| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একজন মানবিক মানুষকে বলা হচ্ছে-
মানবতাবিরোধী অপরাধ করেছে। অত্যন্ত দুঃখজনক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় পর্যন্ত দিয়ে দিলো! কি হাস্যকর। জাতি জানে- সব জামাতের কারসাজি। এটা জাতি খুব ভালো করেই জানে এবং বুঝে। শেখ হাসিনা কাকে গুলি করে মারলো? কাকে হত্যা করলো? একটা ভিডিও ফুটেজ দেখান। আছে কোনো শালার কাছে ভিডিও ফুটেজ? অথচ জামাত পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য- একজন মানবিক মানুষকে, দেশপ্রেমিক মানুষকে জোরজবস্তি, মনগপড়া নিজের ইচ্ছে মতো- রায় দিয়ে দিলো- 'ফাঁসি'। মামা বাড়ির আবদার! শকুন খামচে ধরেছে দেশ। সব কিছু তাদের অধিকারে। জামাত মনে করেছে, তাদের ১৫ বছরের পরিকল্পনা সফল হয়ে গেছে! আরে ভাই বাপেরও বাপ থাকে। অপেক্ষা করুন। দাবার চাল বদলে যাবে।
তার ফাঁসি হতে পারে এমন অপরাধ শেখ হাসিনা করেন নাই।
অথচ ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। স্পষ্ট বুঝা যাচ্ছে সব জামাতের নীল নকশা। শেখ হাসিনা রাজাকারের বিচার করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছে, জামাত এখন সেই পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। আর কিচ্ছু না। জামাত ভালো করেই জানে- হাসিনা কাউকে গুলি করে মারে নাই। মারতে বলেও নাই। আসলে ৭১ এর পরাজিত শক্তি কোনোদিন ভালো হবে না। শেখ হাসিনা সাহসী নারী। তার কিছুই হবে না। এরকম ফাঁসি শেখ মুজিবকেও দিতে চেয়েছিলো, পারে নাই। ইন্দিরা গান্ধী আজ বেচে থাকলে পরিবেশ পরিস্থিতি অন্য রকম হতো। তবে আমি নিশ্চিত জামাতের স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। সব বদলে যাবে। দেরী হোক যায়নি সময়। যত গর্জে তত বর্ষে না। অপেক্ষা করুন আর দেখুন ।
আইন উপদেষ্টা আসিফ নজরুল পাগল হয়ে গেছেন।
জামাত তার ব্রেন ওয়াশ করে ফেলেছে। সে জামাতের পুতুল হয়ে কাজ করছে। জাতির কুসন্তান এই আসিফ নজরুল। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম হলো জামাতের প্রোডাক্ট। জামাত তাকে পেলেপুষে বড় করেছে। জামাত পুরো দেশটা খেয়ে দিচ্ছে। অথচ শেখের বেটি এদের এতদিন দাপটের সাথে দাবিয়ে রেখেছিলেন। সব বদলে যাবে। সূর্য উঠবে, নতুন আলো আসবে। শেখ হাসিনার উপর মিথ্যা সাজানো অপরাধে যারা ফাঁসির রায় দিলো, যারা আজ আনন্দ উল্লাস করছে, এরা সকলেই জামাত শিবির। রাজাকার। জাতির কুসন্তান। এরা দেশের শত্রু। এরা ৭১ এ ছিলো, আজও আছে। মানবিক শেখ হাসিনা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। আর তার জন্য ফাঁসির আদেশ! কি বিচিত্র। মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন সব একত্র হলে- জামাত পালানোর পথ পাবে না। জামাত শিবিরিকে দমন করার জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের আবার ঘর থেকে বের হতে হবে।
এই রায় কোনোদিন কার্যকর হবে না। নো নেভার।
