নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৮৫

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৭



১। বাড়ির বউদের মধ্যে যদি হিংসা কিংবা ঈর্ষা ভাব থাকে, তাহলে ভাইয়ে-ভাইয়ে সম্পর্কও নষ্ট হয়ে যায়।

২। একটি রুমে ১২ জন মানুষ আছে। এদের মধ্যে কিছু সৎ এবং কিছু অসৎ। সৎ মানুষ গুলো সব সময় সত্য বলে আর অসৎ মানুষ গুলো সব সময় মিথ্যা বলে। তাদের সবাইকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, "রুমটিতে কত জন সৎ মানুষ আছে?"
উত্তরে প্রথম জন বলল, "রুমটিতে কোনো সৎ মানুষ নেই।"
দ্বিতীয় জন বলল, "এক জনের বেশি সৎ মানুষ নেই।"
তৃতীয় জন বলল, "দুই জনের বেশি সৎ মানুষ নেই।"
চতুর্থ জন বলল, "তিন জনের বেশি সৎ মানুষ নেই।" এভাবে বলতে বলতে ১২ তম মানুষ বলল, "১১ জনের বেশি সৎ মানুষ নেই।"

প্রশ্ন হচ্ছে, রুমটিতে আসলে সৎ মানুষের সংখ্যা কত?

৩। আমার পুত্র আছে, আমার ধন আছে, মূর্খেরা এভাবে চিন্তা করে যন্ত্রণা ভোগ করে! যখন আপনি-ই আপনার নয়, তখন পুত্র কিংবা ধন কিভাবে আপনার হবে?
- ত্রিপিটক

৪। 'ইস্পাত' লেখক- নিকোলাই অস্ত্রভস্কি।
বইতো নয় যেন জ্বলন্ত আগুণ। বই পড়তে যেয়ে আমার ভেতরটা মড়-মড় করে উঠলো। শরীরটা ঘেমে গেল, আমি কিসের যেন আওয়াজ শুনতে পেলাম! বইয়ের লেখক নিকলাই অস্ত্রভস্কি তার জীবনীকেই এঁকেছেন এ বইয়ে। স্পন্ডিলাইটিসে আক্রান্ত হয়ে মারা যান মাত্র ৩২ বছর বয়সে। জীবনের শেষ আটটি বছরের প্রথম চার বছর ছিলেন অন্ধ হয়ে। লাইন সোজা রাখার জন্য তার স্ত্রী তাকে কাগজ সেটে দিতেন কাঠের খাজ কাটা বোর্ডে। আর শেষের চার বছর তার দিন কাটে একেবারে বিছানায়। অন্ধ আর পঙ্গুত্বে জড়াজড়ি করে।

ইস্পাত বইটির মূল নাম ‘হাও দ্যা স্টিল ওয়াজ টেম্পার্ড’। বইটি অনুদিত হয়েছে শতাধিক ভাষায় আর পেয়েছে রাশিয়ার সর্বোচ্চ খেতাব লেনিন অর্ডার।

৫। পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়। আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান! বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর। আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই! আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের। শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান.. একদিন সফল হবেন। ইনশাআল্লাহ!

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪১

মনিরা সুলতানা বলেছেন: আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই! আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের। শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান.. একদিন সফল হবেন। ইনশাআল্লাহ!

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫২

পদ্মপুকুর বলেছেন: আমার কাছে আপনার যে নাম্বার ছিলো, দুদিন আগে সে নাম্বারে ফোন দিলাম, অপরিচিত একজন ধরে বললো- রঙ নাম্বার.... কি ঘটনা ভাইসাহেব?

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: আমার গ্রামীণ নাম্বার। ০১৭১৭ ৪০ --------

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent.

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: দন্যবাদ বড় ভাই।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ২। রুমটিতে ১ জনের বেশী সৎ মানুষ নাই। দ্বিতীয় জন সেই সত্যবাদী।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: কিভাবে? ব্যখ্যা করুন।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথম জন মিথ্যা বলছে এটা বোঝা যাচ্ছে আপনার দেয়া তথ্য থেকে ( আপনি বলছেন ১২ জনের কেউ মিথ্যা বলে কেউ সত্য বলে) । ১২ তম জনের কথা সত্য ধরলে তার আগে যারা ১০, ৯,৮,৭,৬,৫,৪,৩,২ ও ১ জনের বেশী সৎ মানুষ নাই যারা বলেছেন তারা মিথ্যা প্রতিপন্ন হবেন। কিন্তু এরা মিথ্যা বললে ১২ তম জনের কথার সাথে সংঘর্ষ হয়। তার মানে ১২ তম জন মিথ্যা বলছে। একইভাবে ১১, ১০, ৯, ৮, ৭, ৬, ৫, ৪, ৩ তম জন মিথ্যা বলছে প্রমাণ করা যায় একই পদ্ধতিতে। বাকি থাকে প্রথম ও দ্বিতীয় জন। প্রথম জন মিথ্যা বলছে এটা আপনার লেখার সাথে সংঘর্ষ তৈরি করে এটা আগেই বলেছি। এখন শুধু বাকি থাকে দ্বিতীয় জন। উনি মিথ্যা বললে দাড়ায় ১ জনের বেশী সৎ মানুষ আছে। কিন্তু ১ জনের বেশী সৎ মানুষ আপনি পাবেন না। কারণ ৩ থেকে ১২ নম্বর মিথ্যা বলছে আমরা তা প্রমাণ করেছি এবং ১ নম্বরও মিথ্যা বলছে। শুধু বাকি থাকে ২ নম্বর জন যিনি একমাত্র সত্যবাদী ব্যক্তি।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: বুদ্ধিদীপ্ত ব্যখ্যা।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৪

শোভন শামস বলেছেন: সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান.. একদিন সফল হবেন। ইনশাআল্লাহ!

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২১

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছবি কি আপনি তুলেছেন?

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: ছবি দেখেও যদি না বুঝতে পারেন তাহলে আমি বলব আপনি একজন বোকা।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: বিবাহের পরে মানুষ্য জীবনের মুল দিক দেখা যায়! আর বয়স বাড়লে এবং টাকা না থাকলে! (১ নং পয়েন্ট)

২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৬

নেওয়াজ আলি বলেছেন: ১) সংসারের সত্য চিত্র । ৩) আমার দুই মেয়ে

২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: বাহ!

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:




৩ নং:

ধর্মগ্রন্হগুলো লিখেছেন অতীতের বুদ্ধিমানেরা; আজকের ১০ম শ্রেণীর বাচ্চারা উনাদের চেয়ে বেশী জানে।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ আপনার সাথে পারবো না।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জনাব চাঁদ গাজীর সাথে সহমত।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: ওকে বড় ভাই।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

ইসিয়াক বলেছেন: আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই! আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের। শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান.. একদিন সফল হবেন। ইনশাআল্লাহ!

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৪,বইটি পড়েছি অনেক বছর আগে। সত্যি বলতে এখন কিছুই মনে নেই।স্নায়বিব দুর্লতার জন্য ভুলেও যাই অনেক কিছু।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২২

রাজীব নুর বলেছেন: ভুলে গেলেও, শেষমেষ কিছু থেকেই যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.