কি বা যে পাই?
যা আমি পাই, তাই যে হারাই.।.।.। 
২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২
পিয়াল হাসান আকাশ বলেছেন: হা হা হা আপনার চুটকি টা ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪
গেম চেঞ্জার বলেছেন: ভাইলোগ! আপনার গলায় সাপ!!!!!!!!