শেখ মুজিব যেমন ১৯৭২ সালের ১০ই জানুয়ারী দেশে ফিরে এসেছিলেন। দেশের মানূষ তাকে ফুলের মালা দিয়ে বরন করে নিয়েছিলেন, তেমনি ভাবেই শেখ হাসিনা দেশে আসবেন। জাতি তাকে ফুলের মালা দিয়ে গ্রহন করবে। এ রায়ের মধ্য দিয়ে দেশের প্রতি, এ দেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি, মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের প্রতি অপমান করা হলো। পথের নেড়ি কুকুরের চেয়ে জামাত খারাপ। হাসিনা মেট্রোরেল করে অপরাধ করেছে, পদ্মাসেতু করে অপরাধ করেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্নফুলি টার্নেলসহ হাজার রকম উন্নয়ন করে অপরাধ করেছেন। রাজাকারদের ফাঁসি দিয়ে, শেখ মুজিবের হত্যাকারীদের ফাঁসি দিয়ে- শেখ হাসিনা অন্যায় করেছেন। এত এত ভালো কাজ ও উন্নয়নের পুরস্কার কি ফাঁসি? অত্যন্ত দুঃখজন। এটা হতে পারে না। আমি রাজনীতি করি না। কোনো দল করি না। আমি খেতে খাওয়া মানুষ। দেশের একজন সাধারন নাগরিক হিসেবে- অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমার দায়িত্ব।
দেশের সব পদে এখন বসে আছে- জামাতের লোকজন।
অ্যাটর্নি জেনারেল, উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, আমলা থেকে শুরু করে সব জায়গায় এখন জামাতের লোকজন। জামাতের প্রচুর টাকা। ওদের টাকার অভাব নেই। কলেজ ইউনিভার্সিটিতে পর্যন্ত সব জামাত শিবির দিয়ে ভরা। গত ১৫ বছর শেখ হাসিনা দেশের উন্নয়ন করে গেছেন আর জামাত শিবির তলে তলে- নীল নকশা করে গেছে। এখন সেই নীলনকশা ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। জামাত গর্ব করে বলে, পুরো দেশের সব প্রতিষ্ঠানে জামাতের লোক (প্রোডাক্ট) দিয়ে ভরা। আজ পরিস্থিতি এমন দাড়িয়েছে- শেখ হাসিনার সামনে যাদের দাড়ানোর সাহস নাই, তারা আজ শেখ হাসিনাকে গালমন্দ করছে। বিচিত্র সেলুকাস! শেখ হাসিনা হেরে যাবেন না? শেখ হাসিনা হেরে গেলে, হেরে যাবে পুরো বাংলাদেশ। দেশ যারা এগিয়ে নেয়, তাদেরই থামিয়ে দেওয়া হয়- এট বড় সাহস জামাতের!। শেখ মুজিবকে থামিয়ে দেওয়া হয়েছিলো। এখন শেখ হাসিনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা। জামাতের এই স্বপ্ন সত্য হবে না।
১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: কোনো মানুষই নিষ্পাপ নয়।
কম ব এশি দোষ থাকে। থাকতে পারে।
কিন্তু এই রায় তৈরি করা। সত্যতা নেই। সমস্যা এখানেই।
২|
১৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫০
মেঠোপথ২৩ বলেছেন: উন্মত্ত জনতার সামনে পড়লে কিন্তু আপনার খবর আছে! গুরু কিন্তু আম্রিকা থেকে এসে বাঁচাবে না।
১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: আরেহ ভাই, স্বাধীন দেশে সত্য কথা বলতে পারবো না??!!
৩|
১৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনাকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই । ![]()
১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: আমি ঠিক আছি।
দেশে অন্যায় হচ্ছে, কিছু করতে পারছি না। এজন্য যন্ত্রনা হচ্ছে।
৪|
১৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: কখন কি ঘটে কে জানে?
১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: হ্যা সেটাই আমি আমার লেখায় বলতে চেয়েছি।
৫|
১৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: খুনী হাসিনার পক্ষে সাফাই, আহা বিবেক!
সময় এমনি এক যায়গায় এসে দাঁড়িয়েছে আমরা চোখ থাকতেও অন্ধ।
১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: এই কিসের খুনী??
আপনি দেখেছেন খুন করতে? আজাইরা কথা। এসব বাদ দেন।
৬|
১৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫
নতুন বলেছেন: শেখ হাসিনা কাকে গুলি করে মারলো? কাকে হত্যা করলো? একটা ভিডিও ফুটেজ দেখান। আছে কোনো শালার কাছে ভিডিও ফুটেজ?
আপনি তো দেখি আপার মতনই বুঝতেই পারেন নাই যে উনি কি অপরাধ করেছে।
আপনি যেহেতু আপার মতন বুঝেনই নাই আয়ামীলীগ কি দোষ করেছে তাই আপনার এই মামলা, রায় বোঝার মতন জ্ঞান এখনো হয় নাই। ![]()
১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০৪
রাজীব নুর বলেছেন: আমি জ্ঞানহীন, মগজহীন মানুষ। সেটা জানি।
আপনাদের মতো জ্ঞানী হতে পারিনি।
হাসিনা যে খুন টুন করেছে সেই ভিডিও গুলো আমাকে দেন।
৭|
১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:০৪
শাহ আজিজ বলেছেন: চো ও ও ও ও ও ও ও প।
১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: ঘুমান।
আপনার ঘুম দরকার।
ভালো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে।
৮|
১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৩২
জ্যাক স্মিথ বলেছেন: দেশে আসলেই কার্যক্র হবে।
১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: না হবে না। কিছুই হবে না।
শেখ হাসিনা দেশে আসবেন।
৯|
১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:২৯
এ পথের পথিক বলেছেন:
দিল্লীর দাসী খুনি হাসুর পক্ষ থেকে আজকের এই ঐতিহাসিক দিনে সবাইকে ভার্চুয়ালি মিষ্টি বিতরন করলাম ।
বুকে পাথার চাপা দিয়ে খেয়ে নেন ভাই
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: এই রায়ের একফোঁটাও গুরুত্ব নেই। প্রথমত বাংলাদেশের বর্তমান সরকারই অবৈধ ও সেই সরকারের তৈরি করা বিচার ট্রাইবুনালই অবৈধ। পৃথিবীর কোনো দেশের কাছেই ওই অবৈধ বিচার ট্রাইবুনালের কোনো গ্রহণযোগ্যতা নেই, ভারতের কাছে তো একদমই নেই।
১০|
১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:২৪
কাঁউটাল বলেছেন: ছগল নূর, বেকুব। শেখ হাসিনার কিছুই হবে না। এই রায় পভুপাদ মুদির দেশ ভঁড়ৎের জন্য একটা োয়ামারা মাত্র।
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: নির্বোধ কোথাকার।
১১|
১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৪৫
সাইবার সোহেল বলেছেন: আল্লাহ্ তালার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আপনার সন্তান বা নিকট কেউ অন্য অনেকের শিশুর মতো ঘরের মধ্যে বাবার সাথে খেলা বা দুষ্টমিরত অবস্থায়, বা কাদনে গ্যাস যেন ঘরে আসতে না পারে, এজন্য জানালা লাগাতে গিয়ে গুলি বিদ্ধ হয়ে মারা যায় নি... যদি মারা যেত তাহলে হয়তো আপনার লেখাটা অন্যরকম হতো.....
![]()
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: আপনি যেটা বললেন, সেটা বানোয়াট। আল-জাজিরার রিপোর্টেও এটা আসেনি।
১২|
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:২০
ক্লোন রাফা বলেছেন: বঙ্গবন্ধু’র ফাঁসির আদেশ হয়েছিলো তার পরিবর্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনার ফাঁসির রায়ের বিনিময়ে বাংলাদেশের মির্জাফরদের কবর রচিত হবে চিরতরে।
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩৬
রাজীব নুর বলেছেন: এই অবৈধ বিচার নাম প্রহসন দ্বারা পৃথিবীতে বাংলাদেশ পুরো হাসির খোরাকে পরিণত হয়েছে। শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তিনি সসম্মানে ভারত থাকছেন ও ভৱিষ্যতেও থাকবেন। অদূর ভবিষ্যতে একদিন শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে এসে সসম্মানে প্রধানমন্ত্রী হবেন।
১৩|
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১২
আলামিন১০৪ বলেছেন: গরম পানিতে পড়া ব্যাঙও তাই মনে করত, আপনার আম্মো আগে কথা শুনে নাই ভুয়া ভোটে ক্ষমতায় এসে, গদির জন্য হাজারো খুন করে এখনো কল্পনার ছবি আঁকে..আপনাদের মতো চাটুকারদের জন্যই হেতির হাসুর এই অবস্থা
১৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: আপনি আসলে ময়লার ভাগাড়ে আছেন।
উঠে আসুন। দেরী হোক যায়নি সময়।
১৪|
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৩
বিষন্ন পথিক বলেছেন: রাজাকারপল্লীতে ভীষণ উৎসব, এই উৎসব কতদিন থাকে দেখি, শেখের বেশি বলেছেন পাকি বীজ সাফ করবেন
১৫|
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:২৮
এ পথের পথিক বলেছেন: ধরো বৈঠা মারো টান, আম্লিক যাবে হিন্দুস্থান
ভাঙ ৩২ জ্বালো আগুন, খুনিদের শৃঙ্খলে ধরবে ভাঙন
১৬|
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
মাদকাসক্ত ছেলের প্রেমিকা চলে যাবার মতো রায় শুনে আপনি আর উস্তাদ জ্বি অযথাই পাগলামি করছেন।
ব্লেড দিয়ে হাত কেটে হাসিনার নাম লিখা ব্লগে উল্টো পাল্টা পোষ্ট দেওয়া বন্ধ করুন।
হাসিনা আর ফিরবে না......
১৭|
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২০
কাঁউটাল বলেছেন: পভুপাদ মুদির দেশ ভঁড়ৎের জন্য এই রায় একটি োয়ামারা মাত্র - এই কথার ব্যখ্যা: এখন থেকে বংগদেশ শেক হাসিনারে ফেরত চাইবে। এতে ভঁড়ৎ উভয় সংকটে থাকবে। ফেরত দিলে রাজীব নূরেররা আত্মহত্যা করবে, ভড়ৎের উপর আস্থা হারিয়ে ফেলবে। না-দিলে বংগদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করা দুরুহ হবে। মুদির দেশ ভড়ৎের োয়ার মধ্যে একটা দীর্ঘমেয়াদী চিন চিন ব্যথা অনুভুত হইতে থাকবে।
১৮|
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৭
নতুন বলেছেন: লেখক বলেছেন: আমি জ্ঞানহীন, মগজহীন মানুষ। সেটা জানি।
আপনাদের মতো জ্ঞানী হতে পারিনি।
হাসিনা যে খুন টুন করেছে সেই ভিডিও গুলো আমাকে দেন।
হাসিনা নিজে হাতে খুন করেছে সেটা কি কেউ দাবী করেছে?
হাসিনা যে প্রানঘাতি বুলেট ব্যবহারের হুকুম দিছে সেটার জন্য তিনি হুকুমের আসামী।
আপনার সম্ভবত জানা নাই হুকুমের আসামীর কি সাজা হয়?
✅ হুকুমের আসামীর শাস্তি (মূল নিয়ম)
বাংলাদেশ দণ্ডবিধি ১০৯ ধারা (IPC 109) অনুযায়ী:
১৯|
১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৯
আমি নই বলেছেন: পৃথিবীর কোনো দেশের কাছেই ওই অবৈধ বিচার ট্রাইবুনালের কোনো গ্রহণযোগ্যতা নেই, ভারতের কাছে তো একদমই নেই।
পাকিরাতো তাদের এদেশি দালালদের রাজাকার ডাকত, ভারতীয়রা তাদের দালালদের কি ডাকে? বেলজ্জার মত এদেশের আলো-বাতাস খেয়ে ভারতের দালালি বাদ দিয়ে ভারত গেলেইতো পারেন।
২০|
১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫২
অধীতি বলেছেন: জ্বি বড় ভাই। হুকুমের আসামী বলে একটা জিনিস আছে। আপনার হিসেবেতো নেতানিয়াহু, হিটলার, মুসোলিনিও অপরাধী নয়। আরেকটু মানবিক হোন, আরেকটু চিন্তার জগতকে বিস্তৃত করুণ। শেখ হাসিনার অডিওগুলো শুনুন।
২১|
১৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭
নতুন বলেছেন: শেখ হাসিনা কাকে গুলি করে মারলো? কাকে হত্যা করলো? একটা ভিডিও ফুটেজ দেখান। আছে কোনো শালার কাছে ভিডিও ফুটেজ? অথচ জামাত পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য- একজন মানবিক মানুষকে, দেশপ্রেমিক মানুষকে জোরজবস্তি, মনগপড়া নিজের ইচ্ছে মতো- রায় দিয়ে দিলো- 'ফাঁসি'। মামা বাড়ির আবদার! শকুন খামচে ধরেছে দেশ। সব কিছু তাদের অধিকারে।
আপনার থিউরি অনুযায়ী পাকি জেনারেলেরা তো পুরাই ফ্রেস্তা, তারা তো কাউকে হত্যা করেনাই, ধর্ষন করেনাই।
আপনি কিসের ভিক্তিতে গোআ, নিজামীদের যুদ্ধাপরাধী বলেন? কোন ভিডিও আছে? এরা কাউকে হত্যা করেছে? এদের পুত্র জাসিরা তো তাদের ফ্রেস্তা মনে করে তবে কি আপনিও মেনে নেবেন তারা নিরপরাধ?????
২২|
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:২২
কাঁউটাল বলেছেন: বেকুব ছাগল নূর কিভাবে হা হুতাশ করছে তা দেখার জন্য আবার আসলাম।
২৩|
২০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০৮
সপ্তম৮৪ বলেছেন: আমি আপনার মূল্যবান মতামতকে সম্মান করি।
২৪|
২১ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আগে জানতাম হাকিম নড়ে তো হুকুম নড়ে না।
আর এখন দেখছি- হাকিম তো নড়েই ।
সাথে সাথ হুকুমও নড়ে যায়।
যেই আদালত অবৈধ বলেছিল সেই আদালতই এখন আবার বৈধ বলছে।
এটা প্রশাসনের কালো বাতাসের কারণে হয়।
আইন সবার জন্যই সমান।
সকল সময়ের জন্যই সমান।
২৫|
২৩ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৪
মাথা পাগলা বলেছেন: হাসিনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিলো তার মধ্যে একটি ছিলো - সাংবাদিক সন্মেলনে বলা "কোটা মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা পাবে নাকি রাজাকারের নাতি-পুতিরা পাবে?" এই বক্তব্যের জন্য আমৃত্যু কারাদণ্ড শাস্তি প্রদান করা হয়েছে।
আরো হাস্যকর ব্যাপার হলো যারা নিজেদের বুদ্ধিজীবী বলে মনে করে, তারাই এই রায়কে বাহবা দিচ্ছে।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
বাজ ৩ বলেছেন: হাসিনার প্রতি আম্লিকের প্রতি অন্ধ ভালবাসা আসলে আপনাকে অন্ধ এবং বধীর বানিয়ে দিয়েছে,যে কারনে শেখ হাসিনার অপকর্ম আপনাদের চোখে পরেনা,ভালোবাসার মানুষের সুধু গুণ গুলোই চোখে পরে,দোষ ঢাকা থাকে।
আপনার অন্ধ চোখে শেখ হাসিনা নিষ্পাপ, মাসুমা।
চক্ষু খুলুন এবং ভাবুন,হাসিনার ভুলগুলো কি ছিলো।এবং তারপর পোস্ট প্রসব করুন